চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি 2021

বর্তমান প্রতিযোগিতার বাজারে একটি ভালো চাকরি যেন সোনার হরিণ । সবচেয়ে বড় কথা বাংলাদেশে বেকারের তুলনায় কর্মক্ষেত্র খুব কম । সরকারি কর্মক্ষেত্রের প্রয়োজনীয়তা আকাশ সমান কিন্তু সেই তুলনায় পদ সংখ্যা খুবই সামান্য ।  তারপরেও বাংলাদেশ সরকার কিছু পরিমাণে নিয়োগ প্রতিদিনই প্রকাশ করে । আজকে আমি সেরকমই একটি নিয়োগ এর খুঁটিনাটি আপনাদের জানাবো ।

সম্প্রতি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে 4টি পদে প্রায় ১৮ জনকে নিয়োগ দেবে । পদগুলোতে নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন । আমি নিচে আবেদনের যোগ্যতা ও অনলাইনে কিভাবে আবেদন করবেন এসব বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব ।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তি 2020

Bangladesh Ordnance Factory(BOF) Job Circular 2020

পদের নাম পদ সংখ্যা           শিক্ষাগত যোগ্যতা  বেতন স্কেল
সহকারী প্রকৌশলী  ০৬টি যান্ত্রিক/ত্বড়িৎ/ধাতব/রসায়ন/কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রী।  ৯ম গ্রেডঃ   ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
পার্সোনাল অফিসার/স্টোর অফিসার  ০১টি স্নাতকোত্তর ডিগ্রী। ৯ম গ্রেডঃ   ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
 সহকারী কেমিষ্ট ০১টি স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলে স্নাতক ডিগ্রী। ৯ম গ্রেডঃ   ২২,০০০ – ৫৩,০৬০ টাকা।
উপ-সহকারী প্রকৌশলী ১০টি মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/উডওয়ার্ক/রেফ্রিজারেশন/ ইলেকট্রনিক্স/কম্পিউটার/ম্যাটালার্জি/কেমিক্যাল/ড্রাফটসম্যানশীপ বিষয়ে ৩ বৎসর মেয়াদী ডিপ্লোমা।  ১০ম গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করার নিয়মঃ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা খুবই সহজ । আপনি খুব সহজেই আবেদন করতে পারেন ।  আমি আবেদনের লিংকটি দিয়ে দিচ্ছি আপনি লিংকটিতে ক্লিক করে প্রয়োজনীয় সব তথ্যাদি পূরণ করে আবেদন কমপ্লিট করতে পারেন ।

http://bof.teletalk.com.bd

আবেদন করতে কত টাকা লাগবেঃ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে  ৫৬০ টাকা লাগবে ।

আবেদনের সমায়সীমাঃ শুরু- ২০ সেপ্টেম্বর ২০২০, শেষ অক্টবর ২০২০ ।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তিঃ

আমি বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি দিলাম আপনি বিজ্ঞপ্তি থেকে প্রয়োজনীয় সব তথ্য দেখতে পারেন ।

bof job circular 2020 বিজ্ঞপ্তি দেখে নিন ।

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button