শিক্ষা

সাতজন বীরশ্রেষ্ঠের নাম ,পদবী জন্মস্থান, জন্ম তারিখ

হ্যালো  সবাইকে, আপনাদের আমার ওয়েবসাইট স্বাগতম ।   আপনারা যারা চাকরি প্রত্যাশী বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাদের জন্য খুবই উপযোগী একটি বিষয় নিয়ে আলোচনা করব । আজ আমরা সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী , জন্মস্থান , জন্ম তারিখ , কর্মস্থা্‌ন , শহীদ হওয়ার তারিখ , সমাধিস্থান সহ বিভিন্ন তত্ত্ব সম্পর্কে আলোচনা করব ।

বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখা যায়  সাত জন বীরশ্রেষ্ঠের মধ্যে কোনো না কোনো প্রশ্ন পরীক্ষায় এসেই থাকে । এটা একটা সাধারন বিষয়  । প্রতিযগিতার এই যুগে নিজেকে  প্রপার  ভাবে তৈরি করাটা খব জরুরী । তা না হলে যুদ্ধে টিকে থাকা খুব কঠিন ।তাই ছোট খাটো বিষয় অবহেলা করা ঠিক নয় ।নিছে  সাতজন বীরশ্রেষ্ঠের নাম ও পদবী , জন্মস্থান , জন্ম তারিখ , কর্মস্থা্‌ন , শহীদ হওয়ার তারিখ , সমাধিস্থান সহ বিভিন্ন তত্ত্ব সম্পর্কে  বলা   হল।

seven heroes of bangladesh

নামঃ মোস্তাফা কামাল

জন্মস্থানঃ ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে।
জন্ম তাংঃ ১৬ ডিসেম্বর ১৯৪৭ সাল
পিতাঃ হাবিবুর রহমান মন্ডল
মাতাঃ মোসাম্মাৎ মালেকা বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৮ সাল
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ ব্রাক্ষ্মনবাড়িয়ার আখাউড়ার দরুইন গ্রামে

নামঃ মোহাম্মদ হামিদুর রহমান

জন্মস্থানঃ বর্তমান ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলার খোরদাখালিশপুর গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ২ ফ্রেব্রুয়ারি ১৯৫৩ সাল
পিতাঃ আক্কাস আলী
মাতাঃ কায়দাছুন্নেসা
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৭০ সালে
পদবীঃ সিপাহী
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৪নং সেক্টর
মৃত্যুঃ ২৮ অক্টোবর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান

নামঃ মুন্সি আব্দুল রউফ

জন্মস্থানঃ ফরিদপুর জেলার মধুখালী থানার সালামতপুর গ্রামে ।
জন্ম তাংঃ ১ মে ১৯৪৯ সাল
পিতাঃ মুন্সি মেহেদি হোসেন
মাতাঃ মোছাঃ মুকিদুন্নেছা
কর্মস্থলঃ ই পি আর (ইস্ট পাকিস্তান রাইফেলস
যোগদানঃ ৮ মে ১৯৬৩ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১ নং সেক্টর
মৃত্যুঃ ১৮ এপ্রিল ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে

নামঃ রুহুল আমিন

জন্মস্থানঃ নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বাগপাদুরা গ্রামে জন্মগ্রহন করেন ।
জন্ম তাংঃ ১৯৩৪ সালের জুন মাসে
পিতাঃ মোঃ আজহার পাটোয়ারী
মাতাঃ মোছাঃ জুলেখা খাতুন
কর্মস্থলঃ নৌবাহিনী
পদবীঃ স্কোয়াড্রন ইন্জিনিয়ার
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ১০ নং সেক্টর
মৃত্যুঃ ১০ ডিসেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ রুপসা ফেরিঘাটের লুকপুরে ।

নামঃ মহিউদ্দিন জাহাঙ্গীর

জন্মস্থানঃ বরিশাল জেলার বাবুগন্জ থানার রহিমগন্জ গ্রামে ।
জন্ম তাংঃ ৭ই মার্চ ১৯৪৯ সালে
পিতাঃ আব্দুল মোতালেব হাওলাদার
মাতাঃ মোসাম্মাৎ সাফিয়া বেগম
কর্মস্থলঃ সেনাবাহিনী
যোগদানঃ ১৯৬৭ সালে
পদবীঃ ক্যাপ্টেইন
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৭ নং সেক্টর
মৃত্যুঃ ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে
সমাধি স্থানঃ চাঁপাইনবাবগন্জের সোনা মসজিদ প্রাঙ্গন

নামঃ মতিউর রহমান

জন্মস্থানঃ ঢাকা শহরের আগা সাদেক রোডের ১০৯ নম্বর বাড়ি।
জন্ম তাংঃ ২৯ অক্টোবর ১৯৪১ সালে
পিতাঃ মৌলবি আব্দুস সামাদ
মাতাঃ সৈয়দা মোবারুকুন্নেসা
কর্মস্থলঃ বিমান বাহিনী
যোগদানঃ ১৯৬১ সালে
পদবীঃ ফ্লাইট লেফট্যানেন্ট
মৃত্যুঃ ২০ আগস্ট ১৯৭১ সালে
সমাধি স্থানঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান।

নামঃ নূর মোহাম্মদ শেখ

জন্মস্থানঃ নড়াইল জেলার মহেষখোলা গ্রামে
জন্ম তাংঃ ২৬ ফ্রেব্রুয়ারী ১৯৩৬ সাল
পিতাঃ মোঃ আমানত শেখ
মাতাঃ জেন্নাতুন্নেসা
স্ত্রীঃ তোতাল বিবি
কর্মস্থলঃ ই পি আর
যোগদানঃ ১৯৫৯ সাল
পদবীঃ ল্যান্স নায়েক
অংশরত মুক্তিযুদ্ধের সেক্টরঃ ৮ নং সেক্টর
মৃত্যুঃ ৫ সেপ্টেম্বর ১৯৭১ সাল
সমাধি স্থানঃ যশোরের কাশিপুর নামক স্থানে

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button