ভ্রমন

চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী 2021- টিকিটের মূল্য, ট্রেন ট্রাকিং, রুট ম্যাপ, ভাড়া ও ছুটির দিন

আপনি যদি চট্টগ্রাম থেকে ফেনী ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তবে এই পেজটি আপনাকে ভীষণ ভাবে সহযোগিতা করতে যাচ্ছে । বাংলাদেশের অনেক বড় একটি শহর হলো চট্টগ্রাম জেলা। এই শহরে বিভিন্ন জেলা মানুষ বিভিন্ন প্রয়োজনে বসবাস করে এবং রেলপথে যাতায়াত করে। যাতায়াতের প্রয়োজনে তাদের ট্রেনের সময়সূচী জানার প্রয়োজন হয়। তাই অনেকেই চট্টগ্রাম থেকে ফেনী ট্রেনের সঠিক তথ্য খুঁজে থাকেন। আমরা নিচে চট্টগ্রাম থেকে ফেনী রেলপথের ট্রেনের সকল বিষয় সম্পর্কে আলোচনা করব।

চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী (আন্তঃনগর):

চট্টগ্রাম থেকে ফেনী রেলপথে মহানগর গোধুলী (৭০৩), পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), মহানগর এক্সপ্রেস (৭২০), উদয়ন এক্সপ্রেস (৭২৪), মেঘনা এক্সপ্রেস (৭৩০) ,তৃণা এক্রপ্রেস(৭৪২) এবং বিজয় এক্সপ্রেস (৭৮৬) ট্রেন গুলো চলাচল করে যাত্রীদের যাতায়াতে সুবিধা দিয়ে থাকে। ট্রেন গুলো প্রতি সপ্তাহে চলাচল করার পাশাপাশি একটি নির্দিষ্ট দিনে আলাদা আলাদা ভাবে বন্ধ থাকে । ট্রেনে যাতায়াত করলে সময়ের সাশ্রয় হয়। নিরাপদের সাথে ট্রেনে চলাচল করা যায় কোন বিপদের সম্ভাবনা থাকে না। বাসের থেকে ট্রেন চলাচল করলে ভিড়ের মধ্যে যাতায়াত করতে হয় না।

তাই আমি বলবো অন্যান্য যানবাহন থেকে ট্রেনে যাতায়াত অনেক ভালো। যাতায়াতের প্রয়োজনে আপনাদের সুবিধার জন্য চট্টগ্রাম থেকে ফেনী রেলপথের ট্রেনের সময়সূচী সম্পর্কে সঠিক ধারণা থাকা দরকার। তাই নিচে চট্টগ্রাম থেকে ফেনী রেলপথের ট্রেন ছাড়ার সময়সূচী সম্পর্কে এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময়সূচীর সাথে ছুটির দিনের তালিকা দেওয়া হল-

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
মহানগর গোধুলি (৭০৩) নাই ১৫ঃ০০ ১৬ঃ২৫
পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯) সোমবার ০৯ঃ০০ ১০ঃ৩১
মহানগর এক্সপ্রেস (৭২০) রবিবার ১২ঃ৩০ ১৪ঃ০০
উদয়ন এক্সপ্রেস (৭২৪) শনিবার ২১ঃ৪৫ ২৩ঃ২০
মেঘনা এক্সপ্রেস (৭৩০) নাই ১৭ঃ১৫ ১৮ঃ৪৬
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) নাই ২৩ঃ০০ ০০ঃ২৯
বিজয় এক্সপ্রেস (৭৮৬) বুধবার ০৭ঃ২০ ০৮ঃ৫৫

চট্টগ্রাম টু ফেনী ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস):

চট্টগ্রাম থেকে ফেনী রেলপথের ট্রেনগুলোর পাশাপাশি কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। সেই ট্রেনগুলো হলো-

  1. চট্টগ্রাম এক্সপ্রেস (০২)
  2. কর্ণফুলী এক্রপ্রেস (০৪)
  3. জালালাবাদ এক্সপ্রেস (১৪)
  4. সাগরিকা এক্সপ্রেস (৩০)
  5. ময়মনসিংহ এক্সপ্রেস (৩৮)
  6. চট্টলা এক্সপ্রেস (৬৮) এবং
  7. লাকসাম কমিউটার (৮০) ট্রেন।

এই ট্রেনগুলো চলাচল করে যাত্রীদের অনেক সুবিধা দিয়ে থাকে। নিচে চট্টগ্রাম থেকে ফেনী রেল পথে মেইল এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়া সময় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময়সূচী সাথে ছুটির তালিকাটি দেওয়া হয়েছে-

ট্রেনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
চট্টগ্রাম এক্সপ্রেস (০২) নাই ২২ঃ৩০ ০০ঃ১৫
কর্ণফুলী এক্সপ্রেস (০৪) নাই ১০ঃ০০ ১১ঃ৫৫
জালালাবাদ এক্সপ্রেস (১৪) নাই ১৯ঃ৩০ ২১ঃ৫১
সাগরিকা এক্সপ্রেস (৩০) নাই ০৭ঃ৩০ ০৯ঃ৩৫
ময়মনসিংহ এক্সপ্রেস (৩৮) নাই ১৫ঃ৩০ ১৮ঃ০৫
চাটলা এক্সপ্রেস (৬৮) মঙ্গলবার ০৮ঃ১৫ ০৯ঃ৫৫
লাকসাম কমিউটার (৮০) শুক্রবার ১৭ঃ৩০ ১৯ঃ০০

চট্টগ্রাম টু ফেনী ট্রেনের টিকিটের মূল্য ( ভাড়া):

প্রতিটি ট্রেনের টিকিটের একটি নির্দিষ্ট মূল্য থাকে। চট্টগ্রাম থেকে ফেনী যাওয়ার জন্য যে ট্রেনগুলো চলাচল করে তাদের প্রতিটি ট্রেনের আসনের টিকিটের মূল্য বিভিন্ন ধরনের। তাই যাতায়াতের প্রয়োজনে আপনি এখান থেকে টিকিটের সঠিক মূল্য জেনে টিকিট সংগ্রহ করুন। টিকিট সংগ্রহ করে নিরাপদ এর সাথে গন্তব্য স্থানে যাতায়াত করতে পারবেন। তাই নিচে চট্টগ্রাম থেকে ফেনী রেলপথের ট্রেনের টিকিটের মূল্য তালিকা দেওয়া হল-

আসন বিভাগ টিকেটের মূল্য
শোভন ৯০ টাকা
শোভন চেয়ার ১১০ টাকা
প্রথম সিট ১৪৫ টাকা
প্রথম বার্থ ২১৫ টাকা
স্নিগ্ধা ২০৭টাকা
এসি সিট ২৪৮ টাকা
এসি বার্থ ৩৬৮ টাকা

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button