বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর বার্ষিক পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিজ নিজ বিদ্যালয় জমা দেওয়ার নিয়ম করে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। এরই ধারাবাহিকতায় তারা পহেলা নভেম্বর থেকে ক্রমান্বয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অ্যাসাইনমেন্ট প্রকাশ করল। ষষ্ঠ শ্রেণির অনেকে অ্যাসাইনমেন্ট উত্তর করা নিয়ে ভয় পাচ্ছেন। আমরা তাদের উদ্দেশ্যে আমাদের অসম্মান তৈরি করে দিয়েছি।মানের এবং ভালো নাম্বার পেতে আপনাদের সাহায্য। আমি এই অনুচ্ছেদের ষষ্ঠ শ্রেণির 6th সপ্তাহের বাংলা বাংলা অ্যাসাইনমেন্ট এর উত্তর আপনাদের জন্য সংযুক্ত করলাম।
ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ
নিচের অনুচ্ছেদটি তে যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লেখঃ
সকালবেলায় আমরা নোভেলের সপ্তম পরিচ্ছেদ এ হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগাডুম বাগাডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিতে লাগিল কামলিওয়ালা ও কামলিওয়ালা ।
উত্তরঃ