Finance

অনলাইনে ( Cellfin অ্যাপস ) “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” এ একাউন্ট খোলার পদ্ধতি 

Cellfin অ্যাপস ব্যবহার করে অনলাইনে অতি সহজেই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাউন্ট খোলা যায় । ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক । এটি ইসলামী শরিয়া ভিত্তিক  ব্যাংক যার 63.09% ফরেন শেয়ারহোল্ডার রয়েছে । বর্তমানে এই ব্যাংকের অধীনে প্রায় 15 মিলিয়ন গ্রাহক সংখ্যা রয়েছে ।  সমগ্র বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর 374 টি শাখা এবং  187 টি উপশাখা রয়েছে ।  2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মোবাইল  এজেন্ট ব্যাংকিং  সেবা চালু করলেও বর্তমানে সমগ্র বাংলাদেশ প্রায় 2292  এজেন্ট আউটলেট রয়েছে । 

সুতরাং, আপনি যদি  ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন সম্মানিত গ্রাহক হতে চান তবে অবশ্যই আপনাকে নিকটস্থ কোনো শাখায় গিয়ে একাউন্ট খুলতে হবে ।   আমরা এখানে ইসলামী ব্যাংকের ডিজিটাল অ্যাপস Cellfin ব্যবহার করে অনলাইনে অতি সহজেই নিকটস্থ শাখায় একাউন্ট খুলতে যাচ্ছি। 

কাজেই, পুরো প্রক্রিয়াটি মনোযোগ সহকারে পড়ুন এবং স্বচ্ছভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একাউন্ট খুলে আপনার অর্থ নিরাপদে রাখুন। 

Cellfin অ্যাপের মাধ্যমে আইবিবিএল একাউন্ট খোলার পদ্ধতি

Cellfin এর মাধ্যমে অতি সহজেই আইবিবিএল একাউন্ট খোলা যায়  । আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে তবে অতি সহজেই ডাটা চালু করে আপনি এই অ্যাপটি ব্যবহার করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ একটি একাউন্ট খুলতে পারবেন  তার জন্য-

  •  প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Cellfin অ্যাপস ডাউনলোড করে নিতে হবে
  • তারপর মোবাইল নম্বর এবং ছয় ডিজিটের পিন সেট করে আইবিবিএল এর একাউন্টের দরজা খুলতে হবে
  •  এরপর যথাস্থানে  এনআইডি কার্ডের উভয়  পৃষ্ঠা আলাদাভাবে সাবমিট করতে হবে
  • NID সাবমিট করা হয়ে গেলে যথাস্থানে ঠিকানা বসাতে হবে
  • গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে
  •  এরপর গ্রাহকের পোস্টাল কোড বসাতে হবে
  •  সবকিছু ঠিকঠাক থাকলে এবার নমিনির ছবি, এনআইডি কার্ডের উভয় পৃষ্ঠা আলাদাভাবে আপলোড করতে হবে
  •  এরপরে নমিনির ঠিকানা, গ্রাহকের সাথে সম্পর্ক ইত্যাদি ঠিকঠাক ভাবে বসাতে হবে
  • এরপর মোবাইল নম্বরে ভেরিফিকেশন  কোটের মাধ্যমে ইসলামী ব্যাংক একাউন্ট সঠিকভাবে খোলার সত্যতা যাচাই হবে 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর লেনদেন সুবিধা সমূহ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রেমিটেন্সের ক্ষেত্রেও সুদুরপ্রসারী ভূমিকা পালন করছে ।   অনেক ফ্রিল্যান্সার এবং ব্লগার রয়েছেন যারা আইবিবিএল এর মাধ্যমে অতি সহজেই রেমিটেন্স ঘরে থেকে গ্রহণ করতে পারেন ।   ঝামেলা মুক্তভাবে নিজের অর্থ নিরাপদে  রাখার অন্যতম বিশ্বস্ত ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

Cellfin অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে যা যা করা যাবে-

  •  মোবাইল  এজেন্ট ব্যাংকিং
  • এটিএম এর মাধ্যমে টাকা উত্তোলন
  • ফান্ড ট্রান্সফার
  •  পেমেন্ট সুবিধা 
  • ইসলামী ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যে কোন বুথে টাকা উত্তোলন করা যায়। 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button