এয়ারটেল বন্ধ সিম অফার এ আপনাকে স্বাগতম । এটেল বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি মোবাইল অপারেটর কোম্পানি । শুরুতে একাই যাত্রা করলেও পরবর্তীতে সব ব্যবসা গুটিয়ে রবির সাথে একত্রিত হয় । এখন রবি এবং এয়ারটেল একই কোম্পানি কিন্তু ভিন্ন নামে পরিচিত । আজকে আমি এয়ারটেল বন্ধ সিম অফার নিয়ে আলোচনা করব ।
এয়ারটেলের বিশাল সংখ্যক গ্রাহক আছে এবং বর্তমানে অনেক এয়ারটেল গ্রাহকদের কিছু বন্ধ সিম বন্ধ করে রেখেছে । এয়ারটেল সেই সকল গ্রাহকদের পুনরায় ফিরিয়ে আনতে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিয়ে থাকে । আজকে আমি এয়ারটেল সেইসব অফার নিয়ে আলোচনা করব ।
এয়ারটেল বন্ধ সিম অফার চেক
এয়ারটেল এর বন্ধ সিম অফার টি নিতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনার চিমটি এয়ারটেল বন্ধ সিমের আওতায় আছে কি নাই ?
এয়ারটেল বন্ধ সিম অফার চেক আপনি দুই ভাবে চেক করতে পারবেন একটি হল এসএমএস পদ্ধতিতে অন্যটি ইউএসএসডি কোড ডায়াল করে ।
এসএমএস পদ্ধতিতেঃ এ পদ্ধতিতে আপনি যেকোন মোবাইল থেকে আপনার বন্ধ থাকায় এয়ারটেল সিমটি অফার এর আওতায় আছে কিনা তা পরীক্ষা করতে পারবেন ।
এর জন্য যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ থাকা এয়ারটেল সিমের নাম্বার টি লিখতে হবে তারপর সেন্ড করতে হবে ৯০০০ নাম্বারে (মেসেজটি সেন্ড করার জন্য কোন চার্জ প্রযোজ্য নয়) । যেমনঃ ০১৬২৩২৪২৫xx sent 9000
আথবা বন্ধ থাকা সিমটি মোবাইলে চালু করে ডায়াল করুন *৯৯৯# আপনার চেক করার পর যদি বন্ধ সিম অফার এর আওতায় থাকেন তাহলে নিম্নলিখিত অফারগুলো আপনি উপভোগ করতে পারবেন ।
৪৩ টাকার রির্চাজ অফার
আপনি যদি এটেল এর বন্ধ সিম অফার এর আওতায় থাকেন তাহলে ৪৩ টাকা রিচার্জ করলে আপনি নিম্নলিখিত ডাটা এবং মিনিট পাবেন ।
- ৪ জিবি ডাটা ।
- ৪০ মিনিট টকটাইম যেকোনো নাম্বার এ ।
- যত খুশি তত বার ।
- ডাটা এবং মিনিট এর মেয়াদ থাকবে ৫ দিন ।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩# ।
- মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*২৯# ।
৪৪ টাকা রিচার্জ অফার
আপনি যদি ৪৪ টাকা রিচার্জ করেন তাহলে পাবেন ।
- ৫.৫ জিবি ইন্টারনেট পাবেন ।
- যার মেয়াদ ৫ দিন ।
- শুধুমাত্র এক বার ।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩# ।
- মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*২৯# ।
১০৯ টাকা রিচার্জ অফার
আপনার সিমটি যদি এয়ারটেল বন্ধ সিম অফার এর আওতায় থাকে তাহলে ১০৯ টাকা রিচার্জে নিম্নলিখিত অফার গুলো পাবেন ।
- ৫ জিবি ইন্টারনেট ।
- ১০০ মিনিট টকটাইম যেকোনো নাম্বারে ।
- মেয়াদ ৩০ দিন ।
- যত খুশি তত বার ।
- ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩# ।
- মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*২৯# ।
এয়ারটেল ৩ জিবি ইন্টারনেট প্যাক
এয়ারটেলের সব গ্রাহককে ৩ জিবি ডাটা প্যাক টি ব্যবহার করতে পারবে । আমি মনে করি এয়ারটেলের 3g ডাটাপ্যাক অত্যন্ত দামে সস্তা অন্যান্য অপারেটর এর তুলনায় । অন্যান্য অপারেটর যেখানে ৫৭ টাকায় ২ জিবি দেয় সেখানে এয়ারটেল দিচ্ছে ৫৪ টাকায় ৩ জিবি ।
- ৩ জিবি ডাটা প্যাক নিতে ডায়াল করুন *১২৩*০৫৪#
- আথবা রির্চাজ করুন ৫৪ টাকা ।
- ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩# ।
এয়ারটেলের আরও কোন অফার জানতে আমার পোষ্টের কমেন্ট বক্সে প্রশ্ন করুন । ধন্যবাদ