দিবস

স্বাধীনতা দিবস 2021 : 26 মার্চ পিকচার 2021

26 মার্চ মহান স্বাধীনতা দিবস।  বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ঘিরে  সমগ্র বাঙালি জাতি নানান কর্মকাণ্ড করে থাকেন।  উৎসবমুখর  পরিবেশে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়।  সরকারি ছুটির এই দিনে স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশকে সম্মানপূর্বক শহীদদেরকে সম্মান করা হয়।  স্বাধীনতা দিবসের মর্যাদা এত বেশি যে, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়লে তা বোঝা যায়।  এদিন সমগ্র বাঙালি জাতি জাতীয় পোশাক পরে দিনটি উদযাপন করে থাকে।  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হয়। 

 সুতরাং,  স্বাধীনতা দিবসকে সীমাহীন আনন্দ পরিণত করতে আমরা কিছু নতুন ইমেজ বা পিকচার সরবরাহ করেছি।   যা দেখে স্বাধীনতার চেতনা অন্তর পরিস্ফুটিত হয়।  আমাদের সরবরাহকৃত ইমেজগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার যোগ্য। বাংলাদেশের জাতীয় দিবস কে সম্মান পূর্বক উদযাপন করার লক্ষ্যে আমাদের উল্লিখিত পিকচার গুলো আপনাকে  স্বস্তি  দেবে বলে আমরা বিশ্বাস করি।

 স্বাধীনতা দিবসের ইমেজ 2021

 বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সর্বজন স্বীকৃত। এই দ্বীপটিকে বিশ্বের দরবারে তুলে ধরতে ইমেজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  বাংলাদেশের স্বাধীনতা দিবস কে ভালবেসে  আপনি চাইলে  ইমেজ গুলো কপি করে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন।

independence day of bd pic 1

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানি সে যে আমার জন্মভূমি – শুভ স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

independence day of bd pic 2

দেশের পরাধীনতার গ্লানি দূর করতে নিজেদের জীবন উৎসর্গ করেছেন অসংখ্য বিপ্লবী। পরোয়া করেননি নিজেদের জীবনের। চোখে একটাই স্বপ্ন ছিল – দেশকে স্বাধীন করা। স্বাধীনতা দিবসে সেইসব মহান বিপ্লবীদের নতমস্তকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে চাই। শুভ স্বাধীনতা দিবস 2021

independence day of bd pic 3

independence day of bd pic 4

 তেরঙায় আমরা গর্বিত, যতক্ষণ জীবন আছে, সবার উপরে তেরঙা ধরে রাখব আমরা, শুভ স্বাধীনতা দিবস 2021।

independence day of bd pic 5

independence day of bd pic 6

ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। শুভ স্বাধীনতা দিবস 2021 ।

independence day of bd pic 7

independence day of bd pic 8

independence day of bd pic 9

independence day of bd pic 10

আমাদের পূর্বপুরুষরা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা এনেছিলেন। স্বাধীনতা দিবসে তাঁদের বীরত্ব-সাহসিকতাকে সেলাম জানাই। আমাদের তেরঙা সর্বদা সবথেকে উঁচুতে পতপত করে উড়ছে। শুভ স্বাধীনতা দিবস 2021.

#স্বাধীনতা দিবস 2021

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button