ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তি 2021 , সার্কুলার ,আবেদনের পদ্ধতি এবং রেজাল্ট
স্বাগতম আপনারা যারা এবার এসএসসি পাস করেছেন এবং ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য আগ্রহী ।আপনি যদি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি সম্পর্কে জানার জন্য আগ্রহী তাহলে আপনাকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম ।আজকে আমি ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ।প্রতিবছর ডাচ-বাংলা ব্যাংক এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে পাস করে তাদেরকে এই শিক্ষাবৃত্তি দিয়ে থাকে ।
ডাচ বাংলা ব্যাংক দরিদ্র মেধাবী শিক্ষাথীদের যারা এসএসসি পাস করেছেন তাদের এইচ এস সি পড়াশোনা করার জন্য শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। আবার এইচ এস সি পাশ করে উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃত্তি দিয়ে থাকে ডাচ বাংলা ব্যাংক । আজকে আমি সব এই সব বিষয় নিয়ে আলোচনা করব ।
ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির জন্য আবেদন করার যোগ্যতা
- গ্রামের ছাত্র ছাত্রী দের জন্য GPA 4.80
- জেলা এবং বিভাগীয় শহরে GPA 5.00 লাগবে ।
- চতুর্থ বিষয় বাদে ।
কিভাবে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য আবেদন করবেন
খুব শীঘ্রই ডাচ বাংলা ব্যাংক এর উপবৃত্তি ফরম প্রকাশিত হবে । এ মাসেই সেপ্টেম্বর শেষ নাগাদ প্রকাশিত হবে । আগ্রহী প্রার্থীরা নিচের লিংকে ক্লিক করে https://app.dutchbanglabank.com/DBBLScholarship ওয়েবসাইটে আবেদন করতে পারবেন । ডাচ বাংলা ব্যাংকের এসএসসি বৃত্তি ফরম 2020 প্রাথমিক বাছাই শেষে অক্টোবর নাগাদ বৃত্তি প্রাথমিক লিস্ট প্রকাশ করবে ।
ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির 2021 তারিখ
কোভিড 19 এর কারণে ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি ফরম পূরণের তারিখ এখনো প্রকাশিত হয় নি । তারিখ প্রকাশিত হলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিব । তবে সেপ্টেম্বর মাঝামাঝি এর তারিখ প্রকাশিত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে ।
ডাচ বাংলা ব্যাংক এর বৃত্তির টাকার পরিমান কত
ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পাবে দুই বছর । প্রত্যেক মাসে একজন বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট পাবে 2000 টাকা ,পড়াশোনার জন্য 5000 টাকা বছরে কাপড় কেনার জন্য পাবে 1000 টাকা ।
ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির অন্যান্য শর্তসমূহ
- ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি পেতে হলে সরকারি বৃত্তি ব্যতীত ছাত্র-ছাত্রী অন্য কোন সংস্থার বৃত্তি গ্রহণ করতে পারবে ।
- মোট প্রায় 90% গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ এবং ছাত্র ছাত্রীদের 50 শতাংশ মহিলাদের জন্য বরাদ্দ ।
- ডাচ বাংলা ব্যাংক এসএসসি বৃত্তির প্রার্থীকে অবশ্যই একাদশ শ্রেণির অধ্যায়নের বিভাগীয় প্রধানের সুপারিশ থাকতে হবে ।
ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রাদি
- পাসপোর্ট সাইজের 2 কপি ছবি ।
- পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কালার ফটোকপি ।
- এসএসসির মার্কশিট ও প্রশংসাপত্র ।
- উপরের সব কাগজপত্র স্ক্যান হতে হবে ।
কিভাবে ডাচ বাংলা ব্যাংক এর বৃত্তির জন্য আবেদন করবেন
- প্রথমত আপনার ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে দ্বিতীয়ত লিঙ্কে প্রবেশ করতে হবে ।
- app.dutchbanglabank.com/DBBLScholarship তার পর সব তথ্য পূরণ করতে হবে ।
- ফাইনালি সাবমিট করতে হবে ।
ডাচ বাংলা ব্যাংক এর বৃত্তির আবেদন পাঠানোর ঠিকানা
অনলাইনে এপ্লিকেশন করার পর নিচের অ্যাড্রেসে আপনার এপলিকেশন পত্রটি পাঠিয়ে দিতে হবে ।
ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন ।
সেনা কল্যাণ ভবন (পঞ্চম ফ্লোর)
195, মতিঝিল ঢাকা-1000 ।
এতক্ষণ আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ । আশা করি আপনি পোস্টটি পড়ে উপকৃত হবেন । পড়া লেখার বিষয়ে আরো অন্যান্য আপডেট পেতে আমার ওয়েবসাইটে সাথে থাকবেন ।