অনলাইনে ট্রেনের টিকিট কেনা এখন একটি সবচেয়ে আলোচিত বিষয় ।কারণ এখন কেউ স্টেশনে গিয়ে টিকিট কিনতে পারবেনা করোনাভাইরাস পেক্ষাপটে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ।আজকে আমরা কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করবেন সে বিষয়ে আলোচনা করব ।
আপনি দুই ভাবে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং দিতে পারেন । একটি মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপস এর মাধ্যমে অন্যটি যেকোনো ডেক্সটপ থেকে আপনি অনলাইনে টিকিট বুকিং দিতে পারেন ।ভ্রমণ সবারই জন্য খুব আনন্দদায়ক কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সব যানবাহনের টিকিট পাওয়া খুবই দুরূহ ।এই সমস্যা সমাধানের জন্য অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু হয়েছে ।আমরা অনলাইনে ট্রেনের টিকিট কিনতে আপনাদের উদ্বুদ্ধ করব ।অনলাইন ট্রেনের টিকিট বুকিং করতে প্রথমত আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে একাউন্ট তৈরীর ব্যবস্থাটি সোজা এবং এটি সম্পূর্ণ ফ্রী তে তৈরি করা যায় ।একটার অ্যাকাউন্ট তৈরি করলে আপনি অ্যাকাউন্ট থেকে প্রতিবার ট্রেনের টিকিট কিনতে পারবেন ।
বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট নিবন্ধন সিস্টেম
আমি একটি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে গিয়ে আপনাকে নিবন্ধন করতে হবে ।এবং একবার নিবন্ধন করলে আপনি সারাজীবন টিকিট কাটতে পারবেন । নিচের ধাপগুলো অনুসরণ করুন ।
ধাপ ১ঃ
- নিবন্ধের লিঙ্ক: https://esheba.cnsbd.com/
- উপরের লিঙ্কটাতে ঢুকে রেজিস্ট্রেশন ক্লিক করুন ।
- আপনার নাম ইমেইল ঠিকানা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিন ।
- তারপর সাইন আপ করুন । নিচে আমি স্ক্রিনশট দিয়েছি এখান থেকে আপনি ধারণা নিতে পারেন ।
ধাপ 2ঃ
এ ধাপে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে । রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে লগইন করতে হবে । রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেইল ইমেইল ঠিকানাটি দিয়েছিলেন সেই ঠিকানাটি দিতে হবে , আর যে পাসওয়ার্ডটি দিলেন সেটি এখন দিন । আমরা একটি স্ক্রিনশট সঙ্গে যুক্ত করেছি আপনি এখান থেকে কিছু ধারনা নিতে পারেন । লগ ইন হয়ে গেলে …
ধাপ ৩ঃ
- প্রথমে আপনি যে ট্রেনে ভ্রমণ করতে চান সেই ট্রেনের নাম ঠিক করুন ।
- আপনি কোথা থেকে কোথায় যেতে চান সেই ঠিকানা দিন ।
- যেদিন ভ্রমণ করতে চান সেই দিনের তারিখ দিন ।
- আপনি কোন শ্রেণীর টিকিট নিতে চান সেই শ্রেণী ঠিক করুন ।
- এবং আপনি কয়জন সাথে নিয়ে ভ্রমণ করতে চান সেটি ঠিক করেন । উল্লেখ্য , আপনি চারটের বেশি টিকিট কিনতে পারবেন না ।
- সর্বশেষ ফাইন্ড বাটনে ক্লিক করুন ।
ধাপ ৪ঃ
- ধাপ ৩ শেষ করার পরে আপনি ধাপ 3 আপনার সম্পূর্ণ বিবরণ সহ সূচনা স্টেশন থেকে গন্তব্য স্টেশন তারিখ সহ একটি সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন ।
- ট্রেনের নামের ডানদিক থেকে ডিটেলস বোতাম টি তে ক্লিক করুন ।
- পার্স বোতাম টিতে ক্লিক করে আপনি টিকিটের মূল্য দেখতে পারবেন ।
- বাই টিকিট বোতামে ক্লিক করে টিকিট কিনতে পারেন ।
- আপনি এতক্ষণ যে যে প্রসেসগুলো করলেন সবগুলো আপনাকে দেখাবে আপনি যদি রাজি থাকেন তবে এগ্রি বোতামে ক্লিক করুন ।
- তাহলে টিকিট কনফ্রাম ।
- এখন আপনি কিসের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান সেই অপশন আপনাকে দেখাবে । আমি একটি স্ক্রিনশট এর মাধ্যমে ছবিগুলো দিয়েছি আপনি এটি অনুসরণ করতে পারেন ।
পেমেন্ট কনফার্মেশন
আপনার টিকিট বুকে সম্পূর্ণ হয়েছে এখন আপনাকে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে ।এজন্য আপনাকে অ্যাভেলেবেল পেমেন্ট অপশনে ক্লিক করে টিকিটের মূল্য দেখতে হবে । তারপর আপনি আপনার পছন্দমত মানি ট্রানস্ফার কোম্পানি যেমইঃ বিকাশ, রকেট ইত্যাদি দিয়ে পেমেন্ট কনফার্ম করতে হবে ।
পেমেন্ট কনফার্ম করার পর খুব তাড়াতাড়ি আপনার টিকিটে রেডি হয়ে যাবে এবং আপনার ইমেইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেবে । সেটা আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন ।আমি আশা করব আপনারা অনলাইনে ট্রেনের টিকিট খুব সহজে কাটতে পারবেন কোনরকম সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ ।