Breaking News

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন 2020

আপনারা জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2020 প্রকাশিত হয়েছে।এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রায় 32 হাজার শিক্ষক নিয়োগ দেবে পুরো বাংলাদেশ।তো আপনারা যারা চাকরি প্রার্থী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আপনাদের কেমন চলছে? আশা করি খুব ভালো চলছে।আপনার প্রস্তুতি যাতে আরো একটু ভালো হয় সেই জন্যে আজকে আমার এই পোস্ট।আজকে আমি এই পোস্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মূলত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট 80 টি নম্বর থাকবে সেখান থেকে সবচেয়ে হায়েস্ট নাম্বার দের বেছে নেওয়া হবে পরবর্তী ধাপে ভাইভা পরীক্ষার জন্য। তো বুঝতেই পারতেছেন বিষয়টা কঠিন । তাই নিয়মিত পড়াশোনা করার বিকল্প নেই। আজকে আমি কিছু টিপস দিচ্ছি এই টিপসগুলো অনুসরণ করলে আশা করি এই নিয়োগ পরীক্ষায় আপনি খুব ভালো ফলাফল করবেন।

প্রাথমিকে নিয়োগ পরীক্ষা মূলত চারটি বিষয়ের উপর হয় বাংলা,  ইংরেজী, গণিত, ও সাধারণজ্ঞান। প্রতিটি বিষয় থেকে 20 টি করে প্রশ্ন থাকে।বরাবরের মতো এবারও নেগেটিভ মার্কিং থাকতেছে। প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট 25 করে কেটে নেওয়া হবে। প্রতিটি প্রশ্নের উত্তর করার জন্যআপনি এক মিনিটেরও কম সময় পাবেন অর্থাৎ 80 টি প্রশ্নের উত্তর করতে হবে 60 মিনিটে।সহজ প্রশ্নগুলো শুরুতেই দাগিয়ে কঠিন প্রশ্নগুলো রেখে দিতে হবে পরে উত্তর দেয়ার জন্য।এখন প্রস্তুতি কিভাবে শুরু করবেন? প্রথমেই বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করে ফেলুন। সেই সাথে বিসিএস প্রিলিমিনারি প্রশ্নও দেখতে পারেন।

প্রাইমারি নিয়োগ পরীক্ষার বিষয়ভিত্তিক মানবন্টন

বাংলা -২০ বাংলা সাহিত্য- ৩
বাংলা ব্যাকরণ -১৭
গনিত- ২০ পাটিগনিত – ৮/৯
বীজগনিত – ৫/৬
জ্যামিতি ৫
 

সাধারণ জ্ঞান- ২০

বাংলাদেশ  বিষয়াবলী – ৭/৮
আন্তর্জাতিক বিষয়াবলী – ৫/৬
সাম্প্রতিক  বিষয়াবলী – ৫/৬
ইংরেজি – ২০
মৌখিক পরীক্ষা -২০

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ সাজেশন:

বাংলা ব্যাকরণ ও সাহিত্য : 
নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটি হতে পারে আপনার জন্য প্রস্তুতির মৌলিক ভিত্তি।
ব্যাকরণ অংশ থেকে বাংলা ভাষার উদ্ভব, সাধু ও চলিত ভাষা, বাংলা ভাষার শব্দ ভান্ডার, শব্দের শ্রেণীবিভাগ, পারিভাষিক শব্দ, ধ্বনিতত্ত্ব, ধ্বনির পরিবর্তন, ণত্ব ও ষত্ব বিধান, সন্ধি, পুরুষ ও স্ত্রী বাচক শব্দ, সমাস,উপসর্গ, প্রত্যয় ও পদ প্রকরণ, ক্রিয়াপদ,কারক ও বিভক্তি, বাক্য ও বানান শুদ্ধি,বিপরীত শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, প্রবাদ প্রবচন থেকে পড়তে হবে। ব্যাকরণ অংশটুকু এমনভাবে পড়তে হবে যেনো প্রশ্ন দেখা মাত্রই উত্তর করতে পারেন। ব্যাকরণের প্রস্তুতির জন্য পড়তে পারেন বোর্ড প্রণীত নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ। এছাড়াও পড়তে পারেন ড: সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই বইটি আপনাকে বাংলা সাহিত্যের প্রস্তুতি নিতেও সাহায্য করবে।
উল্লেখযোগ্য কবি ও সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কেও জানতে হবে। এছাড়া ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গল্প, গান, কবিতা, নাটক ও উপন্যাসের রচয়িতা থেকেও প্রশ্ন আসে।
ইংরেজি :
বেসিক গ্রামার, Tense, Parts of speech, Right forms of verb, Subject verb agreement, Transformation of sentence, Voice, Narration সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সাধারণত Group verbs, Appropriate preposition, Idioms and phrases, Spelling, Antonym, Synonym, Sentence Correction ইত্যাদি থেকে প্রশ্ন বেশি আসে। এজন্য আপনারা English for competitive exam বইটি পড়তে পারেন।
গণিত :
গণিতের প্রস্তুতির জন্য আপনারা ৮ম,৯ম,১০ম শ্রেণীর গণিতের বই অনুসরণ করতে পারেন। এছাড়া ওরাকল বিসিএস প্রিলিমিনারি গাণিতিক যুক্তি ও গাণিতিক দক্ষতা বইটিরও সাহায্য নিতে পারেন। পরীক্ষার হলে কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়া হবেনা। তাই গণিতের প্রস্তুতি এমনভাবে নিতে হবে যেনো মুখে মুখেই বেশিরভাগ অংক সমাধান করা যায়। বারবার চর্চা করলেই এটা সম্ভব। সুদকষা, ঐকিক নিয়ম, লাভ ক্ষতি, ভগ্নাংশ, অনুপাত, ধারা এবং বীজগণিতের প্রথম পর্যায়ের কিছু অংক থেকে প্রশ্ন আসে। অনেক সময় দশমিকের গুণ ভাগও থাকে। জ্যামিতির সাধারণ সূত্র, উপপাদ্য ও সংজ্ঞা, পরিমিতি থেকেও প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞান :
বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন তথা অভ্যুদয়ের ইতিহাস ভালো করে পড়তে হবে। আন্তর্জাতিক অংশে দক্ষিণ এশিয়া ও এশিয়া সংক্রান্ত প্রশ্ন বেশি আসে। খেলাধুলা, আন্তর্জাতিক সংস্থা, পুরস্কার, দিবস ইত্যাদি থেকেও প্রশ্ন আসে। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রশ্ন যেমন বিভিন্ন আবিষ্কার, রোগব্যাধি, খাদ্যগুণ, দুর্যোগ ব্যাবস্থাপনা,ভূগোল, কম্পিউটার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন আসতে পারে।
সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য আজকের বিশ্ব বা এমপি থ্রি পড়তে পারেন। এছাড়া সাম্প্রতিক ঘটনাবলী জানার জন্য পড়তে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স। কম্পিউটার, ICT ও বিজ্ঞানের প্রস্তুতির জন্য পড়তে পারেন ওরাকল বিসিএস প্রিলিমিনারি বিজ্ঞান ও প্রযুক্তি।
এই ছিলো আজকের সংক্ষিপ্ত প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১৮ সাজেশন।
বিসয়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পেতে আমার ওয়েবসাইট এর সাথে থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *