ভ্রমন

ঢাকা থেকে রাজশাহী সময়সূচী 2021 -ভাড়ার তালিকা, বিরতি স্থান এবং সাপ্তাহিক ছুটি

ঢাকা থেকে রাজশাহী বাংলাদেশের অন্যতম দীর্ঘ রেলপথে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এই চারটি ট্রেন হল সিল্কসিটি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস।এই দীর্ঘ রেলপথে অনেকগুলো বিরতির স্থান রয়েছে। চারটি ট্রেন ঢাকা থেকে রাজশাহী রেলপথে চলাচল করে যাত্রী সেবা দিয়ে থাকে।ঢাকা থেকে রাজশাহী রেলপথের দূরত্ব হলো ৩৪৩ কিলোমিটার। রেলপথের এই দূরত্বে প্রত্যেকটি ট্রেন আসতে সময় লাগে ৬ থেকে ৮ ঘণ্টা। দীর্ঘ সময় রেলপথ অতিক্রম করার জন্য ট্রেন গুলিতে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

একেবারে স্বল্পমূল্যে সুলভ থেকে শুরু করে অন্তত বিলাসবহুল এসি কেবিন পর্যন্ত সব ধরনের আসন রয়েছে। ঢাকা থেকে রাজশাহী রেলপথে প্রত্যেক ট্রেনের মধ্যে খাবারের ক্যান্টিন, নামাজের স্থান ,পরিষ্কার টয়লেট এবং নিরাপদ যাতায়াতের সুবিধা রয়েছে।

ঢাকা থেকে রাজশাহী রেলপথে ট্রেনের বিরতি স্থান

ঢাকা থেকে রাজশাহী রেল পথে ট্রেন গুলো দীর্ঘ পথ অতিক্রম করে যাত্রী সেবা দিয়ে থাকে। এই দীর্ঘ পথ অতিক্রম করতে পথে কিছু স্টেশনে বিরতি স্থান রয়েছে। বিরতি ‌স্থানগুলোতে চারটি ট্রেন কিছু সময়ের জন্য বিরতি দিয়ে থাকে। ঢাকা থেকে রাজশাহী রেল পথে ঢাকার কমলাপুর প্রান্তিক স্টেশন থেকে রাজশাহী গন্তব্যের রেলওয়ে স্টেশন পর্যন্ত মাঝখানে ১২ টি বিরতি স্থান রয়েছে।

রেলপথের বিরতি স্থানগুলো হল ঢাকা বিমানবন্দর রেল স্টেশন, জয়দেবপুর জংশন, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন, শহীদ মনসুর আলী, জামতৈল জংশন, বড়াল ব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর জংশন ও সারদা রোড।উপরে উল্লেখিত বরতি স্থানগুলোতে চারটি ট্রেন থেকে দুই থেকে তিন মিনিট বিরতি দেয় যাত্রীদের সুবিধার জন্য।

ঢাকা টু রাজশাহী ট্রেনের তালিকা

নিচে চারটি ট্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

১) সিল্কসিটি এক্সপ্রেস-

বাংলাদেশের অন্যতম দ্রুতগতিসম্পন্ন ট্রেন হিসাবে পরিচিতি লাভ করে সিল্কসিটি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫৩/৭৫৪)। এই আন্তঃনগর ট্রেনটি আধুনিক এবং বিলাসবহুল। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দেশের প্রধান শহর রাজশাহী রেলপথে চলাচল করে।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 2021

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয়দিন চলাচল করে। প্রতি সপ্তাহের বোরবার করে এই ট্রেনটি যাতায়াত বন্ধ করে। সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে ২:৪৫ছেড়ে দেওয়া হয় এবং রাজশাহী যেতে সময় লাগে ৮:৪৫। মোট অতিক্রমে সময় হল ৬ ঘন্টা।

ট্রেন নং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিক ছুটি
৭৫৪ কমলাপুর ০৭:৪০ রাজশাহী ১৩:৩০ রবিবার
৭৫৫ রাজশাহী ১৫:০০ কমলাপুর ২০:২০

