রবি

রবি এমএনপি অফার 2021, নাম্বার না পাল্টে রবিতে আসলে বোনাস সমূহ

এমএনপি  অর্থাৎ মোবাইল ফোন পোর্টেবিলিটি । আরও বাংলা ভাষায় যদি বলতে চাই , আপনার নাম্বারটি ঠিক দেখে আপনি অপারেটর চেঞ্জ করতে পারবেন এটাই এমএনপি ।  ধরুন আপনার নাম্বারটি গ্রামীণফোনের । কিন্তু আপনার সেই  নাম্বারটি কে আপনি এমএনপি করে রবিতে আসতে পারেন । অর্থাৎ আপনার নাম্বারটি ঠিকই থাকল কিন্তু অপারেটর চেঞ্জ হলো । আপনার নাম্বারটি হয়ে যাবে রবি ।সেক্ষেত্রে আপনার সিমের নিয়ন্ত্রণ রবির হাতে চলে যাবে এবং আপনি রবির যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন। আপনাকে মোবাইল রিচার্জ করতে হবে রবির কথা বলে ।

তো, বন্ধুরা আজকে আমি রবির এমএনপি অফার নিয়ে আলোচনা করব । অর্থাৎ, আপনি অন্য যেকোনো অপারেটর থেকে যদি রবিতে আসেন তাহলে কি কি ধরনের সুবিধা পাবেন সেটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি । তো শুরু করা যাক,
আপনি যদি অন্য অপারেটর থেকে রবি তে আসেন তাহলে আপনার মূল ব্যালেন্সে ২৬ টাকা এবং যেকোন নাম্বারে ৫০ পয়সা পার মিনিট কল রেট পাবেন ৬ মাস । সাথে সাথে দুই জিবি ইন্টারনেট ফ্রি পাবেন ।

রবি এমএনপি অফার সক্রিয়করণ বোনাস

অন্য যেকোনো অপারেটর থেকে এমএমপি করে যদি আপনি রবিতে আসেন তাহলে এই সুবিধাগুলো পাবেন ।২৬ টাকা মূল ব্যালেন্স । ২৫ মিনিট টকটাইম যেকোনো নাম্বার ৩০ দিন । ২ জিবি ইন্টারনেট মেয়াদ ৩০ দিন।৫০ পয়সা পার মিনিট কল রেট যেকোনো নাম্বার ১৮০ দিন ।

রবি এমএনপি মিনিট বান্ডেল মেয়াদ পাবেন ৬ মাস

রবি এমএনপি কাস্টমার নিম্নলিখিত যেকোনো অফার একটিভ করলেই পাবেন ছয় মাস মেয়াদ । আমি অফারগুলো ক্রমান্বয়ে উল্লেখ করলামঃ

  • ২৫ মিনিট ১৪ টাকা
  • ৪৩ মিনিট ২৪ টাকা
  • ১২৬ মিনিট ৯৩ টাকা
  • ১৮০ মিনিট ৯০ টাকা
  • ২১৫ মিনিট ১১৮ টাকা
  • ৩৫০ মিনিট ১৯৪ টাকা
  • ১৫৩ মিনিট ১১৩ টাকা
  • ১৬৮ মিনিট ১২৩ টাকা
  • ৩৮০ মিনিট ২১৪ টাকা
  • উপরের অফার গুলো একটিভ করতে উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জ করতে হবে ।

প্রয়োজনীয় কিছু কোড রবি এমএনপি গ্রাহক জন্য

  • মেন একাউন্ট ব্যালেন্স চেক  *২২২# অথবা *৩#
  • ইন্টারনেট ব্যালেন্স চেক  *৮৪৪৪*৮৮#
  • মিনিট ব্যালেন্স চেক  *২২২*২# অথবা *২২২*৮#
  • নিজের নাম্বার চেক  *২#

ছয় মাস পরে রবির এমএনপি গ্রাহকগণ রবির সাধারণ গ্রাহক এর মতো অফার উপভোগ করতে পারবেন । সেক্ষেত্রে আপনার জন্য বাড়তি সুবিধা গুলো আর থাকবে না ।

আপনাদের সকলকে ধন্যবাদ । আমার নিবন্ধনটি পুরো সময় নিয়ে পড়ার জন্য।রবি এমএনপি অফার সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন ।

#রবি

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button