ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) বিশ্বের ঘরোয়া ক্রিকেটের অন্যতম আসর।প্রতিবারের ন্যায় এবারও অর্থাৎ 2021 সালের আইপিএলের মিনি নিলাম গত 18- 2- 2021 তারিখে সম্পন্ন হয়েছে। এবছর আটটি দলের মোট 292 জন খেলোয়াড়ের তালিকা প্রকাশিত হয়েছে।
তার মধ্যেই 164 জন ভারতীয় এবং 125 জন বিদেশি ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ শাহরুখ খানের দল যথারীতি টপ এ থাকতে চায়। তারই ধারাবাহিকতায় 2021 সালের আইপিএল নিলামে KKR এর সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্স
মোট আটটি টিমের পারফরম্যান্সের মধ্যে কলকাতা নাইট রাইডার্স প্রতি বছরের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার প্রত্যাশায় 2021 সালের আইপিএল এপ্রিল মাসে শুরু হতে যাচ্ছে। আপনি যদি কলকাতা নাইট রাইডার্স এর একজন ভক্ত হয়ে থাকেন, তবে সকল ক্রিকেটারদের নাম একনজর দেখার ইচ্ছা পোষণ করতে পারেন।
IPL এ কলকাতা নাইট রাইডার্স এর বাছাইকৃত ক্রিকেটারদের তালিকা 2021
আমরা এখানে ভারতীয় ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটারদের নাম একত্রে সরবরাহ করেছি। আপাতত সেই ক্রিকেটারের নাম দেখে নিজের মনকে সান্তনা দিতে পারেন।
KKR পূর্ণ স্কোয়াড:
- ইয়ন মরগান
- দীনেশ কার্তিক
- নীতীশ রানা
- শুভমান গিল
- রিঙ্কু সিং
- রাহুল ত্রিপাঠি
- কমলেশ নাগরকোটি
- কুলদীপ যাদব
- লকি ফার্গুসন
- প্যাট কমিনস
- প্রসিদ্ধ কৃষ্ণ
- সন্দীপ ওয়ারিয়র
- শিবম মাভি
- বরুণ চক্রবর্তী
- অন্রেদ রাসেল
- সুনীল নরাইন
- টিম সিফের্ট
- সাকিব আল হাসান
- করুণ নায়ার
- হরভজন সিং
- শেল্ডন জ্যাকসন
- পবন নেগি
- ভেঙ্কটেশ আইয়ার এবং
- বৈভব অরোরা
আইপিএল নিলাম 2021
গত 18- 2- 2021তারিখ, বৃহস্পতিবার আইপিএলের নিলামে বিদেশি ক্রিকেটারদের আকাশচুম্বী চাহিদা সকলের নজর কেড়েছে ।বিভিন্ন বিদেশি ক্রিকেটাররা আটটি টিমের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন থাকলেও দামের চাহিদায় সকলে সন্তোষজনক অবস্থানে রয়েছে।
আমরা নিচে আইপিএল নিলাম 2021 এর বিদেশি ক্রিকেটারদের নাম এবং নিলামকৃত দাম এখানে সরবরাহ করেছি। সুতরাং নিচে দেখুন এবং নিজেই নিজেকে প্রশ্ন করুন।
- ২০ লাখ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর
- ৭৫ লাখ টাকায় বেন কাটিংকে দলে নিল KKR
- করুণ নায়ারকে ৫০ লাখ টাকায় দলে নিল KKR
- মুজিব উর রহমানকে দেড় কোটি টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ
- ২০ লাখ টাকায় সি হরি নিশান্তকে দলে নিল চেন্নাই সুপার কিংস
- হরভজনকে সিংকে ২ কোটি টাকায় দলে নিল KKR
- স্যাম বিলিংসে ২ কোটি টাকার বিনিময়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস
- ২ কোটি টাকার বিনিময়ে কেদার যাদবকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ
- ২০ লাখ টাকায় CSK-তে কে ভগৎ ভার্মা
- ২০ লাখ টাকার বিনিময়ে সৌরভ কুমারকে দলে নিল পঞ্জাব কিংস
- মার্কো জ্যানসেন ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
- যুদ্ধবীর চরককে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
- জর্জ লিন্ডে ও চৈতন্য বিষ্ণোই আনসোল্ড
- ক্রিস গ্রিন ও ইসুরু উদানা আনসোল্ড
- ৫০ লাখ টাকায় জেমস নিশম মুম্বই ইন্ডিয়ান্সে
- স্কট কুগলেইজন আনসোল্ড
- পেসার কুলদীপ যাদবকে ২০ লাখ টাকায় দলে নিল রাজস্থান রয়্যালস
- এম হরিশঙ্কর ২০ লাখ টাকার বিনিময়ে চেন্নাই সুপার কিংসে
- জশ ইংলিশ ও সিমরজিৎ সিং আনসোল্ড
- সুহাস প্রভুদেশাই ও কে এস ভারতকে ২০ লাখ টাকায় দলে নিল RCB
- বেন ম্যাকডারমট, ম্যাথু ওয়েড, শন অ্য়াবট, সিদ্ধেশ ল্যাড, প্রেরক মানকড় আনসোল্ড
- ৭৫ লাখে রাজস্থান রয়্যালসে লিয়াম লিভিংস্টোন
- ৪.৮ কোটি টাকায় RCB-তে ড্যানিয়েল ক্রিশ্চিয়ান
- ৭৫ লাখ টাকার বিনিময়ে পঞ্জাব কিংসে ফ্যাবিয়ান অ্যালেন
- ২০ লাখে KKR-এ বৈভব আরোরা কে এল সৃজিত আনসোল্ড
- উৎকর্ষ সিংকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল পঞ্জাব কিংস করণ শর্মা আনসোল্ড
- ৩০ লাখ টাকায় পঞ্জাব কিংসে জলজ সাক্সেনা
- ৪.২ কোটি টাকায় পঞ্জাব কিংসে মইসেস হেনরিকস
- ৫.২৫ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে টম কুরান
- বেন কাটিং আনসোল্ড ১৫ কোটি টাকার বিনিময়ে কাইল
- মার্টিন গাপ্টিল ও পবন নেগি আনসোল্ড ৫০ লাখ টাকায় চেন্নাই সুপার কিংসে চেতশ্বর পূজারা
- ডেভন কনওয়ে, ড্য়ারেন ব্র্যাভো ও রাসি ভ্যান ডার ডুসেন আনসোল্ড
- রোভম্যান পাওয়েল, শন মার্শ ও কোরে অ্যান্ডারসন আনসোল্ড
- কে সি কারিয়াপ্পাকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল রাজস্থান রয়্যালস
- ৩০ লাখ টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দরাবাদে জে সুচিত
- ২০ লাখের বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে এম সিদ্ধার্থ
- ৮ কোটি টাকায় পঞ্জাব কিংসে রাইলি মেরিডিথ
- লুকম্যান মেরিওয়ালাকে ২০ লাখ টাকার বিনিময়ে দলে নিল দিল্লি ক্যাপিটালস
- ২০ লাখ টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে মহম্মদ আজহারুদ্দিন
- ২০ লাখ টাকায় KKR-এ শেলডন জ্যাকসন
- ২০ লাখ টাকায় দিল্লি ক্যাপিটালসে বিষ্ণু বিনোদ
- কেদার দেবদার ও বিবেক সিং আনসোল্ড ৯.২৫ কোটিতে চেন্নাই সুপার কিংসে কে গৌতম
- আয়ূষ বাদোনি ও ভেঙ্কটেশ আইয়ার আনসোল্ড ঋপল প্যাটেলকে ২০ লাখ টাকার বিনিময়ে নিল দিল্লি ক্যাপিটালস
- ৫.২৫ কোটি টাকার বিনিময়ে শাহরুখ খানকে দলে নিল পঞ্জাব কিংস
- ২০ লাখ টাকার বিনিময়ে রজত পাতিদারকে দলে নিল RCB
- ২০ লাখ টাকায় সচিন বেবিকে দলে নিল RCB
- পীযূষ চাওলাকে ২.৪ কোটির বিনিময়ে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
- শেল্ডন কট্রেল আনসোল্ড,হরভজন সিং আনসোল্ড, ১ কোটির বিনিময়ে দিল্লি ক্যাপিটালসে উমেশ যাদব
- দর ৫ কোটি, নাথন কুল্টার ডি নাইলকে নিল মুম্বই ইন্ডিয়ান্স
- ১৪ কোটি টাকার বিনিময়ে ঝাই রিচার্ডসনকে দলে নিল পঞ্জাব কিংস
- ১ কোটির বিনিময়ে মুস্তাফিজুর রহমানকে দলে নিল রাজস্থান রয়্যালস অ্যালেক্স ক্যারে, স্যাম বিলিংস ও কুশল পেরেরা আনসোল্ড
- দেড় কোটি টাকায় পঞ্জাব কিংসে ডেভিড মালান
- ১৬.২৫ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালসে ক্রিস মরিস
- ৭ কোটি টাকার বিনিময়ে CSK-তে মইন আলি
- ৩.২ কোটি টাকার বিনিময়ে সাকিব আল হাসানকে দলে নিল KKR
- কেদার যাদব আনসোল্ড গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটির বিনিময়ে দলে নিল RCB
- হনুমা বিহারি আনসোল্ড এভিন লুইস ও অ্যারন ফিঞ্চ আনসোল্ড ২.২ কোটি টাকার বিনিময়ে স্টিভ স্মিথকে দলে নিল দিল্লি ক্যাপিটালস
- করুণ নায়ার ও অ্যালেক্স হেলস আনসোল্ড
এছাড়াও আইপিএলের সর্বশেষ এবং আপডেট তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন ।