কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী 2021- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী, টিকেট এবং ভাড়ার তালিকা জানতে হলে আমাদের সাথে থেকে এই পোস্টে চোখ রাখুন । আজ আমরা কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য তালিকা নিয়ে আলোচনা করব। আপনাদের নিরাপদ ভ্রমণের বিষয়টি নিশ্চিত করতে কয়েকটি সুরক্ষা টিপস দিয়ে পাশে থাকার চেষ্টা করছি।
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর):
গুগল থেকে সংরক্ষিত কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব প্রায় ১০৪.৬ কিলোমিটার। কুমিল্লা থেকে ঢাকা রেলপথে ট্রেন চলাচল করে সেগুলো হলো-
- মহানগর গোধূলি (৭০৩)
- উপকূল এক্সপ্রেস (৭১১)
- মহানগর এক্সপ্রেস (৭২১) এবং
- তৃণা এক্সপ্রেস(৭৪১) ট্রেন।
এই ট্রেনগুলো যাতায়াত করে কুমিল্লা থেকে ঢাকা অন্তর্গামী মানুষের সেবা দিয়ে থাকে। তাই অনেকেই প্রয়োজনের তাগিদে কুমিল্লা থেকে ঢাকার রেল পথের সময়সূচী খুঁজে থাকেন। আন্তঃনগর ট্রেনগুলো মেইল এক্সপ্রেস ট্রেন থেকে অনেক উন্নত মানের। ট্রেন গুলোর ভিতরে রোমান এর ব্যবস্থা করা হয়েছে। এজন্য যাতায়াতে আন্তঃনগর ট্রেনগুলোতে যাত্রীদের কোন অসুবিধা হয় না। নিরাপদ পানি ,খাবার ও ঘুমের সাথে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে পর্যাপ্ত বগির ব্যবস্থা। এ ট্রেনগুলো একটি নির্দিষ্ট নিয়মে চলাচল করে।
ট্রেনগুলো যাতায়াতের জন্য একটি দিন করে ছুটির ব্যবস্থা রয়েছে। আবার কোন কোন ট্রেন সপ্তাহের প্রতিদিন চলাচল করে। নিচে আপনাদের সুবিধার জন্য কুমিল্লা থেকে ঢাকা রেলপথের আন্তঃনগর ট্রেন গুলো ছাড়া সময় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময়সূচী তালিকা আকারে দেওয়া হলো-
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | টু | পৌছানোর সময় |
মহানগর গোধুলি | নাই | ১৭ঃ৫৪ | ঢাকা | ২১ঃ১০ |
মহানগর প্রভাতি | নাই | ১১ঃ০৭ | চট্রগ্রাম | ১৩ঃ৫০ |
উপকুল এক্সপ্রেস | বুধবার | ০৮ঃ০১ | ঢাকা | ১১ঃ৫০ |
উপকুল এক্সপ্রেস | মঙ্গলবার | ১৯ঃ০৩ | নোয়াখালী | ২১ঃ০০ |
পাহাড়িকা এক্সপ্রেস | সোমবার | ১২ঃ২০ | সিলেট | ১৭ঃ৫০ |
কুমিল্লা টু ঢাকা ট্রেনের সময়সূচী ( মেইল এক্সপ্রেস):
কুমিল্লা থেকে ঢাকার রেল পথে যেসব ট্রেন চলাচল করে যাত্রীদের নিরাপত্তার সাথে সেবা দিয়ে যাচ্ছে সেগুলো হলো ঢাকা মেইল (০১), কর্ণফুলী এক্সপ্রেস (০৩), ঢাকা এক্সপ্রেস (১১), চট্টলা এক্সপ্রেস (৬৭) এবং কুমিল্লা কম্পিউটার (৭৮) ট্রেন।
কুমিল্লা থেকে ঢাকা অন্তগামী ট্রেন গুলোর মধ্যে কিছু ট্রেন সপ্তাহে এক দিন বন্ধ থাকে আর বাকি ট্রেনগুলো প্রতিদিনের ন্যায় চলাচল করে। কুমিল্লা থেকে ঢাকা রেলপথে এ ট্রেনগুলো চলাচল করে তাই যাত্রীরা নিরাপদে সাথে প্রতিদিন যাতায়াত করতে পারে। বর্তমান সময়ে ট্রেন ব্যবস্থার কারণেই যাতায়াতের জন্য দুশ্চিন্তায় পড়তে হয় না। নিচে কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের ছাড়ার সময় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময়সূচী সাথে ছুটির দিনের তালিকা দেওয়া হলো –
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | টু | পৌছানোর সময় |
ঢাকা মেইল | নাই | ০১ঃ৩০ | ঢাকা | ০৬ঃ৫৫ |
চট্রগ্রাম মেইল | নাই | ০৪ঃ০০ | চট্রগ্রাম | ০৭ঃ২৫ |
কর্ণফুলী এক্সপ্রেস | নাই | ১৩ঃ৩০ | ঢাকা | ১৯ঃ৪৫ |
কর্ণফুলী এক্সপ্রেস | নাই | ১৪ঃ২০ | চট্রগ্রাম | ১৮ঃ০০ |
ঢাকা মেইল | নাই | ২৩ঃ৩৩ | ঢাকা | ০৬ঃ৪০ |
কুমিল্লা টু ঢাকা ট্রেনের টিকিটের মূল্য (ভাড়া):
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ট্রেন পাওয়া যায়। ট্রেনগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আসন রয়েছে। আসুন অনুযায়ী প্রতিটি ট্রেনের টিকিটের মূল্য আলাদা। তাই সঠিক টিকিটের মূল্য জেনে টিকিট সংগ্রহ করে নিরাপদের সাথে যাতায়াত নিশ্চিত করুন।আপনাদের সুবিধার্থে আমরা এখানে কুমিল্লা থেকে ঢাকা ট্রেনের সকল টিকিটের মূল্য তুলে ধরছি –
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ১৭০ টাকা |
শোভন চেয়ার | ২০৫ টাকা |
প্রথম আসন | ২৭০ টাকা |
প্রথম বার্থ | ৪০৫ টাকা |
স্নিগ্ধা | ৩৯১ টাকা |
এসি | ৪৬৬ টাকা |
এসি বার্থ | ৭০২ টাকা |