উৎসব

মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয় দশমী পূজার এসএমএস, শুভেচ্ছা বার্তা ছবি

বর্ষা শেষ হলো, হালকা হালকা শীত লাগতে শুরু করেছে, নদীর কিনারে সাদা কাশ ফুলে ভরে উঠেছে, আকাশের কালো মেঘ নেই, এখন সাদা তুলোর মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে । ঠিক এই সময় সকলের আমরা প্রতীক্ষায় আছি দুর্গাপূজার । হা শরৎ মানেই তো দুর্গাপূজা আর প্রচুর আনন্দ,খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি । কিন্তু পরিস্থিতি এবার ভিন্ন বিশ্বব্যাপী করোনার  কারণে পূজায় ঠিকমতো ঘোরাঘুরি করা যাবে না ।

কিন্তু তাই বলে পুজো আনন্দ না করলে কি হয়? আমরা তো বাঙালি
এবার পুজো হবে ইন্টারনেটে ।ইন্টারনেটে আমরা একজন আরেকজনকে শুভেচ্ছা বার্তা জানিয়ে পুজো শুরু করব। আর এর জন্য আমি এই নিবন্ধে প্রচুর এসএমএস, শুভেচ্ছাবার্তা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে ।আপনারা নিবন্ধ থেকে সাহায্য নিয়ে যায় নিজের প্রিয়জনকে পুজোর শুভেচ্ছা জানাতে পারেন ।

মহাষষ্ঠীর এসএমএস, শুভেচ্ছা বার্তা, ছবি

মহাষষ্ঠী মা দুর্গার পুজা শুরুর দিন এ দিন থাকে সাধারনত পূজা আনুষ্ঠানিক শুরু হয় ।  আপনি আপনার প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা জানাতে পারেন । আমি মহাষষ্ঠীর কিছু শুভেচ্ছাবার্তা আপনার সাহায্যের জন্য দিলাম ।

ঢাকেতে পরেছে কাঠি, পূজো হবে ফাটাফাটি। পূজো পূজো কত আশা, ইচ্ছে পূরণের অভিলাশা। — শুভ ষষ্ঠী

Maha Sashti
Maha Sashti
  • শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।
    শুভ মহাষষ্ঠী
Maha Sashti
Maha Sashti
  • পূজার বাঁশী বাজে দূরে
    মা আসছেন বছর ঘুরে
    শিউলির গন্ধে আগমনী
    কাশের বনে জয়ধ্বনি
    নীল আকাশে মাকে খুঁজো
    হাসি খুশি কাটুক পূজো।
    শুভ মহাষষ্ঠী
Maha Sashti 2020
Maha Sashti 2020
  • ঢাকের আওয়াজ ঢাই কুর কুর
    শোনা যায় ঐ আগমনীর সূর।
    মায়ের এবার আসার পালা
    শুরু হলো মজার খেলা।
    তাই নিয়ে এই সুখি মন জানাই আগাম অভিনন্দন।
    শুভ মহাষষ্ঠী

মহাসপ্তমী এসএমএস, শুভেচ্ছা বার্তা, ছবি

maha soptomi 2020
maha soptomi 2020
  • পাড়ায় পাড়ায় – মণ্ডপে মণ্ডপে জ্বলছে আলো, পূজোর সপ্তমীর দিনটি  কাটুক সবার ভালো… হ্যাপি মহাসপ্তমী

মহাষ্টমীর এসএমএস, শুভেচ্ছা বার্তা, ছবি

নীল আকাশের মেঘের ভেলা
পদ্ম ফুলের পাঁপড়ি মেলা ,
ঢাকের তালে কাশের খেলা
আনন্দে কাটুক শারদবেলা।

—-  মহাষ্টমীর শুভেচ্ছা

moha austhomi 2020
moha austhomi 2020

মহানবমীর এসএমএস, শুভেচ্ছা বার্তা, ছবি

moha nobomir suvecha
moha nobomir suvecha

শরৎ মেঘে ভাসলো ভেলা

কাশ ফুলেতে লাগলো দোলা,

ঢাকের উপর পড়লো কাঠি

পুজো কাটুক ফাটাফাটি।

– শুভ মহা নবমী

বিজয় দশমী পূজার এসএমএস, শুভেচ্ছা বার্তা ছবি

বিজয় দশমীর কথা শুনলে মনটা খারাব হয়ে যায় । মন ভরে উঠে গভীর বেদনায় ।কিন্তু কি আর করার । এতাই ত নিয়ম মা আবার আসবে সামনের বছর সেই আসায় বুক বাধি । সেই সাথে নিয়ে আসবে ,পৃথিবীর মানুষের জন্নই অনাবিল সুখ আর শান্তি ।

  • উৎসবের আজ শেষবেলা                                                                                                  শুরু হবে সিঁদুর খেলা,                                                                                                মনের মাঝে রেখে মা কে                                                                                              জল ছল ছল এই দুচোখে।                                                                                                শুভ বিজয়া দশমী
  • বিসর্জনের ঢাক উঠলো বেজে                                                                                        মন লাগে না কোনো কাজে,                                                                                        নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া                                                                            মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া।                                                                                       —– শুভ বিজয়া
  • bijoya 2020
    bijoya 2020

     

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button