টেলিকমরবি

রবি বন্ধ সিম অফার 2021

রবি বাংলাদেশের প্রথম সারির মোবাইল অপারেটর কোম্পানি । রবিতে প্রায় 6 মিলিয়ন কাস্টমার রয়েছে ।রবি গ্রাহকদের অনেকেরই একাধিক সিম থাকে । রবি সেইসব কাস্টমারদের ফিরিয়ে আনার চেষ্টা করে   যারা  তিন মাসেরও বেশি সময় ধরে সিম বন্ধ রেখেছে ।রবির চেষ্টা করে সেইসব গ্রাহকদের ফিরিয়ে আনার জন্য বিভিন্ন অফারের মাধ্যমে  সুযোগ সুবিধা দিয়ে ফিরে আনার । আজকে আমি সেই অফার নিয়ে আলচনা করব । আপনি তিন মাসের বেসি সমায় সিম বন্ধ রাখলে আপনার সিমটি বন্ধ সিম অফারের অওতায় পরবে ।

তাই আজকের আলচনার বিষয় রবি বন্ধ সিম অফার ।  রবি বন্ধ সিম অফার পাবার জন্য  আপনাকে প্রথমে  চেক করতে হবে আপানার সিমটি বন্ধ  বন্ধ সিমের আওতায় পরছে কিনা । যদি বন্ধ সিমের আওতায় পরে তবে  নিদিষ্ট পরিমান রিচার্জে আপনি পেয়ে যাবেন সব  অফার  ।

robi bondho sim offer
robi bondho sim offer
কিভাবে চেক করবেন আপনার সিমটি বন্ধ সিম অফারের আওতায় আছে কিনা  ঃ

আপনার বন্ধ সিমটি  রবি বন্ধ সিম অফারের আওতায় আছে কিনা তা  জানার জন্য  আপনার যে কোনো সচল রবি নাম্বার দিয়ে  চেক করতে হবে । মোবাইল এর মেসেজ  অপশন গিয়ে  লিখুন  A  স্পেস দিয়ে  আপনার রবি নাম্বারটা পাঠিয়ে দিন 8050 নাম্বারে  । উদাহারনঃ        A 018xxxxxxxx   পাঠিয়ে দিন 8050

আপনার বন্ধ থাকা সিমটি চটি অফারের আওতাভুক্ত থাকে  । তবে কিভাবে অফার পাবেন ? সেজন্য আপনাকে 38 টাকা অথবা 119 টাকা রিচার্জ করতে হবে ।

রবি বন্ধ সিম অফার  ঃ
  • 38 টাকা রিচার্জ করলে পাবেন 5 জিবি 5 দিনের জন্য
  • আর 119 টাকা রিচার্জ করলে পাবেন 120 মিনিট 4জিবি এক মাসের জন্য ।
  •  শর্তবলীঃ
  •   Offer এর আওতাভুক্ত হলে যে কোন প্যাকেজ এর কেউ এই অফারটি উপভোগ করতে পারবে।
  •  পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই অফারটি চলতে থাকবে।
  •  যথাযোগ্য কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রবি যেকোন সময় এই অফারটি পরিবর্তন, পরিবর্ধন কিংবা সম্পাদনা করতে পারবে।

আমার অনুচ্ছেদটি পড়ে যদি আপনার ভাল লাগে তবে   বন্ধুদের মাজে শেয়ার করবেন  । আরও অন্যান্য অফার জানার জন্য আমার ওয়েবসাইটইর সাথে থাকুন । ধন্যবাদ ।

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button