কানাডার ভিসা অনলাইন আবেদন 2021
আপনি কি কানাডায় প্রবেশ করতে ইচ্ছুক বা কানাডার ভিসা পেতে আগ্রহী তাহলে এই নিবন্ধটি আপনার জন্য এই নিবন্ধে আপনি কানাডার ভিসার জন্য প্রয়োজনীয় সব তথ্য পাবেন ।
কানাডার ভিসা কি?
কানাডা ভিসা আপনার পাসপোর্ট যা আপনাকে কানাডায় প্রবেশ করতে বৈধতা প্রদান করবে । আপনাকে কানাডায় ভ্রমণ এবং স্থায়ী অস্থায়ী ভাবে থাকার অনুমতি প্রদান করে । কানাডার ভিসা পাওয়ার অর্থ আপনি সম্পূর্ণ বৈধ ভাবে কানাডায় স্থায়ী বা অস্থায়ী ভাবে বসবাস করার জন্য কানাডিয়ান দূতাবাস আপনাকে সম্পূর্ণ বৈধতা প্রদান করল ।
কানাডার ভিসা আবেদনের যোগ্যতা
কানাডার ভিসা কিভাবে পাওয়া যায়? সেক্ষেত্রে যোগ্যতাও তিন ধরনের হয়ে থাকে । আপনি কানাডায় স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ভিজিটর ভিসা হিসেবে প্রবেশ করতে পারবেন । আমি নিচে তিন ধরনের ভিসার ক্ষেত্রে যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য আলোচনা করছি ।
কানাডা স্টুডেন্ট ভিসা প্রাপ্তির যোগ্যতা
আপনি স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারেন যদি আপনার নিম্নোক্ত যোগ্যতাগুলো থাকেঃ
- আপনি প্রমাণ করুন যে আপনার যথেষ্ট পরিমাণ অর্থ প্রদানের ক্ষমতা রয়েছে টিউশন ফি, নিজের জন্য এবং আপনার পরিবারের জন্য যে কোনো সদস্য আপনার সাথে কানাডায় আসলে তার জীবনযাত্রার ব্যয় বহন ক্ষমতা আপনার আছে ।
- আপনি এবং আপনার পরিবারের সদস্য কানাডা থেকে ফেরত যাওয়ার অর্থ পরিশোধ করুন ।
- আইন মান্য করা সহ আপনার পূর্বে কোন অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই তার জন্য একটি পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করুন ।
- কোন অফিসার কে দিয়ে প্রমাণ করুন যে আপনার স্থায়ী অনুমতি শেষ হওয়ার আপনি দেশে ফিরে যাবেন ।
- স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণপত্র থাকতে হবে।
- বিভিন্ন দেশ ভ্রমণের প্রমাণপত্র থাকতে হবে।
আপনার যদি উপরোক্ত যোগ্যতা থাকে তাহলে আপনি কানাডার ভিসার জন্য আবেদন করতে পারবেন । আমি নিছে কানাডার ভিসা জন্য আবেদনের লিংক দিলাম। লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন শেষ করতে পারেন । https://visa.vfsglobal.com/bgd/en/can/ এছাড়াও আপনি কানাডার ভিসা অফলাইনে আবেদন করতে পারবেন ।
অফলাইনে আবেদন করার ঠিকানা
ঢাকাঃ ডেল্টা টাওয়ার, প্লট নাম্বার ৩৭, রোড নম্বর ৯০, গুলসান নর্থ, gulshan-2, ঢাকা-১২১২ বাংলাদেশ ।
চট্টগ্রামঃ বাড়ি ৩৮ চেম্বার হাউস পঞ্চম তলা অগ্রবাদ চট্টগ্রাম ৪১০০। বাংলাদেশ ।
সিলেটঃ অষ্টম তলা, নির্বাণ ইন, মির্জা জাঙ্গাল রোড, রাম দিঘীরপাড় সিলেট ৩১০০, বাংলাদেশ ।