তথ্য-প্রযুক্তি

আকাশ ডীটিএইচস (DTH) মূল্য,সুবিধা

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ । বর্তমান সময়ে আপনি স্যাটেলাইট এর উপর পুরোপুরি নির্ভরশীল যেমন স্যাটেলাইট মোবাইল ফোন ,স্যাটেলাইট টিভি চ্যানেল  ইত্যতাদি। এই স্যাটেলাইট টিভি চ্যানেল আপনাকে ডিস এন্টেনা সংযোগ এর উপর নির্ভর করতে হয় ।  ডিস এন্টেনার অসুবিধা আছে । যেমনঃ ডিস সংযোগ মাঝে মাঝেই থাকে না ।

আরও বড় সমস্যা হল চ্যানেল গুলো ঝির ঝির করে পরিষ্কার ছবি দেখা যায় না ।ইত্যাদি নানাবিধ সমস্যার সমাধান একটাই দিতে পারে তা হলো আকাশ ডিটিএইচ । আকাশ ডিটিএইচ সব চ্যানেল একদম পরিষ্কার দেখা যায় । এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোন ঝামেলা নেই ।আপনি নিরবচ্ছিন্নভাবে টিভি দেখতে পারবেন । তাই আজকে আমি আকাশ ডিটিএইচ এর বিষয়ে খুটিনাটি সব আপনাদের বলব ।

আকাশ ডিটিএইচ কিভাবে কিনবেন

আকাশ ডিটিএস বেক্সিমকো কোম্পানির একটি পণ্য । আকাশ ডিটিএইচ কেনার জন্য আপনি আকাশ ডিটিএইচ এর নিজস্ব ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন।বাংলাদেশের যে কোন জেলায় হোম ডেলিভারি পাবেন । এছাড়াও আকাশ ডিটিএইচ এর নির্ধারিত ডিলার পয়েন্ট আপনার নিকটস্থ হয় সেখান থেকে আপনি আকাশ ডিটিএস সংগ্রহ করতে পারেন । আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট দিলাম www.akashdth.com

আকাশ ডিটিএইচ দাম

আকাশ ডিটিএইচ এর কানেকশন ফি  4499 টাকা এবং সাবস্ক্রিপশন ফি 399 টাকা পার মাস ।
অর্থাৎ আপনি এককালীন 4499 টাকা দিয়ে আকাশ ডিটিএইচ স্থাপন করতে পারবেন । এবং প্রতিমাসে 120 টি চ্যানেল যার মধ্যে 40 টি এইচডি চ্যানেল দেখবেন মাত্র 399 টাকা প্রতি মাস খরচ করে ।

কিনার সাথে যা থাকবে

সেটটপ বক্স পাবেন একটি,রিমোট একটি সাথে রিমোটের দুইটি ব্যাটারি,HDMI ক্যাবল একটি ও AV, ক্যাবল একটটি।একটি ছাতা,সিঙ্গেল পোর্ট এলএনবি একটি ,তার ১৫ মিটার বা কম বেশি পাবেন, অতিরিক্ত ক্যাবল এর জন্য এক্সট্রা ৩০টাকা মিটার এ দিতে হবে ,এছাড়া ৭ দিন থেকে ১ মাসের ফ্রী সাবস্ক্রিপশন , ১ বছরের ওয়ারেন্টি ।

আকাশ ডিটিএইচ এ যা যা থাকছে

  • আকাশ ডিটিএইচ এর প্রোগ্রাম গাইডলাইন লক্ষ করলে দেখা যায় আপনি এর অপশন এ গিয়ে ফেভারিট চ্যানেল লিস্ট করতে পারবেন ।
  •  আপনার ফেভারিট প্রোগ্রামটির এলার্ম দিয়ে রাখতে পারবেন যখন প্রোগ্রামটি শুরু হবে আপনাকে জানিয়ে দেবে ।
  • প্যারেন্টাল কন্ট্রোলঃ আপনার বাসায় অনেক ছোট ছোট ছেলে মেয়ে থাকে তারা যাতে অ্যাডাল্ট কোন চ্যানেলের প্রোগ্রাম দেখতে না পারে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ।
  • পার্সোনাল ভিডিও রেকর্ডিং (পিভিআর)
    একটি অনুষ্ঠান আপনি দেখতেছেন আপনি চাইলে সেই অনুষ্ঠানটিকে রেকর্ড করে রাখতে পারবেন তা পরবর্তীতে পুনরায় আপনি দেখতে পারবেন ।

আকাশ ডিটিএইচ কাস্টমার কেয়ার নাম্বার

আকাশ ডিটিএইচ সেট বিষয়ে আপনার যেকোন তথ্য মতামত জানার বা দেওয়ার থাকলে আপনি নিচের কন্টাক্ট নাম্বারে কল করতে পারেন । অথবা ই-মেইল করে জানাতে পারবেন আকাশ ডিটিএইচ এর কন্টাক নাম্বার দিনে 24 ঘন্টা সপ্তাহের সাতদিনই খোলা থাকে।

  •  16442, 09609999000
  • ইমেলঃ support@akashdth.com

আকাশ ডিটিএইচ প্রিমেন্ট সিস্টেম

আকাশ ডিটিএইচ পেমেন্ট সিস্টেম খুবই উন্নত আপনি বাংলাদেশের প্রচলিত যেকোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগর ইত্যাদি দিয়ে খুব সহজে প্রেমেন্ট করতে পারবেন ।

 

 

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button