শুভেচ্ছা বার্তা

জন্মদিনে শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস 2021

প্রতিনিয়ত মানুষের জন্মদিন হয় না । তাই বছরের একটি মাত্র জন্মদিনে অন্য কেউ  উইশ করা একান্ত জরুরী । জীবনের কিছু গুরুত্বপূর্ণ মানুষ রয়েছে যাদের কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা না পাঠালে তারা মন খারাপ করে । তাই আমাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জীবনের বাস্তবতা পরিস্ফুটিত করা ।আপনি কি আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর শুভেচ্ছাবার্তা খুজতেছেন তাহলে আমার এই নিবন্ধ আপনাকে স্বাগতম । আমি আমার নিবন্ধে কিছু জন্মদিনের শুভেচ্ছা জানানোর এসএমএস দিলাম এগুলো দিয়ে ধারণা নিয়ে আপনি আপনার প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন ।

birthday wishes photos
birthday wishes photos

জন্মদিন প্রতিটা মানুষের একটি স্মরণীয় দিন । সবাই এই দিনটিতে আশা করে তাদের প্রিয়জনের কাছ থেকে আশীর্বাদ অথবা দোয়া পাওয়ার । অপরদিকে  সবারই উচিত নিজের প্রিয়জনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানো ।

আমরা আমাদের সবচেয়ে আপনজন বাবা-মা হতে শুরু করে বড় ভাই, ছোট ভাই, বড় বোন, ছোট বোন, এমনকি নিজের ছেলে মেয়েকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারি ।

birthday wishes photos
birthday wishes photos

জন্মদিনের শুভেচ্ছা বার্তা, এসএমএস, স্ট্যাটাস

দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন
** জন্মদিনের শুভেচ্ছা **

 আসুক ফিরে এমন দিন
হোক না তোমা সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।** জন্মদিনের শুভেচ্ছা **

আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে

** জন্মদিনের শুভেচ্ছা **  

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা বেঁচে থাকো হাজার বছর

>>>>শুভ জন্মদিন

 

>>>>শুভ জন্মদিন বড়<<<<

 ভাই আলোকিত হোক ভবিষ্যৎ

 প্রতিটি দিন কাটুক সুন্দর

 সুখ দিয়ে পরিপূর্ণ হোক আপনার  জীবন

 জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রইল ।।

 

ভাইয়া শুনতে পাচ্ছ ….???

আমি কিন্তু মনে রেখেছি

 আজকে তোমার জন্মদিন ।।

>>>>>শুভ জন্মদিন ভাইয়া

 A ফর আমি
B
ফর বলতে
C
ফর চাই
D
ফর দারুণ
E
ফর একটা
F
ফর ফাটাফাটি
G
ফর গোপন কথা

H ফর হ্যাপি বার্থডে !

বান্ধবীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এসএমএস

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো । প্রত্যেক জন্মদিনে প্রেমিক চায় তার প্রেমিকাকে নিয়ে সারা দিন ঘুরতে আবার প্রেমিকা তার প্রেমিককে কাছে পেতে চায় । জন্মদিনের কারণে প্রেমিক-প্রেমিকা একে অপরের কাছে আসে তাই জন্মদিন অবশ্যই একটি স্মরণীয় দিন ।

এর জন্য জন্মদিনের শুরুতেই প্রিয় মানুষকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানানো দরকার ।তো চলুন কথা না বাড়িয়ে চটপট পড়ে ফেলা যাক কয়েকটি জন্মদিনের শুভেচ্ছা বার্তা ।

birthday wishes photos
birthday wishes photos
  •  সূর্যের মতন উজ্জ্বল হও,
    সাগরের মতন হও চঞ্চল
    আকাশের মতন উদার হও
    আর ঢেউএর মতন উচ্ছল…
    >>>>শুভ জন্মদিন
  • বাইরে তাকিয়ে দেখো কি মনোরম পরিবেশ ! তোমার জন্যে সূর্য হাসছে , গাছেরা নাচছে , পাখিরা গান গাইছে ..কারণ আমি সবাইকে বলেছি শুভেচ্ছা জানাতে ! >>>>শুভ জন্মদিন
  • আজ তোমার জন্মদিন,
    জীবন হোক তোমার রঙিন
    সুখ যেন না হয় বিলীন,
    দুঃখ যেন না আসে কোন দিন । 
  • দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
    কিন্তু তোমার কথাই শুধু ভাবছি সারাদিন
    ** জন্মদিনের শুভেচ্ছা **
birthday wishes photos
birthday wishes photos
  • মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে,
    স্নিগ্ধ হওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে ।
    পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া ,
    পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া ।
    “” শুভ জন্মদিন “”
  • আধার ভেঙ্গে সূর্য হাসে
    বিশ্বভুবন আলোয় ভাসে
    পাকপাখালি ধরলো গান
    নদীর বুকে ওই কলতান
    তর তরিয়ে চললো তরী
    মহাসাগর দেবো পাড়ি
    তরু শাখায় লাগলো দোল
    চল বন্ধু চল জলকে চল
    খুশিতে মন তা ধিন ধিন
    আজ যে তোমার জন্মদিন **

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button