ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী 2021- টিকিটের মূল্য, ভাড়ার তালিকা ও ছুটির দিন
ভৈরব বাজার থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে মেইল এক্সপ্রেস ট্রেন গুলোর সাথে আন্তঃনগর ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এ ট্রেনগুলো পরিচালিত। আপনি কি ভৈরব বাজার থেকে ঢাকা রেল স্টেশনে ট্রেনের সম্পর্কে জানতে চান। তবে সঠিক তথ্য জানার জন্য আমাদের পাশে থাকুন। আজ আমি এখানে ভৈরব বাজার থেকে ঢাকায় রেল স্টেশনে সময়সূচী নিয়ে আলোচনা করব।
ভৈরব বাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী (আন্তঃনগর এক্সপ্রেস):
ভৈরব বাজার থেকে ঢাকা রেলপথে বিভিন্ন রকমের ট্রেন চলাচল করে। এগুলো হলো মহানগর গোধুলী (৭০৩), এগারসিন্দুর প্রভাতী (৭৩৮), পার্বতীপুর এক্সপ্রেস (৭২০), উপবন এক্সপ্রেস (৭৪০), তূর্ণা এক্সপ্রেস(৭৪১), এগারসিন্দুর গোধূলি (৭৫০), কালনী এক্সপ্রেস(৭৭৪) এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২)এই আন্তঃনগর ট্রেনগুলো চলাচল করে।
আন্তঃনগর ট্রেনগুলো সঠিক সময়ের মধ্যে চলাচল করে যাত্রীদের নিরাপদ আনন্দ দেয়। মেইল এক্সপ্রেস ট্রেনের চেয়ে অন্তনগর ট্রেনগুলোতে যাতায়াত অনেকটা সুবিধাজনক। ট্রেন গুলো কখন ভৈরব বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হয় এবং গন্তব্য স্থানে পৌঁছানোর সময় সূচি তালিকা দেওয়া হল-
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
মহানগর গোধুলি (৭০৩) | নাই | ১৯ঃ৪৪ | ২১ঃ২৫ |
পার্বত এক্সপ্রেস (৭১০) | মঙ্গলবার | ২০ঃ৫৩ | ২২ঃ৪০ |
মহানগর এক্সপ্রেস (৭২১) | রবিবার | ১৭ঃ১০ | ১৯ঃ১০ |
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) | নাই | ০৮ঃ১০ | ১০ঃ৪০ |
উপবন এক্সপ্রেস (৭৪০) | নাই | ০৪ঃ৪৭ | ০৬ঃ৪৫ |
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | নাই | ০৩ঃ২৭ | ০৫ঃ১৫ |
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) | বুধবার | ১৪ঃ৪৫ | ১৭ঃ০৫ |
কালনী এক্সপ্রেস (৭৭৪) | শুক্রবার | ১০ঃ৫৫ | ১৩ঃ০০ |
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) | শুক্রবার | ১৭ঃ৪৫ | ২০ঃ১০ |
ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী (মেইল এক্সপ্রেস) :
ভৈরব বাজার থেকে ঢাকা রেলপথে আন্তঃনগর ট্রেন গুলোর সাথে কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চলাচল করে। ভৈরব বাজার থেকে ঢাকা রেলপথের মেইল এক্সপ্রেস ট্রেন গুলো হল ঢাকা মেইল (০১),কর্ণফুলী এক্রপ্রেস (০৩), সুরমা মেইল (১০), ঢাকা এক্রপ্রেস (১০), তিতাস কমিউটার (৩৩), তিতাস কমিউটার (৩৫), ইশা খান এক্সপ্রেস (৪০), চট্টলা এক্সপ্রেস (৬৭) এবং কুমিল্লা কমিউটার (৮৯) ট্রেনগুলো চলাচল করে।
অধিকাংশ ট্রেন ভৈরব বাজার থেকে ঢাকার পথে চলাচল করায় যাত্রীদের যাতায়াতে অনেকটা সুবিধা হয়। তাই যাতায়াতের জন্য যাত্রীরা নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। ভৈরব বাজার থেকে ঢাকা রেলপথের ট্রেনের সময়সূচীর তালিকা নিচে দেওয়া হল-
ট্রেনের নাম | ছুটির দিন | ছাড়ায় সময় | পৌছানোর সময় |
ঢাকা মেইল (০১) | নাই | ০৪ঃ২৭ | ০৬ঃ৫৫ |
কর্ণফুলী এক্সপ্রেস (০৩) | নাই | ১৬ঃ৩০ | ১৯ঃ৪৫ |
সুরমা মেইল (১০) | নাই | ০৫ঃ০৭ | ০৯ঃ১৫ |
ঢাকা এক্সপ্রেস (১০) | নাই | ০২ঃ১৭ | ০৬ঃ৪০ |
তিতাস কমিউটার (৩৩) | নাই | ০৫ঃ৫৭ | ০৮ঃ৩০ |
তিতাস কমিউটার (৩৫) | নাই | ১২ঃ৫৯ | ১৫ঃ১৫ |
ইশা খান এক্সপ্রেস (৪০) | নাই | ১৭ঃ৫০ | ২৩ঃ০০ |
চাটলা এক্সপ্রেস (৬৭) | মঙ্গলবার | ১৩ঃ৪৮ | ১৫ঃ০০ |
কুমিল্লা কমিউটার (৮৯) | মঙ্গলবার | ০৮ঃ৫৮ | ১২ঃ৫০ |
ভৈরব বাজার টু ঢাকা টিকিটের মূল্য (ভাড়া) :
ভৈরব বাজার থেকে ঢাকা রেল স্টেশনে বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে। এই ট্রেনগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা রয়েছে। স্বল্পমূল্যে থেকে শুরু করে ব্যয় বহুল আসন রয়েছে।
আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোন আসনে যাতায়াত করতে পারবেন। তাই নিচে বিভিন্ন ধরনের আসনের টিকিটের মূল্য তুলে ধরা হলো-
আসন বিভাগ | টিকেটের মূল্য |
শোভন | ৮৫ টাকা |
শোভন চেয়ার | ১০৫ টাকা |
প্রথম সিট | ১৩৫ টাকা |
প্রথম বার্থ | ২০৫ টাকা |
স্নিগ্ধা | ১৯৬ টাকা |
এসি সিট | ২৩৬ টাকা |
এসি বার্থ | ৩৫১ টাকা |