হ্যালো বন্ধুরা, আজকে আমি জিপি 4g মডেম নিয়ে আলোচনা করব ।ইন্টারনেট বর্তমান যুগে আমাদের জীবনের সাথে মিশে যাওয়া একটি অংশ ।ইন্টারনেট ছাড়া নিজেকে কল্পনাও করা যায় না । প্রতি ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার আছে ।আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি মডেম এর প্রয়োজন হয় । আপনি নিশ্চয় চাইবেন যে আপনার মডেমটি সবচেয়ে সেরা মডেম হোক এবং আপনি মডেমটি থেকে সবচেয়ে ভালো সার্ভিস পান । তাই আজকে আমি জিপি 4g মডেম এর খুটিনাটি আপনাদের জানবো ।
জিপি 4g মডেমের বৈশিষ্ট্য
জিপি 4g মডেম এর বৈশিষ্ট্য পুরনো ফোরজি মডেম এর বৈশিষ্ট্য থেকে একটু ভিন্ন । বলা যেতে পারে একটু উন্নত । প্রথমত জিপি 4g মডেম আপনার ল্যাপটপে ই-থার নেট হিসেবে কাজ করে ।যার ফলে আপনি মডেম দিয়ে বাড়তি কোনো সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ টেন এ হটস্পট পদ্ধতির মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন । যা আগের জিপি মডেম গুলো দিয়ে করা যেত না । দ্বিতীয়ও তো আপনি USSD অপশনটি এখানে নেই ।সেজন্য আপনার ইন্টারনেট ডাটা দেখার প্রয়োজন হলে মডেমটি ইন্সটল করা ওয়েব ফিচার ব্যবহার করে দেখতে হবে ।
ইন্সটল পদ্ধতি
- প্রথমে জিপি 4g মডেম মডেমটি পিসির ইউএসবি তে লাগিয়ে দেবেন ।
- তারপর মাই কম্পিউটারে গিয়ে আইকন দেখতে পাবেন ।
- ডাবল ক্লিক করে মডেমটি ইন্সটল করবেন ।
- ইন্সটল হয়ে গেলে ডেক্সটপের মডেমের আইকন দেখতে পাবেন ।
- তার উপর ডাবল ক্লিক করলে ব্রাউজারে একটি ট্যাব খুলবে ।
- সেখান থেকে এর সেটিং অন্যান্য ফিচার দেখতে পাবেন ।
- জিপি 4g মডেম টি আলাদাভাবে কানেক্ট করতে হয় না । এটি অটো কানেক্ট সিস্টেম । মডেমটি পিসিতে লাগানোর কিছুসময়ের মধ্যেই কানেক্ট হয়ে যাবে ।
জিপি 4g মডেমটি কিভাবে কিনবেন
আপনি জিপি মডেমটি বিভিন্ন অনলাইন মার্কেট যেমনঃ দারাজ, ইভ্যালি ইত্যাদিতে অর্ডার করে খুব সহজেই কিনতে পারেন । এছাড়াও জিপি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন ।তাছারাও বাংলাদেশের সব জায়গায় বড় বড় মোবাইল শোরুম এর দোকান থেকেও আপনি মডেম টি কিনতে পারেন ।
জিপি 4g মডেমটি কিনলে সাথে যা পাবেন
- প্রথমবার এটি ব্যবহার করলেই আপনি পাবেন 4gb ফোরজি ডাটা যার বৈধতা হচ্ছে 7 দিন ।
- 120 টাকায় 4gb রেগুলার ডাটা কিনলে আপনি আরও 4 জিবি ফোরজি ডাটা ফ্রী পাবেন পাবেন উভয়ের বৈধতা 7 দিন ।
- প্রত্যেক কাস্টমার এভাবে নয় বার ডাটা কিনতে পারবে (প্রত্যেক মাসে তিনবার) করে এবং সর্বোচ্চ 36gb ডাটা ফ্রি পাবেন ।
- একজন কাস্টোমার 4gb 4 জি ডাটা ব্যবহার করা হলে আরো সর্বোচ্চ 40 জিবি ডাটা ফ্রি পেতে পারেন ।
জিপি 4g মডেমটির দাম
জিপি 4g দাম হল 1,999 টাকা ।