মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী নামে চিনি । তিনি হাজার ১৮৬৯ সালে ২ অক্টোবর পোরবন্দর হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন ।তিনি ছিলেন ভারতের অবিসংবাদিত নেতা ।ভারতের এক অদ্বিতীয় জনক । তিনি অহিংস আন্দোলনের সূচনা করেছিলেন । তিনি গোটা ভারত এবং বিশ্বজুড়ে মহান আত্মা (মহাত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত ।গান্ধী চেয়েছিল ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করতে। সে জন্য তিনি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন ।
তিনি সবসময় দেশি পণ্য, দেশি পোশাক ব্যবহার করতেন। তিনি ইংরেজদের পণ্য বর্জন করার ডাক দিয়েছিলেন। তিনি সব সময় দরিদ্র দূরীকরণ, নারী-স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বৈষম্য দূরীকরণে কাজ করে গেছেন । তিনি জাতির অর্থনৈতিক স্বচ্ছলতা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন ।
এই মহান নেতার স্মরণে ২০০৭ সালের ১৫ ই জুন জাতিসংঘ এক সাধারন সভায় মহাত্মা গান্ধীর জন্মদিনকে গান্ধী জয়ন্তী বলে ঘোষণা করেন । সেই থেকে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস অথবা গান্ধী জয়ন্তী নামে পরিচিত ।
গান্ধীজীর জীবনের সংক্ষিপ্ত কিছু তথ্য
- গান্ধীজীর বাবার নাম করমচাঁদ গান্ধী তিনি ছিলেন পুরন্দরের দেওয়ান । মা ছিলেন পুতলিবা দেবী।
- ১৮৮৩ সালে মহাত্মা গান্ধী কস্তুরবা মুখার্জিকে বিয়ে করেন এবং ১৮৮৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান ।
- ১৯২১ সালে ডিসেম্বর মাসে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্ব প্রাপ্ত হন ।
- ১৯২২ সালের ১০ মার্চ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাকে ৬ বছর কারাদণ্ড দেওয়া হয় ।
১৯২৪ সালে ফেব্রুয়ারীতে তাকে মুক্তি দেওয়া । - ১৯৩০ সালে গান্ধীর ভারতীয় লবণ করে প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন ।
- ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড় আন্দোলনের সূত্রপাত ঘটান ।
- ১৯৩৩ সালের ৮ মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২১ দিন ধরে অনশন করেন।
- ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি গান্ধী কে গুলি করে হত্যা করা হয় । গান্ধীজীর হত্যাকারীর নাম নাথুরাম শুণ্ডে । তিনি ছিলেন একজন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল ।
- ২০২০ সালে গান্ধীজী ১৫১ তম জন্মদিন পালিত হবে ।
গান্ধিজীর বিখ্যাত কিছু উক্তি
- দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম ।…….. মহাত্মা গান্ধী
- যখনই কোনো প্রতিপক্ষের মুখোমুখি হবে, তাকে ভালবাসার সাথে অর্জন করবে ।…… মহাত্মা গান্ধী
- চোখের বদলে গোটা বিশ্বকে অন্ধ করে দেবে । ……….মহাত্মা গান্ধী
- আজ তুমি যা করবে, তার উপরই নির্ভর করবে ভবিষ্যৎ। ………মহাত্মা গান্ধী
- যেদিন ভালোবাসা, ক্ষমতা, আর লোভকে হারিয়ে দেবে, সেদিন এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে ।……….মহাত্মা গান্ধী
- এমন ভাবে জীবন যাপন করো, যেন মনে হয় তুমি আগামীকালে মারা যাবে, এমন ভাবে শিখবে যেন, তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী ।……… মহাত্মা গান্ধী
- ভালোবাসা জগতের সবচেয়ে বড় শক্তি ।……… মহাত্মা গান্ধী
- শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের অদম্য ইচ্ছা মাধ্যমে ।……….. মহাত্মা গান্ধী
- ভিড়ের মধ্যে দাড়ানোর সহজ, কিন্তু একাকী দাঁড়াতে সাহস দরকার ।………. মহাত্মা গান্ধী
- পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তার নিজের থেকেই শুরু করো ।………. মহাত্মা গান্ধী