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটির ৩৪৩ কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে ১২ টি স্থানে বিরতি নেয়। যাত্রীদের রেল পথে যাতায়াতের সুবিধার জন্য বিরতি স্থানগুলো উল্লেখ করা হলো।বিরতির স্থানগুলো হলো-
* ঢাকা বিমানবন্দর রেল স্টেশন
* জয়দেবপুর জংশন
* টাঙ্গাইল
* বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
* শহীদ এম মনসুর আলী
* জামতল জংশন
* উল্লাপাড়া
* বড়াল ব্রীজ
* চাটমোহর
* ঈশ্বরদী বাইপাস এবং
* আব্দুল্লাহপুর জংশন।

২) পদ্মা এক্সপ্রেস-

বাংলাদেশের রেলওয়ে কর্তৃক পরিচালিত পদ্মা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী রেলপথে যাত্রা করে। পদ্মা এক্সপ্রেস অন্যতম বিলাসবহুল একটি অন্তঃনগর ট্রেন। ট্রেনটি আধুনিকতার সাথে যাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যেমন আরামদায়ক যাতায়াত, এসি স্লিপার এবং খাওয়া-দাওয়ার গাড়িসহ পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আসুন বিভাগ টিকিটের মূল্য
শোভন চেয়ার ৩৪০ টাকা
স্নিগ্ধা ৫৭০ টাকা
এসি সিট ৬৮০ টাকা
এসি বার্থ ১০২০ টাকা

গাড়িসম্ভার

  • একটি বাংলাদেশ রেলওয়ে ৬৫০০ ক্লাস লোকোমোটিভ
  • ৮টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চেয়ার কোচ
  • ৭টি এসি ছাড়া কোচ
  • একটি চালক গাড়ী
  • গার্ডব্রেকসংযুক্ত ২টি খাবার কক্ষ

পদ্মা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 2021

পদ্মা এক্সপ্রেস ট্রেনটি প্রতি সপ্তাহে মঙ্গলবার করে যাতায়াত বন্ধ রাখে এবং বাকি ৬ দিন যাতায়াত করে। বাংলাদেশ রাজধানী ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাত ১১:০০ কমলাপুর স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয় এবং গন্তব্যস্থান রাজশাহী ভোর ৪:৩০ পৌঁছাতে সময় লাগে। পদ্মা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ৩৪৩ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগে মোট ৫ ঘন্টা প্রায়।

ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭৫৯ কমলাপুর ২৩:০০ রাজশাহী ০৪:৩০ মঙ্গলবার
৭৬০ রাজশাহী ১৬:০০ কমলাপুর ২১:৪০

পদ্মা এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান

পদ্মা এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ পথ অতিক্রম করতে ১১ টি স্থানে যাত্রা বিরতি দিয়ে থাকে। এই যাত্রাবিরতির স্থানগুলো হলো-
* ঢাকা বিমানবন্দর রেল স্টেশন
* জয়দেবপুর জংশন
* টাঙ্গাইল
* বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
* শহীদ এম মনসুর আলী
* উল্লাপাড়া
* বড়াল ব্রীজ
* চাটমোহর
* ঈশ্বরদী বাইপাস
* আব্দুল্লাহপুর জংশন ও
* সরদা‌ রোগ।

৩) ধুমকেতু এক্সপ্রেস-

ঢাকা থেকে রাজশাহীর রেলপথে তৃতীয় বিলাসবহুল আন্তঃনগর ট্রেন হল ধুমকেতু এক্সপ্রেস (ট্রেন নং ৭৬৯/৭৭০)। ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির মধ্যে ৮ টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ রয়েছে। পাশাপাশি নন এসির ৭ টি কোচ এবং একটি ড্রাইভার গাড়ি ও খাবার গাড়ি দুইটি রয়েছে।

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 2021

ধুমকেতু এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাজধানী ঢাকা থেকে দেশের অন্যতম শহর রাজশাহী রেলপথে ছেড়ে দেওয়া হয় ভোর ৬:০০ ঘটিকায় এবং রাজশাহী ট্রেন স্টেশনে এসে পৌঁছায় ১১ টা ৪০ মিনিট । ঢাকা থেকে রাজশাহী গন্তব্য স্থানে পৌঁছাতে ধুমকেতু এক্সপ্রেস সময় লাগে ৫ ঘন্টা ৪০ মিনিট।

ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭৬৯ কমলাপুর ০৬:০০ রাজশাহী ১১:৪০ বৃহষ্পতিবার
৭৭০ রাজশাহী ২৩:২০ কমলাপুর ০৪:৪৫ বুধবার

ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান

ধুমকেতু এক্সপ্রেস ( ৭৬৯) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাত্রাপথে ১২ টি সাব-স্টেশনে বিরতি নেয়। তবে রাজশাহী থেকে ঢাকায় (৭৭০) ট্রেনটি যাওয়ার পথে ৭ টি স্টেশনে বিরতি নেয়।

  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর জংশন
  • টাঙ্গাইল (শুধুমাত্র ৭৬৯-এর জন্য)
  • বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন
  • শহীদ এম মনসুর আলী
  • জামতৈল জংশন (শুধুমাত্র ৭৬৯-এর জন্য)
  • উল্লাপাড়া (শুধুমাত্র ৭৬৯-এর জন্য)
  • বড়ালব্রীজ
  • চাটমোহর
  • ঈশ্বরদী বাইপাস (শুধুমাত্র ৭৬৯-এর জন্য)
  • আব্দুলপুর জংশন
  • আড়ানী (শুধুমাত্র ৭৬৯-এর জন্য)

৪) বনলতা এক্সপ্রেস-

বাংলাদেশ রেলওয়ে একটি বিরতিহীন ও আধুনিক আন্তঃনগর ট্রেন হল বনলতা এক্সপ্রেস (ট্রেন নং ৭৯১/৭৯২)। বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাতায়াতের সেবা দেয়। ঢাকা থেকে রাজশাহী রেল পথে বনলতা এক্সপ্রেস ট্রেনটি অন্যান ট্রেনের মত বিরতি না দেওয়ার কারণে যাত্রীদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে।

বনলতা এক্সপ্রেস ট্রেনটির সময়সূচি 2021

বনলতা এক্সপ্রেস ট্রেন অন্যান্য ট্রেনের মত শুক্রবার দিনটি ছুটি গ্রহণ করে। বিরতিহীন আন্তঃনগর এই ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে ১:৩০ মিনিটে ছেড়ে দেওয়া হয় এবং গন্তব্যস্থান রাজশাহী পৌঁছায় ৬:৩০ মিনিট।

ট্রেননং উৎস প্রস্থান গন্তব্য প্রবেশ সাপ্তাহিকছুটি
৭৯১ কমলাপুর ১৩:৩০ চাঁপাইনবাবগঞ্জ ১৯:৩০ শুক্রবার
৭৯২ চাঁপাইনবাবগঞ্জ ০৬:০০ কমলাপুর ১১:৩০

বনলতা এক্সপ্রেস ট্রেনটির বিরতি স্থান

বনলতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি‌ ঢাকা থেকে রাজশাহী রেলপথ কোনো বিরতি দেওয়া হয় না। এটি একটি বিরতিহীন ট্রেন। বনলতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি‌ বাংলাদেশের রাজধানী ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়।

  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • রাজশাহী

ঢাকা থেকে রাজশাহী রেল পথে ট্রেনের টিকিট

ঢাকা থেকে রাজশাহী রেল পথে যাত্রার জন্য রেলস্টেশনের গিয়ে টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন। স্বল্প সময়ে অনলাইনের মাধ্যমে টিকিট গ্রহণ করা যায়। টিকিট গ্রহণের পাশাপাশি টিকিটের মূল্য জানা প্রয়োজন। ট্রেনের বিভিন্ন আসনের জন্য টিকিটের মূল্য ভিন্ন হয়ে থাকে।
প্রতিটি ট্রেনের শোভন আসনের জন্য টিকিটের মূল্য ৩৪০ টাকা। স্নিগ্ধা আসনে টিকিটের মূল্য ৫৭০ টাকা। এসি সিট আসন এর টিকিটের মূল্য ৬৮০ টাকা এবং এসি কেবিন আসন এর টিকিটের মূল্য ১০২০ টাকা মাত্র।

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button