উৎসব

 ঈদুল  আযহা 2021: ঈদ এসএমএস, উইশেস-বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বস, কলিক এবং প্রিয় মানুষের জন্য

10 জিলহজ সমগ্র মুসলিম উম্মাহর জন্য আনন্দের দিন ।প্রতি বছরে  এই তারিখে ইসলাম ধর্মের বৃহত্তম উৎসব ঈদুল আযহা  উদযাপিত হয়।   আপনি এই আনন্দের দিনে অন্যকে আনন্দ দিতে চান এবং অনলাইনে কিছু ঈদ রিলেটেড এসএমএস করে থাকেন, তবে বলব আপনি সঠিক জায়গায় রয়েছেন ।   আমরা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বস্কো লীগ এবং পরিবারের সদস্যসহ জীবনের প্রিয়জনদেরকে এসএমএসের মাধ্যমে উইশ করার জন্য কিছু নমুনা সরবরাহ করেছি ।  যে কেউ আমাদের এই ওয়েবসাইট থেকে উইশিং এসএমএস গুলো কপি করে স্ট্যাটাস এবং টেক্সট মেসেজ হিসেবে ব্যবহার করতে পারবেন।

কাজেই, কথা না বাড়িয়ে চলুন এই মহান আনন্দের দিনে প্রিয়জনকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সাথে সাথে উইশ করে আসি।    আপনারা জানেন যে, ইসলাম ধর্মের হযরত ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্র ইসমাইল আলাইহিস সাল্লাম এর ইতিহাস নির্ভর হাদিস এর পরিপ্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা সমগ্র বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে ।তাই এই দিনটি সমগ্র মুসলিম উম্মাহর জন্য আনন্দের উৎস বলে সকলকে  উইশ করা প্রয়োজন বিধায় আজকে আমাদের এই আয়োজন।

eid mubarak gif 2

হ্যাপি ঈদ এসএমএস বাংলা 2021

আগামী 21 জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে । তারই পরিপ্রেক্ষিতে বাংলা এসএমএস এর কালেকশন আপনাকে আনন্দের সাগরে ভাষাতে সক্ষম । আমরা এখানে কিছু হ্যাপি ঈদ ডিলিটেড এসএমএস বাংলায় প্রকাশ করতে সক্ষম হয়েছি – যা আপনার আনন্দের  মাত্রাকে দ্বিগুণ করতে পারবে বলে আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি।  

তাই, বাংলাদেশ-ভারত সিয়েরালিওন সহ বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষের ঈদের  দোলা দিয়ে যায় এই কামনায় বাংলা এসএমএস গুলো আমরা সরবরাহ করেছি। যে কেউ চাইলে আমাদের এই সরবরাহকৃত এসএমএস গুলো অন্যের মাঝে শেয়ার করতে পারেন।

  • “ঈদ এলো বৃষ্টি এলো খুশির দাঁর মুক্ত হলো, ঈদের এখন নতুন রূপ,বৃষ্টি হল অপরূপ। তুমি আমার আপনজন তাই তোমায় ঈদের নিমন্ত্রণ” “ঈদ মুবারক”
  • শুভ রজনী, শুভ দিন, রাত পেরোলেই ঈদের দিন । উপভোগ করবে সারাদিন, ঈদ পাবে না প্রতিদিন । দাওয়াত রইলো ঈদের দিন । “ঈদ মোবারাক“
  • কষ্টের আড়ালে সুখের রাশি, প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি । তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক । সবাইকে জানাই ঈদ মোবারাক ।
  • ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি, বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি । কোন দূরেতে আছিস বন্ধু আয় না আমার কাছে, আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে । ঈদ মোবারাক ।
  • সারা দেশে চলছে ঈদের উত্সব । ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি । ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি । ঈদ মোবারাক ।
  • রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে । খুশির হাওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে । সাজবে সবায় নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক । ঈদ মোবারাক
  • রঙ লেগেছে মনে । মধুর এই ক্ষণে । তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে । ঈদ মোবারাক

