রবি মিনিট প্যাকেজ 2021
রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি। রবিতে সবসময় কম দামে আকর্ষণীয় মিনিট প্যাকেজ পাওয়া যায় ।যেটা অন্যান্য যেকোনো অপারেটর থেকে খুব কম দামে । আজকে আমি রবির মিনিট প্যাকেজ নিয়ে আলোচনা করব । কিভাবে একটিভ করবেন প্যাকেজের মেয়াদ কত দিন এবং কত দাম তো চলুন শুরু করি ।এই বছর রবির মিনিট প্যাকেজ গুলো আপডেট করেছে । ফিলে আরো গ্রাহক উপযোগী করে তৈরি হয়েছে ।
কিভাবে রবি মিনিট প্যাকেজ এক্টিভ করবেন
পাকেজ | দাম | মেয়াদ | অ্যাক্টিভ কোড |
১৫ মিনিট ১৬ এসএমএস | ১০ টাকা | ২৪ ঘণ্টা | *৮৬৬৬*০১৬# |
১২ মিনিত ১২ এমবি ১২ এসএমএস | ১০ টাকা | ১ দিন | *৮৬৬৬*১২# |
২০ মিনিত ৪০ এসএমএস | ১২ টাকা | ১ দিন | *৮৬৬৬*০৩# |
২৫০ মিনিট ২০০এমবি ২০০ এসএমএস | ৩০০ টাকা | ৩০ দিন | *৮৬৬৬*৫০০# |
১৫০ মিনিট ৫১ এমবি ৫০ এসএমএস | ১০০ টাকা | ৭ দিন | *৮৬৬৬*০৫০# |
৭০ মিনিট ২৬ এমবি ২৫ এসএমএস | ৫০ টাকা | ৭ দিন | *৮৬৬৬*০২৫# |
১৯০ মিনিট | ১০০ টাকা | ৭ দিন | *৮৬৬৬*০০৮# |
৯৫ মিনিট | ৫০ টাকা | ৭ দিন | *৮৬৬৬*৫০# |
সকল পাজেক দিয়ে যে কোন নাম্বারে কথা বলা যাবে ।
রবি রিচার্জ এ্যাকটিভ মিনিট প্যাক
রবি খুব ভালো একটি সিস্টেম হল রিচার্জে অ্যাক্টিভ হয়ে যায় । রিচার্জে অ্যাক্টিভ মিনিত প্যাকেজ কিনতে ইউএসএসডি কোড ডায়াল করার ঝামেলা নেই । আপনি জাস্ট উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জ করলেই কাঙ্খিত মিনিট বান্ডেল টি অ্যাক্টিভ পেয়ে যাবেন । অ্যাক্টিভ মিনিট প্যাক গুলো সাপ্তাহিক এবং প্রত্যেক দিনের জন্য পাওয়া যায় । আপনি নিচে তালিকা দেখতে পারেন ।
মিনিট | মেয়াদ | রিচার্জ টাকার পরিমান |
২১৫ মিনিট | ১০ দিন | ১১৮ টাকা |
৩৮০ মিনিট | ৩০ দিন | ২১৮ টাকা |
১৮০ মিনিট | ৭ দিন | ৯৯ টাকা |
১৩৫ মিনিট | ৭ দিন | ৭৮ টাকা |
১০০ মিনিট | ৭ দিন | ৫৯ টাকা |
৫৫ মিনিট | ২ দিন | ৩৩ টাকা |
১৪ মিনিট | ১৬ ঘন্টা | ১৪ টাকা |
রবির মাসিক মিনিট প্যাক
রবি মাসিক মিনিট প্যাক গুলো খুবই আকর্ষণীয় ।আমি আরো এক কারণে এটাকে খুব উপকারী বলব কারন এক রিচার্জ এই পুরো মাস অর্থাৎ আপনি আজ রিচার্জ করলে আগামী 30 দিন নিশ্চিন্তে মোবাইলের কথা বলতে পারবেন । আর ফ্লেক্সিলোড দেওয়ার কোনো ঝামেলাই থাকলো না ।
আমি রবির মাসিক মিনিট প্যাকেজ গুলো আলোচনা করলাম । কিভাবে একটিভ করবেন, কত টাকা এবং কত মিনিট ।
প্যাকেজ | রিচার্জ অথবা কোড | দাম | মেয়াদ |
১০০০ মিনিটে ১ জিবি | রিচার্জ | ৫৭৪ টাকা | ৩০ দিন |
৪৭৫ মিনিট ১ জিবি | রিচার্জ | ২৭৮ টাকা | ৩০ দিন |
২ জিবি ১৫০ মিনিট ১৫০ এসএমএস | *১২৩*২৫১# | ২৫১ টাকা | ৩০ দিন |
৫ জিবি ৫০০ মিনিট ১০০ এসএমএস | *১২৩*৫৯৯# | ৫৯৯ টাকা | ৩০ দিন |
৩৩৫ মিনিট | *০*৭# | ১৯৪ টাকা | ৩০ দিন |
রবি ঘেচাং রিচার্জ অফার
রবি ঘেচাং রিচার্জ সবচেয় আকর্ষণীয় সিস্টেম । এই ঘেচাং রিচার্জ করলে আপনি এক সাথে মিনিটে এবং ডাটা পেয়ে যাবেন । আমি নিছে সারনি দিলাম আপনি সহজে নিদিষ্ট পরিমান রচার্জ করলে পেয়ে যাবেন অফার টি ।
রিচার্জ | মিনিট | MB/SMS | মেয়াদ |
58 টাকা | 25 মিনিট | 1 GB +25 SMS | 7 দিন |
78 টাকা | 130 মিনিট | 100 MB | 7 দিন |
98 টাকা | 50 মিনিট | 2 GB + 100 SMS | 7 দিন |
149 টাকা | 150 মিনিট | 2 GB | 28 দিন |
251 টাকা | 150 মিনিট | 5 GB | 28 দিন |
278 টাকা | 475 মিনিট | 1 GB | 30 দিন |
574 টাকা | 1000 মিনিট | 1 GB | 30 দিন |
574 টাকা | 1000 মিনিট | 1 GB | 30 দিন |
348 টাকা⇒new | 600 মিনিট | 2 GB | 30 দিন |
288 টাকা⇒new | 500 মিনিট | 1 GB | 30 দিন |
299 টাকা⇒new | 300 মিনিট | 6 GB | 28 দিন |
499 টাকা⇒new | 750 মিনিট | 30 GB | 30 দিন |
599 টাকা⇒new | 800 মিনিট | 30 GB ( 20GB+10GB+4GB ) | 30 দিন |
এই পোস্টটি আপনার ভাল লাগে তবে শেয়ার করতে ভুল করবেন না।আরো কোন বিষয় জানার জন্য কমেন্ট করে জানতে পারেন ।