ক্রিকেটার নাসুম আহমেদ এর লাইফ স্টোরি, প্রেমিকা, বেতন, পরিবার এবং সোশ্যাল মিডিয়া
নাসুম আহমেদ(জন্মঃ৫ই ডিসেম্বর ১৯৯৪) সিলেটের সুনামগঞ্জের ভাটিপাড়া গ্রামে জন্মগ্রহন করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। বাংলাদেশের একবিংশ শতাব্দীর একজন তরুন উদীয়মান ক্রিকেটার। ২৮মার্চ ২০২১ বাংলাদেশ -নিউজিল্যান্ড ম্যাচেই তার আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হয়।
সর্বশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দূর্দান্ত বোলিং পারফারমেন্সের কারনে তিনি এখন ক্রিকেট বিশ্বে সুপরিচিতি লাভ করেছেন।অস্ট্রেলিয়া সিরিজের একটি ম্যাচে তিনি ম্যান অফ দ্যা,ম্যাচ নির্বাচিত হন।এছাড়াও জয় করেছে হাজারো ক্রিকেট প্রেমীদের মন।তিনি ৬৬তম বোলিং পজিশনে আছেন।খুব দ্রুতই তিনি আরো উচ্চস্থানে জায়গা করে নিতে পারবেন তার সুনিপুন কৌশলের মাধ্যমে।
ব্যক্তিগত তথ্যঃ
জন্মঃ ৫ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৬)
জন্মস্থানঃ সুনামগঞ্জ,সিলেট,বাংলাদেশ
পিতার নামঃ মোহাম্মদ আক্কাস আলী।
ব্যাটিংয়ের ধরনঃ বাহাতি
বোলিংয়ের ধরনঃ বাহাতি অর্থোডক্স স্পিন
ভূমিকাঃ বোলার
আর্ন্তজাতিক ম্যাচঃ
জাতীয় পার্শ্বঃ বাংলাদেশ (২০২১)
টি২০ অভিষেক : (ক্যাপ ৬৯)ঃ২৮ মার্চ ২০২১ বনাম নিউজিল্যান্ড।
শেষ টি২০আইঃ ৩ আগস্ট ২০২১ বনাম অস্ট্রেলিয়া
পরিসংখ্যানঃ
প্রতিযোগিতা – টি২০আই -এফসি – এলএ
ম্যাচ সংখ্যা ৫ – ২০ – ৩৭
রানের সংখ্যা ৩ – ৪৪৭ – ১৯৬
ব্যাটিং গড় ৩.০০ – ১৯.৪৩ – ৭.২৫
১০০/৫০ ০/০ -০/২ -০/০
সর্বোচ্চ রান ৩ – ৮৫ – ৩১
বল করেছে ১০২ ৪,৪৯৯ ১,৭৬৪
উইকেট ৬ ৭৫ ৪৫
বোলিং গড় ২৩.৩৩ ৩২.০৬ ২৯.০৬
ইনিংসে ৫ উইকেট ০ ২ ১
ম্যাচে ১০ উইকে ০ ১ ০
সেরা বোলিং ৪/১৯ ৭/৯৭ ৫/৪৯
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৮/– ৯/–
ক্যারিয়ারঃ
২০১১ সালে সিলেটে প্রথম শ্রেনীর ক্রিকেটার হিসেবে নাসুম আহমদের অভিষেক ঘটে।তিনি ২০১২ সালে বাংলাদেশ অনুর্দ্ধ -১৯ দলের হয়ে খেলছেন। এছাড়া চট্টগ্রম চ্যালেন্জারস, বেক্সিমকো ঢাকা,বরিশাল বিভাগ,বাংলাদেশ সাউথ জোন,বাংলাদেশ অনুর্দ্ধ-২৩,,গাজী গ্রুপস,সিলেট বিভাগের হয়ে বিভন্ন খেলা অংশগ্রহন করেছেন।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের বিভন্ন দলের হয়েও তিনি খেলেন।২০২১ সালে বাংলাদেশ -নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমেই তার অভিষেক। এরপর বাংলাদেশ -অস্ট্রেলিয়া সিরিজে তিনি খেলেছে এবং সফলতার পদচিহ্ন রেখেছেন।