#হ্যাপি ঈদ মোবারক 2021: উইশেস, এসএমএস & কোটস

হ্যাপি ঈদুল আযহা  বাংলা এসএমএস 2021

আপনারা জানেন যে, কুরবানীর গোশত এবং  রক্ত কোনটাই আল্লাহর নিকট পৌঁছায় না- শুধু পৌঁছায় বান্দার তাকওয়া । তাই কোরবানির ঈদে শুধু খাওয়া-দাওয়ার মধ্যে পরে না থেকে আনন্দের সন্ধান করতে করতে ঈদ উদযাপন করার প্রয়াসে উপসর্গ আমরা কিছু বাংলা এসএমএস আপনাদের জন্য উৎসর্গ করেছি-  যে কেউ সেই উইশিং এসএমএসগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার এ শেয়ার করে নিজে আনন্দ পাওয়ার পাশাপাশি অন্যকে ঈদের আনন্দ শেয়ার করে দিতে নিচের এসএমএসগুলো প্রয়োজন নয় কি?

  • ঈদ মানে হাসি ঈদ
    মানে খুশি
    ঈদ মানে বন্ধু তোকে অনেক ভালোবাসি
    ঈদ মোবারক
  • শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি? টিক্কা না ঝালফ্রাই?
    এনটিভি না চ্যানেল-আই? রিলাক্স না বিজি? শাড়ি না শার্ট?
    Wishing from heart EID MUBARAK

eid mubarak gif 2

  • বাকা চাঁদের হাসিতে,
    দাওয়াত দিলাম আসিতে,
    আসতে যদি না পারও
    ঈদ মোবারক গ্রহন করো

 # হ্যাপি ঈদ মোবারক মেহেদি ডিজাইন 2021

বাংলা রোমান্টিক ঈদ উইসেস 2021 

আপনাদের গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড বন্ধু-বান্ধবী  ক্লাসমেট এবং প্রিয় মানুষের জন্য ইজ রিলেটেড বাংলা রোমান্টিক এসএমএস করে থাকেন। তবে, এই পোস্টটি আপনাকে ভীষণ ভাবে উপকার করতে যাচ্ছে ।আপনার আনন্দের মাত্রা দ্বিগুণ করার জন্য আমাদের সর্বপ্রথম উইশিং এসএমএস গুলো আপনার প্রিয় মানুষের কাছে সেন্ড করুন যার ফলে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কথাটি সার্থকতা বহাল থাকবে।

ঈদুল আযহা অথবা কোরবানির ঈদে মাংস খাওয়া দাওয়া বেশি হয়ে যায়। তাই সকলের জন্য গ্যাসের ওষুধ সাথে রাখার  অনুরোধ প্রদান করা যাচ্ছে । এছাড়াও গরু নিয়ে ফানি এসএমএস এবং উইশিং আইডিয়া আমাদের অন্য কন্টেন্টে দেওয়া রয়েছে ।  যে কেউ চাইলে সে এসএমএস গুলো ব্যবহার করতে পারবেন।

  • সালাম দিলাম সালামি দেও

কষ্ট দিলে সাস্তি দেও

আল্লাহ মহান মাফ করে দেন

ঈদের দিনে পাপমুক্ত করে দেন।

# হ্যাপি ঈদ মোবারক এনিমেটেড গিফ

 *-* সবাইকে জানাই ঈদ মোবারক *-*

  • রাত পোহালেইহবে ঈদহবে অনেক মজা।ঈদের সালাত পরি নিনঈদ মোবারক বলে দিন।
  • করোনা মহামারির আড়ালে সুখের রাশি,
    প্রতিটা জীবনকেই আমি ভালোবাসি।
    তাই প্রতিটা জীবনের প্রতিটা সময় শুভ হোক।
    সবাইকে জানাই ঈদ মোবারাক।

বাংলা ফানি ঈদ এসএমএস

  • “যে দিন দেখবো ঈদ এর চাঁদ, খুশি মনে কাটাবো রাত।
    নতুন সাজে সাজব সেদিন, ঈদের আনন্দে কাটাবো সারা দিন!
    ঈদ মোবারক”
  • “সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে
    আনন্দ, ঈদ মানে খুশি।
    ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি
    হাসি। ঈদ মোবারক”

# ঈদুল আযহা 2021 ফানি স্ট্যাটাস, কোটস, মেসেজেস, পিক Download

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button