রোমান্টিক কালেকশন

প্রেমের উক্তি- ভালোবাসা ও বাস্তবতার ছন্দ, স্ট্যাটাস এবং কবিতা

প্রেম এবং ভালোবাসা প্রকৃতির অপরূপ বন্ধন। উদ্ভাস প্রকৃতির আবাসে আনচান করে মন। দুজন দুজনার প্রেম এবং ভালোবাসার মধ্য দিয়ে হৃদয়ের বিনিময় ঘটে।  একজন ছেলে এবং একজন মেয়ে যখন মন দেওয়া-নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ বাস্তবতার সকল শিকল ভেঙ্গে পরস্পর পরস্পরের সান্নিধ্য পাওয়ার স্পৃহা ব্যক্ত করে, তখনই ভালোবাসার মর্যাদা সতেজ হয়ে উঠে।

প্রেমের টানে মানুষ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের গণ্ডির মধ্যেও গমন করতে দ্বিধাবোধ করেন না।  কথায় বলে- প্রেমের মরা জলে ডোবে না। অন্ধ প্রেমের হাতছানি হৃদয়ের গভীরতা বৃদ্ধি করতে বিধাতার কাছে ফরিয়াদ জানায়।

প্রেম ভালোবাসা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন- ধরুন, সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের সীমাহীন প্রেম, প্রেমিক প্রেমিকার দুষ্টু মিষ্টি ভালোবাসার খুনসুটি, এবং সর্বোপরি বিধাতার প্রতি  অস্পর্শী ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর।  এই সুন্দর পৃথিবীর একজন সুন্দর সদস্য হয়ে ভালোবাসা  আদান প্রদানের অধিকার আমাদের আছে। 

সুতরাং সেই অধিকারভুক্ত ভালোবাসা  অন্তরে লালন করে প্রিয় মানুষদের জন্য অফুরন্ত প্রেমের ভান্ডার মজুদ রাখতে ইচ্ছে করে। কিন্তু  এই নিগূঢ় বাস্তবতা ভালোবাসা নামক বিদ্যুৎ পরিবাহীতে নিয়মিত রোধ বৃদ্ধি করে।

তাই প্রেম এবং বাস্তবতা নিয়ে বিখ্যাত কিছু মানুষদের উক্তি, স্ট্যাটাস, ছন্দ এবং কবিতা এই কনটেন্টে তুলে ধরা হয়েছে- যে কেউ সেগুলো পাঠ করে বাস্তববাদী প্রেম এবং তার প্রকাশ এর ফর্মুলা সহজ করে খুঁজে নিতে পারে ।

দুষ্টু মিষ্টি প্রেমের উক্তি/ স্ট্যাটাস

যে সকল গুরুত্বপূর্ণ ভিজিটর দুষ্টু মিষ্টি প্রেম এবং ভালোবাসার স্ট্যাটাস খোঁজ করেন তাদের জন্য নিচের সামগ্রী গুলো ভালবাসার রক্তে অক্সিজেন সম্পন্ন হিমোগ্লোবিন যোগাবে।

যে কেউ চাইলে নিচের গুরুত্বপূর্ণ বাণী গুলো অর্থ উপলব্ধি করতঃ বিভিন্ন সামাজিক মিডিয়ায়- যেমনঃ ফেসবুক, হোয়াটস’অ্যাপ এবং টুইটারে শেয়ার করে মহৎ হওয়ার আশাবাদ ব্যক্ত করতে পারেন।

ভালোবাসার কবিতা এবং ছন্দ

আমরা নিশ্চয়ই  বাস্তব ভালোবাসা নিয়ে কিছু কবিতা এবং ছন্দ সংযোজন করেছি- যা পৃথিবীর যেকোন প্রেমিক-প্রেমিকার অন্তরে প্রফুল্লতার দোলা দিতে সক্ষম।

সুতরাং,  যে কেউ আমাদের এই ওয়েবসাইটের বাস্তবতার কবিতা এবং  ছন্দ কপি করে সামাজিক মিডিয়া সহ ঘরের দেয়ালের ওয়ালপেপার হিসেবে সংরক্ষণ করতে পারবে।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button