Paytm একাউন্ট খোলার পদ্ধতি, হেল্পলাইন নাম্বার বাংলাদেশ
Paytm অন্যান্য রাষ্ট্রের মত বাংলাদেশ সন্তোষজনক স্থান লাভ করেছে । অনলাইনে যারা Paytm এর সেবা পেতে চান, কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারছেন না, বা একাউন্ট খোলার পরেও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য এই পেজটি সহায়ক ভূমিকা পালন করবে । পুরো কন্টেন্টটি পড়ে বাংলাদেশের পেটিএম অ্যাকাউন্ট খোলা, ব্যবহার নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না । সুতরাং Paytm সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পুরো নিবন্ধটি পড়ুন এবং আমাদের সাথেই থাকুন ।
Paytm কি?
Paytm হচ্ছে অনলাইন ভিত্তিক সার্ভিস । বাংলাদেশ হতে Paytm অ্যাকাউন্ট খুললে আপনি আপনার বিদ্যুত বিল , DTH রিচার্জ, অনলাইনে শোপি আরো অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ বাহিরে গিয়ে লাইনে দাঁড়িয়ে যে সকল কাজ করতে হতো বাংলাদেশের Paytm অ্যাকাউন্ট খুলে ঘরে বসেই জাবতি অনলাইন সেবা পাওয়ার সিস্টেমের নাম হল Paytm ।
আপনি চাইলে কিছু দিক নির্দেশনা ফলো করে একটি Paytm একাউন্ট করতে পারেন । সুতরাং চলুন একটি Paytm অ্যাকাউন্ট খুলি এবং অনলাইনের মাধ্যমে যাবতীয় পরিষেবা পাই ।
বাংলাদেশ হতে Paytm অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
বাংলাদেশের যে কোন জায়গা থেকে Paytm অ্যাকাউন্ট খোলা সম্ভব । আপনি কি Paytm অ্যাকাউন্ট খুলতে চান? তবে নিম্নোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে আপনি অনায়াসেই একটি Paytm অ্যাকাউন্ট খুলতে পারেন এবং তা ব্যবহার করতে পারেন । Paytm অ্যাকাউন্ট খোলার যাবতীয় দিকনির্দেশনা সুচারুরূপে পাওয়ার জন্য মনোযোগ সহকারে পুরো লেখাগুলো পড়ুন ।
ওয়েবের মাধ্যমে Paytm অ্যাকাউন্ট তৈরি করার পদক্ষেপ
- Paytm.com দেখুন
- পৃষ্ঠার উপরের-ডান কোণায় ‘লগ ইন / সাইন আপ’ এ ক্লিক করুন
- ‘সাইন আপ’ এ ক্লিক করুন
- আপনার মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড লিখুন
- ‘আপনার পেটিএম ওয়ালেট তৈরি করুন’ এ ক্লিক করুন
- ওটিপি, আপনার প্রথম নাম, শেষ নাম লিখুন এবং ‘আপনার পেটিএম ওয়ালেট তৈরি করুন’ এ ক্লিক করুন
- আপনার অ্যাকাউন্ট তৈরি করা হবে
অ্যাপের মাধ্যমে Paytm অ্যাকাউন্ট তৈরি করার পদক্ষেপ
- আপনার পেটিএম অ্যাপ্লিকেশন চালু করুন
- স্ক্রিনের উপরের ডানদিকে কোণায় প্রোফাইল আইকনে আলতো চাপুন।
- ‘একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন’ এ আলতো চাপুন
- আপনার মোবাইল নম্বর, ইমেল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড লিখুন।
- ‘একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন’ এ আলতো চাপুন।
- আপনি যে মোবাইল নম্বরটি লিখেছেন সেটিতে একটি ওটিপি পাবেন
- একবার আপনি ওটিপি প্রবেশ করে ‘জমা দিন’ এ ক্লিক করুন এবং আপনার প্রথম নাম, পদবি এবং ডিওবি প্রবেশ করুন
- ‘অ্যাকাউন্ট তৈরি করুন’ এ আলতো চাপুন
- আপনার অ্যাকাউন্ট তৈরি করা হবে
Paytm অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে
আপনি যদি অনলাইনে যাবতীয় সেবা ঘরে বসেই পেতে চান, তবে যেমন Paytm একাউন্ট থাকা বাধ্যতামূলক, অপরদিকে, প্রয়োজনীয় সকল কাগজপত্র Paytm অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজন । সুতরাং নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করে Paytm অ্যাকাউন্ট চালু করুন এবং যাবতীয় পরিষেবা পান ।
- ATM Card
- Credit Card
- Net Banking
Paytm হেল্পলাইন নাম্বার
Paytm ব্যবহারকালে যদি আপনি কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনি হেল্পলাইন নাম্বারে সরাসরি কল করতে পারেন ।
Bank, Wallet & Payments | 0120-4456-456 |
Paytm Mall Shopping Orders | 0120-4606060 |
Travel and Hotels | 0120-4880-880 |
এছাড়াও, Paytm সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমাদের এই কমেন্ট করতে পারেন, যত তাড়াতাড়ি সম্ভব আমার সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ।