বিকাশ কাস্টমার কেয়ার রংপুর বিভাগ
হ্যালো সবাইকে ! আপনি কি আপনি কি নীলফামারী জেলার বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা খুঁজতেছেন । তাহলে আপনাকে স্বাগতম আজকে আমি বিকাশের কাস্টমার কেয়ার ঠিকানা সম্পর্কে ।
বিকাশ লিমিটেড বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ।দিনে দিনে এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ।তাই বিকাশের যাবতীয় সমস্যার জন্য বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা জানাটা খুব গুরুত্বপূর্ণ ।
আজকে আমি রংপুর জেলার গুরুত্বপূর্ণ কিছু বিকাশ কাস্টমার কেয়ারের ঠিকানা আপনাদের জানাবো ।আপনি সেখানে গেলে বিকাশে যাবতীয় সমস্যার সমাধান পেতে পারেন ।
বিকাশ কাস্টমার কেয়ারে সেবা নিতে হলে আপনাকে অবশ্যই সাথে করে জাতীয় পরিচয় পত্রের এক কপি ফটোকপি নিয়ে আসতে হবে । এবং যে গ্রাহক বিকাশ একাউন্ট খুলেছেন তাকেও সাথে আসতে হবে ।
বিকাশ সেন্টার এর কার্যক্রম সময়সূচী
বিকাশ সেন্টার এর সময়সূচীঃ সপ্তাহে সাত দিন, সকাল ০৯:০০টা থেকে সন্ধ্যা ৭: ০০ টা (সরকারী ছুটির দিন ব্যতীত)
বিকাশ কাস্টমার কেয়ার রাংপুর
- এ জেড টাওয়ার,
- ৩৪-৩৫, ২য় তলা,
- ষ্টেশন রোড,
- রংপুর সদর, রংপুর
বিকাশ কাস্টমার কেয়ার নীলফামারী
হোম ডিজিটাল স্টুডিও আনন্দবাবুর পুলের পাশে নীলফামারী সদর ।
বিকাশ কাস্টমার কেয়ার সৈয়দপুর
স্টেশন সড়ক,সৈয়দপুর,বাংলাদেশ ।