একতা এক্সপ্রেস ট্রেন সমায়সূচি, টিকেট মূল্য 2021
আজকে আমি আপনাদের সাথে ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সুচি ও ভাড়া নিয়ে আলোচনা করবো। আপনারা যারা ঢাকা থেকে দিনাজপুর কিংবা দিনাজপুর থেকে ঢাকা যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আশাকরি আপনারা এখান থেকে ঢাকা টু দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে পারবেন।
ট্রেন ভ্রমন অনেক আনন্দদায়ক ও নিরাপদ কারণ এতে কোনো বিপদ আপদের ঝুঁকি থাকে না। ট্রেন ভ্রমন মানুষ্ কে অনেক আনন্দ দিয়ে থাকে। আপনারা যারা অন্য সব যানবাহনে করে ঢাকা যেতে চাচ্ছেন আমি তাদেরকে বলব ট্রেনে করে যাতায়াত করবেন। এতে আপনাদের সময় কম লাগবে এবং কম ব্যয়বহুলও হবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ঢাকা থেকে দিনাজপুর টু ঢাকা, ঢাকা টু দিনাজপুর ট্রেনের একতা এক্সপ্রেস সময়সুচি ও টিকিটের মূল্য দেখে নেওয়া যাক ।
একতা এক্সপ্রেস
একতা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে পরিষেবার একটি আন্তঃনগর ট্রেন । রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরের জেলা পঞ্চগড় এর মধ্যে যাতায়াত করে। এটি প্রথমে দিনাজপুর থেকে কমলাপুর পর্যন্ত যাতায়াত করতো পরে এটি পঞ্চগড় থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়।একতা এক্সপ্রেস বাংলাদেশের দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন এর একটি ।একতা এক্সপ্রেস মোট বগি সংখ্যা ১২ টি। প্রায় ১২০০ জন যাত্রী বহন করতে পারে।
একতা এক্সপ্রেস ট্রেনের সমায়সূচি
একতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকা যাতায়াত করে এসেছিল। কিন্তু এখন এটি ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রুটে উন্নীত করা হয়েছে। একতা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন পঞ্চগড়ে সারে রাত 9 টায় এবং ঢাকা পৌঁছায় পরের দিন সকাল 8 টা 10 মিনিটে।অপরদিকে এটি ঢাকা থেকে পঞ্চগড় এর উদ্দেশ্যে ছাড়ে ঢাকায় সকাল দশটায় ।
ট্রেন নম্বর | ট্রেনের রুট | সময় শুরু | আগমনের সময় |
705 | ঢাকা থেকে পঞ্চগড়ে | 09:50 এএম | 07:00 PM |
706 | দিনাজপুর থেকে ঢাকা | 09:10 PM | 06: 30 এএম |
একতা এক্সপ্রেস ট্রেন বিরতি স্টেশন
এই ট্রেনটি নিম্নলিখিত স্টেশনগুলিতে থামবে। সুতরাং, আপনি এই স্টেশনগুলিতে আপনার যাত্রা শুরু করতে পারেন বা এই স্টেশনগুলিতে ট্রেন ছেড়ে যেতে পারেন।
স্টেশন নাম | ঢাকা থেকে | দিনাজপুর থেকে |
বিমানবন্ডর | 10:37 | 07:25 |
জয়দেবপুর | 11:05 | 06:50 |
টাঙ্গাইল | 12:05 | 05:46 |
বিবি ইস্ট | 12; 27 | 05:24 |
শহীদ এম মনসুর আলী | 13:04 | – |
ঈশ্বরদী | 14:20 | – |
নাটোর | 15; 10 | 03:12 |
সান্তাহার | 16; 00 | 02:10 |
আক্কেলপুর | 16; 25 | 01:35 |
জয়পুরহাট | 16; 53 | 01:18 |
পাচবিবি | 17:06 | 01:06 |
বিরামপুর | 17:36 | 00:42 |
ফুলবাড়ি | 17:50 | 00:28 |
পার্বতীপুর | 18:15 | 23:50 |
চিরিরবন্দর | 18:40 | 23:29 |
দিনাজপুর | 19:00 | 23:04 |
সেতাবগঞ্জ | 19:35 | 22:32 |
পিরগঞ্জ | 19:51 | 22:16 |
ঠাকুরগাঁও | 20:15 | 21:51 |
রুহিয়া | 20:33 | 21:34 |
কিসমোট | 20:42 | 21:25 |
একতা এক্সপ্রেস ট্রেনের টিকেট দাম
আসন বিভাগ | দাম |
শোভন | 360 টি কে |
শোভন চেয়ার | 460 টি কে |
স্নিগ্ধা (এসি) | 855 টি |
এসি বার্থ | 1285 টি |