উৎসব

গান্ধী জয়ন্তী ২০২১, গান্ধীজির বিখ্যাত কিছু উক্তি

মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী নামে চিনি । তিনি হাজার ১৮৬৯ সালে ২ অক্টোবর পোরবন্দর হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন ।তিনি ছিলেন ভারতের অবিসংবাদিত নেতা ।ভারতের এক অদ্বিতীয় জনক । তিনি অহিংস আন্দোলনের সূচনা করেছিলেন । তিনি গোটা ভারত এবং বিশ্বজুড়ে মহান আত্মা (মহাত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত ।গান্ধী চেয়েছিল ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করতে। সে জন্য তিনি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন ।

তিনি সবসময় দেশি পণ্য, দেশি পোশাক ব্যবহার করতেন। তিনি ইংরেজদের পণ্য বর্জন করার ডাক দিয়েছিলেন। তিনি সব সময় দরিদ্র দূরীকরণ, নারী-স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বৈষম্য দূরীকরণে কাজ করে গেছেন । তিনি জাতির অর্থনৈতিক স্বচ্ছলতা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন ।

এই মহান নেতার স্মরণে  ২০০৭ সালের ১৫ ই জুন জাতিসংঘ এক সাধারন সভায় মহাত্মা গান্ধীর জন্মদিনকে গান্ধী জয়ন্তী বলে ঘোষণা করেন । সেই থেকে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস অথবা গান্ধী জয়ন্তী নামে পরিচিত ।

গান্ধীজীর জীবনের সংক্ষিপ্ত কিছু তথ্য

  • গান্ধীজীর বাবার নাম করমচাঁদ গান্ধী তিনি ছিলেন পুরন্দরের দেওয়ান । মা ছিলেন পুতলিবা দেবী।
  • ১৮৮৩ সালে মহাত্মা গান্ধী কস্তুরবা মুখার্জিকে বিয়ে করেন এবং ১৮৮৮ সালে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে যান ।
  • ১৯২১ সালে  ডিসেম্বর মাসে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্ব প্রাপ্ত হন ।
  • ১৯২২ সালের ১০ মার্চ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাকে ৬ বছর কারাদণ্ড দেওয়া হয় ।
    ১৯২৪ সালে ফেব্রুয়ারীতে তাকে মুক্তি দেওয়া ।
  • ১৯৩০ সালে গান্ধীর ভারতীয় লবণ করে  প্রতিবাদে ৪০০ কিলোমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন ।
  • ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড় আন্দোলনের সূত্রপাত ঘটান ।
  • ১৯৩৩ সালের ৮ মে তিনি হরিজন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ২১ দিন ধরে অনশন করেন।
  • ১৯৪৮ সালের ৩০ শে জানুয়ারি গান্ধী কে গুলি করে হত্যা করা হয় । গান্ধীজীর হত্যাকারীর নাম নাথুরাম শুণ্ডে ।  তিনি ছিলেন একজন হিন্দু মৌলবাদী যার সাথে চরমপন্থী হিন্দু মহাসভার যোগাযোগ ছিল ।
  • ২০২০ সালে গান্ধীজী ১৫১ তম জন্মদিন পালিত হবে ।

গান্ধিজীর বিখ্যাত কিছু উক্তি

  • দুর্বল মানুষ কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা শক্তিমানের ধর্ম ।…….. মহাত্মা গান্ধী
  • যখনই কোনো প্রতিপক্ষের মুখোমুখি হবে, তাকে ভালবাসার সাথে অর্জন করবে ।…… মহাত্মা গান্ধী
  • চোখের বদলে গোটা বিশ্বকে অন্ধ করে দেবে । ……….মহাত্মা গান্ধী
  • আজ তুমি যা করবে, তার উপরই নির্ভর করবে ভবিষ্যৎ। ………মহাত্মা গান্ধী
  • যেদিন ভালোবাসা, ক্ষমতা, আর লোভকে হারিয়ে দেবে, সেদিন এই পৃথিবীতে শান্তি ফিরে আসবে ।……….মহাত্মা গান্ধী
  • এমন ভাবে জীবন যাপন করো, যেন মনে হয় তুমি আগামীকালে মারা যাবে, এমন ভাবে শিখবে যেন, তোমার সময়ের অভাব নেই তুমি চিরজীবী ।……… মহাত্মা গান্ধী
  • ভালোবাসা জগতের সবচেয়ে বড় শক্তি ।……… মহাত্মা গান্ধী
  • শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের অদম্য ইচ্ছা মাধ্যমে ।……….. মহাত্মা গান্ধী
  • ভিড়ের মধ্যে দাড়ানোর সহজ, কিন্তু একাকী দাঁড়াতে সাহস দরকার ।………. মহাত্মা গান্ধী
  • পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তার নিজের থেকেই শুরু করো ।………. মহাত্মা গান্ধী

 

 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button