সংবাদ

ভগবান শ্রী কৃষ্ণের অষ্টশত নাম

প্রিয় সনাতনী ভাই বোনেরা, আপনারা যারা নিজের সন্তান, ভাই, ভাগিনা, ভাতিজার, নাম নিয়ে ভাবতেছেন । বা নাম রাখবেন কিন্তু ভালো নাম পাচ্ছেন    না? তাদের তাদের জন্য আমি কৃষ্ণের শতনাম নিয়ে হাজির হয়েছি । আমি কৃষ্ণের একশত আট নাম উল্লেখ করে দিয়েছি।  কৃষ্ণের নাম দিয়ে আপনি আপনার সন্তান, ভাই, ভাগিনা, ভাতিজার নামকরণ করতে পারেন । আর এই নামগুলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে জড়িত তাই রাখলে ভালই হবে ।

কৃষ্ণের শতনাম

  • নন্দের নন্দন।
  •  যাদু বাছাধন।
  •  সুন্দর গোপাল।
  •  ঠাকুর রাখাল।
  • ঠাকুর কানাই।
  •  রাখাল রাজা ভাই।
  •  যতেক গোপিনী।
  •  রাধা- বিনোদিনী।
  •  পতিত-পাবন হরি।।
  •  মোহন বংশীধারী।
  •  অন্ত না পাইয়া।
  •  গর্গ ধ্যানেতে জানিয়া।
  •  দেব চক্রপাণী।
  •  বনের হরিণী।
  •  শ্রীমধুসূদন।
  • দেব নারায়ন।
  •  দেব শ্রীগোবিন্দ।
  •  দেব দীনবন্ধু।
  •  দারিদ্র-ভঞ্জন।
  • ব্রজের জীবন।
  • অর্জ্জুন সুধীর।
  •  গরুড় মহাবীর।
  • দেব যদুবর।
  • কাঙ্গাল ঈশ্বর।
  • দেব-সৃষ্টি স্থিতি।
  • ধ্রুবের সারথি।
  • ভক্ত প্রাণধন।
  • লক্ষ্মী-নারায়ণ।
  • সত্যের সারথি।
  •  দেব যোদ্ধাপতি।
  •  সংসারের সার।
  •  পাষাণ-উদ্ধার।
  • জগতের হরি।
  •  গান ত্রিপুরারি।
  •  বলী সদাচারী।
  • নৃসিংহ-মুরারী।
  • মুনি-মনোহর।
  •  নব জলধর।
  •  গোবর্দ্ধনধারী
  •  যত ব্রজনারী।
  •  আরতি-সুদন।
  •  যমল-অর্জুন।
  •  ভীম মহাবল।
  • দরিদ্র সকল।
  • বিন্দুদূতি।
  • যমুনার পতি।
  •  গুরু বৃহস্পতি।
  •  সুমন্ত্র সারথি।
  • দেব অন্তর্যামী।
  • ত্রিলোকের স্বাম।
  •  অনাদির আদি।
  • নট-নারায়ন
  • হরেকৃষ্ণ
  • বাদল-শ্যাম।
  •  অনঙ্গমোহন।
  •  শ্রীবংশীবদন।
  • ক্রোধ-নিবারণ।
  • কৃতান্ত-শাসন।
  • নীলকান্তমণি।
  •  গোপীকান্ত
  • দেব জগন্নাথ।
  • অনাথের নাথ।
  • যতেক মালিনী।
  • সর্বযজ্ঞেশ্বর
  •  মিত্র-হিতকারী।
  •  ভব-ভয়হারী।
  • নীল-পীতবাস।
  •  সর্ববেত্তা
  •  ব্রজের ঈশ্বর।
  • অখিলের সার।
  •  পরম ঈশ্বর।
  •  সর্ব পরাৎপর।
  •  অনাথের সখা।
  •  সখী চিত্রলেখা।
  •  অরাতি দমন।
  •  নয়ন-রঞ্জন।
  •  রাস-রাসেশ্বর।
  •  পূর্ণ শশধর।
  • পুরুষ প্রধান।
  •  ভক্তগণ প্রাণ।
  •  নন্দের দুলাল।
  •  ব্রজের গোপাল।
  •  নয়নের মণি।
  •  জ্যোতির্ম্ময়
  •  কোটি চন্দ্রেশ্বর।
  •  দেব বিশ্বম্ভর।
  •  অচিন্ত্য-অচ্যুত।
  •  শৌনকাদিসুখ।
  •  দেব মহাকাল।
  •  ঠাকুর দয়াল।
  •  পুতনা-নাশন।
  • কপিল তপোধন।
  •  অগতির গতি।
  •  ত্রিলোকের পতি।
  •  অখিল বান্ধব।
  •  দেব শ্রীমাধব।।
  •  যদুকুলপতি।
  • সৃষ্টি-স্থিতি।।
  • । কাল-নিবারণ।
  •  অজ্ঞান-নাশন।।
  •  ভ্রমরী-ভ্রমর।
  •  যত সহচর।
  • শ্রীরূপমঞ্জরী।
  • গোপী-মনোহারী।
  •  অভীষ্টপুরণ।
  •  মদনমোহন।
  •  কর্ম্মব্রহ্ম-নাশ।
  •  পূর্ণ অভিলাস।
shree karishna
shree karishna

ভগবান শ্রী কৃষ্ণের কে  কি নাম দিয়েছে ?

১। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন।

২। যশোদা রাখিল নাম যাদু বাছাধন।

৩। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।

৪। ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।

৫। সুবল রাখিল নাম ঠাকুর কানাই।

৬। শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই।

৭। ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।

৮। কালসোনা নাম রাখে রাধা- বিনোদিনী।

৯। কুজ্বা রাখিল নাম পতিত-পাবন হরি।।

১০। চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী।

১১। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া।

১২। কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া।

১৩। কন্বমুনি নাম রাখে দেব চক্রপাণী।

১৪। বনমালী নাম রাখে বনের হরিণী।

১৫। গজহস্তী নাম রাখে শ্রীমধুসূদন।

১৬। অজামিল নাম রাখে দেব নারায়ন।

১৭। পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।

১৮। দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু।

১৯। সুদাম রাখিল নাম দারিদ্র-ভঞ্জন।

২০। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।

২১। দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।

২২। পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।

২৩। যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর।

২৪। বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর।

২৫। বাসুকি রাখিল নাম দেব-সৃষ্টি স্থিতি।

২৬। ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।

২৭। নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন।

২৮। ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।

২৯। সত্যভামা নাম রাখে সত্যের সারথি।

৩০। জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।

৩১। বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।

৩২। অহল্যা রাখিল নাম পাষাণ-উদ্ধার।

৩৩। ভৃগুমুনি নাম রাখে জগতের হরি।

৩৪। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি।

৩৫। কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচারী।

৩৬। প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ-মুরারী।

৩৭। বশিষ্ঠ রাখিল নাম মুনি-মনোহর।

৩৮। বিশ্বাবসু নাম রাখে নব জলধর।

৩৯। সম্বর্ত্তক নাম রাখে গোবর্দ্ধনধারী

৪০। প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।

৪১। অদিতি রাখিল নাম আরতি-সুদন।

৪২। গদাধর নাম রাখে যমল-অর্জুন।

৪৩। মহাযোদ্ধা নাম রাখি ভীম মহাবল।

৪৪। দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল।

৪৫। বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বিন্দুদূতি।

৪৬। বিরজা রাখিল নাম যমুনার পতি।

৪৭। বাণী পতি নাম রাখে গুরু বৃহস্পতি।

৪৮। লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি।

৪৯। সন্দীপনি নাম রাখে দেব অন্তর্যামী।

৫০।পরাশর নাম রাখে ত্রিলোকের স্বাম।

৫১। পদ্মযোনী নাম রাখে অনাদির আদি।

৫২। নট-নারায়ন নাম রাখিল সম্বাদি।

৫৩। হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।

৫৪। ললিতা রাখিল নাম বাদল-শ্যাম।

৫৫। বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন।

৫৬। সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন।

৫৭। আয়ন রাখিল নাম ক্রোধ-নিবারণ।

৫৮। চন্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।

৫৯। জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি।

৬০। গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।

৬১। ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।

৬২। দুর্বাসা নাম রাখে অনাথের নাথ।

৬৩।রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।

৬৪। সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।

৬৫। উদ্ধব রাখিল নাম মিত্র-হিতকারী।

৬৬। অক্রুর রাখিল নাম ভব-ভয়হারী।

৬৭। গুঞ্জমালী নাম রাখে নীল-পীতবাস।

৬৮। সর্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।

৬৯। অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।

৭০। সুরলোকে নাম রাখে অখিলের সার।

৭১। বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।

৭২। স্বর্গবাসী নাম রাখে সর্ব পরাৎপর।

৭৩। পুলোমা রাখেন নাম অনাথের সখা।

৭৪। রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা।

৭৫। চিত্ররথ নাম রাখে অরাতি দমন।

৭৬। পুলস্ত্য রাখিল নাম নয়ন-রঞ্জন।

৭৭। কশ্যপ রাখেন নাম রাস-রাসেশ্বর।

৭৮। ভাণ্ডারীক নাম রাখে পূর্ণ শশধর।

৭৯। সুমালী রাখিল নাম পুরুষ প্রধান।

৮০। রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।

৮১। রজকিনী নাম রাখে নন্দের দুলাল।

৮২। আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।

৮৩। দেবকী রাখিল নাম নয়নের মণি।

৮৪। জ্যোতির্ম্ময় নাম রাখে যাজ্ঞবল্ক্য মুনি।

৮৫। অত্রিমুনি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর।

৮৬। গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর।

৮৭। মরীচি রাখিল নাম অচিন্ত্য-অচ্যুত।

৮৮। জ্ঞানাতীত নাম রাখে শৌনকাদিসুখ।

৮৯। রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল।

৯০। সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল।

৯১। সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।

৯২। সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন।

৯৩। ভাদুরি রাখিল নাম অগতির গতি।

৯৪। মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।

৯৫। শুক্রাচার্য্য নাম রাখে অখিল বান্ধব।

৯৬। বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।

৯৭। যদুগণ নাম রাখে যদুকুলপতি।

৯৮। অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।

৯৯। অর্য্যমা রাখিল নাম কাল-নিবারণ।

১০০। সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।

১০১। পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমরী-ভ্রমর।

১০২। ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর।

১০৩। বংকচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।

১০৪। মাধুরা রাখিল নাম গোপী-মনোহারী।

১০৫। মঞ্জুমালী নাম রাখে অভীষ্টপুরণ।

১০৬। কুটিলা রাখিল নাম মদনমোহন।

১০৭। মঞ্জরী রাখিল নাম কর্ম্মব্রহ্ম-নাশ।

১০৮। ব্রজব নাম রাখে পূর্ণ অভিলাস।

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button