বাংলালিংক বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান।এর ৩৩.৬৯ মিলিয়ন গ্রহক রয়েছে। এটি শহর এলাকা ছাড়াও গ্রাম অঞ্চলেও নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে।২০০৫ সালে এর যাত্রা শুরু হয়।গ্রহকদের সুবিধার জন্য বাংলালিংক বিভিন্ন অফার ও স্বল্প মূল্যে কিছু বান্ডেল প্যাক ও দিয়ে থাকে।
বাংলালিংক গ্রহকদের জন্য সাশ্রয়ী মূল্যের মোবাইল অপারেটিং কোম্পানী।এটি বিদেশী একটি কোম্পানী এবং বাংলাদেশ সরকারের আয়ের একটি বড় উৎস।
বাংলালিংকের সেবা সমুহঃ
বাংলালিংক বিভিন্ন ধরণের সেবা প্রদান করে। এসএমএস, ভয়েস এসএমএস, এসএমএস পুশ-পুল সার্ভিস, ফোনে কথা বলা, বিল প্রদান, মোবাইল টিভি, ভিডিও কল, সরকারি চাকরির ফি প্রদান, পাবলিক পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনা এবং ডাটা সার্ভিস, বিএলটিউন, বিএলচারজ,বিএলশপ, মিসড কল এলার্ট, কল ব্লক প্রভৃতি সেবা প্রদান করে থাকে।
২জি, ৩জি, ৪জি মোবাইল ইন্টারনেট বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট (তার বিহীন ব্রডব্যান্ড) সেবা চালু আছে প্রতিষ্ঠানটি। এটি প্রিপেইড, পোস্টপেইড ভিত্তিতে পরিষেবা প্রদান করে থাকে।
বাংলালিংক এসএমএস প্যাক ২০২১
এস এম এস | টাকা BDT | অ্যাক্টিভি কোড | মেয়াদ |
৩০ এস এম এস | ৩ টাকা | *১৬৬*৩৩০# | ৩ দিন |
৭০ এস এম এস | ৭ টাকা | *১৬৬*৭৭০# | ৭ দিন |
১০০ এস এম এস | ৩.৯৯ টাকা | *২২২*৮# | ১ দিন |
২০০ এস এম এস | ১৫ টাকা | *১৬৬*১৫# | ১৫ দিন |
৫০০ এস এম এস | ৩০ টাকা | *১৬৬*৩০৫# | ৩০ দিন |
বাংলালিংক এসএমএস অফার ২০২১
বান্ডেল মূল্য সব ট্যাক্সসহ-
- 70 sms
7 Days
Tk. 7
*১৬৬*৭৭০#
- ২০০ এস এম এস
১৫ দিন
ডায়াল *১২১*১৫#
৳. ১৫
- ৫০০ এস এম এস
৩০ দিন
শ্রেষ্ঠ মূল্যডায়াল *১২১*৩০#
৳. ৩০
- ৩০ এস এম এস
৩ দিন
ডায়াল *১২১*১০১৩#
৳. ৩
- এই অফারটি সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকের জন্য প্রযোজ্য
- গ্রাহকেরা অফারটি কিনতে পারবেন MyBL অ্যাপ থেকে অথবা *১২১*১০১৩# ডায়াল করে
- বান্ডেল এসএমএস শুধুমাত্র লোকাল এসএমএস এর জন্য প্রযোজ্য (শর্ট কোড-এ এসএমএস ব্যতীত)
- বান্ডেল মেয়াদ শেষ হয়ে গেলে অব্যবহৃত এসএমএস আর ব্যবহার করা যাবে না
- বান্ডেলটি একাধিকবার কেনা যাবে
- মেয়াদ থাকাকালীন একাধিকবার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে এবং অব্যবহৃত এসএমএস নতুন অফারের সাথে যুক্ত হবে।
- বান্ডেল এসএমএস শেষ হয়ে গেলে কিংবা বান্ডেলের মেয়াদ শেষ হলে, রেগুলার এসএমএস চার্জ প্রযোজ্য হবে
- বান্ডেল এসএমএস ২৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
- অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য
বান্ডেল এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল *১২১*১০০#