ফোন রিভিউ

জিপি 4G মডেম রিভিউ, দাম, অফার

হ্যালো বন্ধুরা, আজকে আমি জিপি 4g মডেম নিয়ে আলোচনা করব ।ইন্টারনেট বর্তমান যুগে আমাদের জীবনের সাথে মিশে যাওয়া একটি অংশ  ।ইন্টারনেট ছাড়া নিজেকে কল্পনাও করা যায় না । প্রতি ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার আছে ।আপনার পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপে  ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য একটি মডেম এর প্রয়োজন হয় । আপনি নিশ্চয় চাইবেন যে আপনার মডেমটি সবচেয়ে সেরা মডেম হোক এবং আপনি মডেমটি থেকে সবচেয়ে ভালো সার্ভিস পান । তাই আজকে আমি জিপি 4g মডেম এর খুটিনাটি আপনাদের জানবো ।

gp 4g modem review
gp 4g modem review

জিপি 4g মডেমের বৈশিষ্ট্য

জিপি 4g মডেম এর বৈশিষ্ট্য পুরনো ফোরজি মডেম এর বৈশিষ্ট্য থেকে একটু ভিন্ন । বলা যেতে পারে একটু উন্নত । প্রথমত জিপি 4g মডেম আপনার ল্যাপটপে ই-থার  নেট হিসেবে কাজ করে ।যার ফলে আপনি মডেম দিয়ে বাড়তি কোনো সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ টেন এ হটস্পট পদ্ধতির মাধ্যমে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন । যা আগের জিপি মডেম গুলো দিয়ে করা যেত না । দ্বিতীয়ও তো আপনি USSD অপশনটি এখানে নেই ।সেজন্য আপনার ইন্টারনেট ডাটা দেখার প্রয়োজন হলে  মডেমটি ইন্সটল করা ওয়েব ফিচার ব্যবহার করে  দেখতে হবে ।

 ইন্সটল পদ্ধতি

  • প্রথমে জিপি 4g মডেম মডেমটি পিসির ইউএসবি তে লাগিয়ে দেবেন ।
  • তারপর মাই কম্পিউটারে গিয়ে আইকন দেখতে পাবেন ।
  • ডাবল ক্লিক করে মডেমটি ইন্সটল করবেন ।
  • ইন্সটল হয়ে গেলে ডেক্সটপের মডেমের আইকন দেখতে পাবেন ।
  • তার উপর ডাবল ক্লিক করলে ব্রাউজারে একটি ট্যাব খুলবে ।
  • সেখান থেকে এর সেটিং অন্যান্য ফিচার দেখতে পাবেন ।
  • জিপি 4g মডেম টি আলাদাভাবে কানেক্ট করতে হয় না । এটি অটো কানেক্ট সিস্টেম । মডেমটি পিসিতে লাগানোর কিছুসময়ের মধ্যেই কানেক্ট হয়ে যাবে ।

জিপি 4g মডেমটি কিভাবে কিনবেন

আপনি জিপি মডেমটি বিভিন্ন অনলাইন মার্কেট যেমনঃ দারাজ, ইভ্যালি ইত্যাদিতে অর্ডার করে খুব সহজেই কিনতে পারেন । এছাড়াও জিপি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিনতে পারেন ।তাছারাও বাংলাদেশের সব জায়গায় বড় বড় মোবাইল শোরুম এর দোকান থেকেও আপনি মডেম টি কিনতে পারেন ।

জিপি 4g মডেমটি কিনলে সাথে যা পাবেন

  • প্রথমবার এটি ব্যবহার করলেই আপনি পাবেন 4gb ফোরজি ডাটা যার বৈধতা হচ্ছে 7 দিন ।
  • 120 টাকায় 4gb রেগুলার ডাটা কিনলে আপনি আরও 4 জিবি ফোরজি ডাটা ফ্রী পাবেন পাবেন উভয়ের বৈধতা 7 দিন ।
  • প্রত্যেক কাস্টমার এভাবে নয় বার ডাটা কিনতে পারবে (প্রত্যেক মাসে তিনবার) করে এবং সর্বোচ্চ 36gb ডাটা ফ্রি পাবেন ।
  • একজন কাস্টোমার 4gb 4 জি ডাটা ব্যবহার করা হলে আরো সর্বোচ্চ 40 জিবি ডাটা ফ্রি পেতে পারেন ।

জিপি 4g মডেমটির দাম

জিপি 4g দাম হল 1,999 টাকা ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button