তথ্য-প্রযুক্তি

আকাশ ডীটিএইচস (DTH) মূল্য,সুবিধা

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ । বর্তমান সময়ে আপনি স্যাটেলাইট এর উপর পুরোপুরি নির্ভরশীল যেমন স্যাটেলাইট মোবাইল ফোন ,স্যাটেলাইট টিভি চ্যানেল  ইত্যতাদি। এই স্যাটেলাইট টিভি চ্যানেল আপনাকে ডিস এন্টেনা সংযোগ এর উপর নির্ভর করতে হয় ।  ডিস এন্টেনার অসুবিধা আছে । যেমনঃ ডিস সংযোগ মাঝে মাঝেই থাকে না ।

আরও বড় সমস্যা হল চ্যানেল গুলো ঝির ঝির করে পরিষ্কার ছবি দেখা যায় না ।ইত্যাদি নানাবিধ সমস্যার সমাধান একটাই দিতে পারে তা হলো আকাশ ডিটিএইচ । আকাশ ডিটিএইচ সব চ্যানেল একদম পরিষ্কার দেখা যায় । এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোন ঝামেলা নেই ।আপনি নিরবচ্ছিন্নভাবে টিভি দেখতে পারবেন । তাই আজকে আমি আকাশ ডিটিএইচ এর বিষয়ে খুটিনাটি সব আপনাদের বলব ।

আকাশ ডিটিএইচ কিভাবে কিনবেন

আকাশ ডিটিএস বেক্সিমকো কোম্পানির একটি পণ্য । আকাশ ডিটিএইচ কেনার জন্য আপনি আকাশ ডিটিএইচ এর নিজস্ব ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন।বাংলাদেশের যে কোন জেলায় হোম ডেলিভারি পাবেন । এছাড়াও আকাশ ডিটিএইচ এর নির্ধারিত ডিলার পয়েন্ট আপনার নিকটস্থ হয় সেখান থেকে আপনি আকাশ ডিটিএস সংগ্রহ করতে পারেন । আমি আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইট দিলাম www.akashdth.com

আকাশ ডিটিএইচ দাম

আকাশ ডিটিএইচ এর কানেকশন ফি  4499 টাকা এবং সাবস্ক্রিপশন ফি 399 টাকা পার মাস ।
অর্থাৎ আপনি এককালীন 4499 টাকা দিয়ে আকাশ ডিটিএইচ স্থাপন করতে পারবেন । এবং প্রতিমাসে 120 টি চ্যানেল যার মধ্যে 40 টি এইচডি চ্যানেল দেখবেন মাত্র 399 টাকা প্রতি মাস খরচ করে ।

কিনার সাথে যা থাকবে

সেটটপ বক্স পাবেন একটি,রিমোট একটি সাথে রিমোটের দুইটি ব্যাটারি,HDMI ক্যাবল একটি ও AV, ক্যাবল একটটি।একটি ছাতা,সিঙ্গেল পোর্ট এলএনবি একটি ,তার ১৫ মিটার বা কম বেশি পাবেন, অতিরিক্ত ক্যাবল এর জন্য এক্সট্রা ৩০টাকা মিটার এ দিতে হবে ,এছাড়া ৭ দিন থেকে ১ মাসের ফ্রী সাবস্ক্রিপশন , ১ বছরের ওয়ারেন্টি ।

আকাশ ডিটিএইচ এ যা যা থাকছে

  • আকাশ ডিটিএইচ এর প্রোগ্রাম গাইডলাইন লক্ষ করলে দেখা যায় আপনি এর অপশন এ গিয়ে ফেভারিট চ্যানেল লিস্ট করতে পারবেন ।
  •  আপনার ফেভারিট প্রোগ্রামটির এলার্ম দিয়ে রাখতে পারবেন যখন প্রোগ্রামটি শুরু হবে আপনাকে জানিয়ে দেবে ।
  • প্যারেন্টাল কন্ট্রোলঃ আপনার বাসায় অনেক ছোট ছোট ছেলে মেয়ে থাকে তারা যাতে অ্যাডাল্ট কোন চ্যানেলের প্রোগ্রাম দেখতে না পারে সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ।
  • পার্সোনাল ভিডিও রেকর্ডিং (পিভিআর)
    একটি অনুষ্ঠান আপনি দেখতেছেন আপনি চাইলে সেই অনুষ্ঠানটিকে রেকর্ড করে রাখতে পারবেন তা পরবর্তীতে পুনরায় আপনি দেখতে পারবেন ।

আকাশ ডিটিএইচ কাস্টমার কেয়ার নাম্বার

আকাশ ডিটিএইচ সেট বিষয়ে আপনার যেকোন তথ্য মতামত জানার বা দেওয়ার থাকলে আপনি নিচের কন্টাক্ট নাম্বারে কল করতে পারেন । অথবা ই-মেইল করে জানাতে পারবেন আকাশ ডিটিএইচ এর কন্টাক নাম্বার দিনে 24 ঘন্টা সপ্তাহের সাতদিনই খোলা থাকে।

আকাশ ডিটিএইচ প্রিমেন্ট সিস্টেম

আকাশ ডিটিএইচ পেমেন্ট সিস্টেম খুবই উন্নত আপনি বাংলাদেশের প্রচলিত যেকোনো মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগর ইত্যাদি দিয়ে খুব সহজে প্রেমেন্ট করতে পারবেন ।

 

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button