হ্যাপি ঈদ মোবারক মেহেদি ডিজাইন 2021

ঈদ সমগ্র মুসলিম উম্মাহর আনন্দের উৎস হিসেবে উদযাপিত হয়। ঈদকে কেন্দ্র করে নানা কর্মকাণ্ড করে থাকে মানুষ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন তাকে একটু ভিন্নভাবে সাজাতে আমরা কিছু মেহেদি ডিজাইন এখানে সংগ্রহ করেছি। মেহেদি ডিজাইন করা প্রত্যেক নারীর জন্য আনন্দের সর্বোচ্চ চূড়া হিসেবে বিবেচিত। বাংলাদেশ-ভারত সহ বিশ্বের যে কোন দেশে ঈদকে কেন্দ্র করে নানান কালারের মেহেদী বাজারে পাওয়া যাচ্ছে। যে সকল নারী মেহেদি ডিজাইন এর আনকমন এবং নতুন ডিজাইন খোঁজ করছেন, তাদের জন্য এই পোস্টটি সহায়ক ভূমিকা পালন করবে।
সুতরাং, আপনি যদি সন্তোষজনক এবং আকর্ষণ প্রবল মেহেদি ডিজাইন খোঁজ করে থাকেন, তবে এখানে আমাদের সরবরাহকৃত ডিজাইনগুলো আপনার পছন্দ হতে পারে বলে আমরা বিশ্বাস করি। হেনা ডিজাইন, রিলিজিয়ন ডিজাইন এবং আকর্ষণীয় ডিজাইন এর সমন্বয়ে আমরা সেগুলো উপস্থাপন করেছি।
হ্যাপি ঈদ মোবারক মেহেদি ডিজাইন 2021
নতুনের প্রতি আকৃষ্টতা সকলের। সকলেই একটি ভিন্নধর্মী এবং আনকমন ডিজাইন করে থাকেন। ঈদ যেহেতু প্রধান মাধ্যম, তাই এদিন সকল মুসলিম নারী নিজেকে একটু ভিন্ন আঙ্গিকে সাজাতে চায়। তার ই পেক্ষাপটে আমরা কিছু মেহেদি ডিজাইন সরবরাহ করেছি। এখান থেকে ডিজাইনগুলো ডাউনলোড করে আপনি আপনার ডান হাত এবং বাম হাত, তল এবং উপর উভয় সাজাতে পারেন। তাহলে চলুন ডিজাইনগুলো এখন দেখে নেয়া যাক।
“আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক”
“ফুল সুবাস দেয়,
দৃষ্টি মনচুরি করে,
খুশি আমাদের হাসায়,দুঃখ আমাদেরকাদায় ,
আর আমার এই এসএমএস তোমাকে ঈদের শুভেচছা জানায়।
ঈদমোবারাক”
“সারা দেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।”
“পড়েছে আজ চাঁদের নজর,তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,সবাই পেলো ঈদের বাতাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।”
_ঈদ মোবারক
“বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
ঈদ মোবারক”
কিছু কথা অব্যক্ত রয়ে যায়, কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়, কিছু ভালবাসার স্মৃতি নিরবে কাদে। শুধু এই দিন সব ভুলিয়ে দেয়, ঈদ মোবারাক !!
আজ দু:খ ভুলার দিন, আজ মন হবে যে রঙ্গিন। আজ প্রান খুলে শুধু গান হবে, আজ সুখ হবে সিমাহীন। তার একটাই কারন, আজ যে ঈদের দিন। ঈদ মোবারাক !!
“ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে, অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে, সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে, শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে”
নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন।নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।……….. ঈদ মোবারক
ঈদের আনন্দ সকলের মাঝে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ুক । আপনারা যদি ঈদ সম্পর্কে মেসেজ, কোটস, ব্যানার, ইমেজেস এবং স্ট্যাটাস খোঁজ করে থাকেন তবে আমাদের অন্ন নিবন্ধগুলি ঘুরে দেখতে পারেন ।