শুভেচ্ছা বার্তা

শীতের সকালের কবিতা, উক্তি ও শুভেচ্ছা বার্তা

চলছে বর্তমানে শীতকাল সকালে যেন লেপের তলা থেকে উঠতে মন চায় না। কি এক অদৃশ্য শক্তি আটকে রাখে নিজেকে বিছানার সাথে। আর বিছানায় নরম চাদর নরম সবকিছু মিলে এক রোমান্টিক মুহূর্ত সৃষ্টি হয়। মনে আসে রোমান্টিকতা সেই সময় মনে পড়ে কিছু রোমান্টিক গান ও কবিতা।

আর আরও একবার আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি কিছু শীতের সকালের কবিতা উক্তি ও শুভেচ্ছা বার্তা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে।শীতের সকালে লেপের নিচে প্রিয়জনের কথা সকলের মনে পড়ে। সেই প্রিয়জন কে শীতের সকালের কবিতা ও শীতের সকালের শুভেচ্ছা বার্তা জানাতে কেউ ভুল করে না।

কিন্তু প্রশ্ন হল আমার মনে এই মুহূর্তে  কবিতায় আসতেছে না তাহলে কোথায় পাবো? কোন চিন্তা নেই আপনাদের জন্যই আমরা আছি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সকালের কবিতা উক্তি ও শুভেচ্ছা বার্তা যা আপনি আপনার প্রিয়জনকে পাঠাতে পারেন।

রবীন্দ্রনাথের শীতের কবিতা

 শীত

    রবীন্দ্রনাথের ঠাকুর

অঘ্রান হল সারা,

          ​​ স্বচ্ছ নদীর ধারা

                        বহি চলে কলসংগীতে।

কম্পিত ডালে ডালে

            ​​ মর্মর-তালে-তালে

                        শিরীষের পাতা ঝরে শীতে।

 

ও পারে চরের মাঠে

            ​​ কৃষাণেরা ধান কাটে,

                    ​​ কাস্তে চালায় নতশিরে।

নদীতে উজান-মুখে

            ​​ মাস্তুল পড়ে ঝুঁকে,

                      গুণ-টানা তরী চলে ধীরে।

 

পল্লীর পথে মেয়ে

      ঘাট থেকে আসে নেয়ে,

          ​​ ভিজে চুল লুণ্ঠিত পিঠে।

উত্তর-বায়ু-ভরে

      বক্ষে কাঁপন ধরে,

          ​​ রোদ্‌দুর লাগে তাই মিঠে।

 

শুক্‌নো খালের তলে

      এক-হাঁটু ডোবা-জলে

          ​​ বাগ্‌দিনি শেওলায় পাঁকে

করে জল ঘাঁটাঘাঁটি

      কক্ষে আঁচল আঁটি–

          ​​ মাছ ধরে চুব্‌ড়িতে রাখে।

 

ডাঙায় ঘাটের কাছে

          ভাঙা নৌকোটা আছে–

                  ​​ তারি​​ পরে মোক্ষদা বুড়ি

মাথা ঢুলে পড়ে বুকে

        ​​ রৌদ্র পোহায় সুখে

                  ​​ জীর্ণ কাঁথাটা দিয়ে মুড়ি।

 

আজি বাবুদের বাড়ি

          শ্রাদ্ধের ঘটা ভারি,

                    ডেকেছেন আশু জদ্দার।

হাতে কঞ্চির ছড়ি

          টাট্টু ঘোড়ায় চড়ি

                    চলে তাই কালু সর্দার।

 

বউ যায় চৌগাঁয়ে,

          ​​ ঝি-বুড়ি চলেছে বাঁয়ে,

                    পাল্‌কি কাপড়ে আছে ঘেরা।

বেলা ওই যায় বেড়ে

          ​​ হাঁই-হুঁই ডাক ছেড়ে,

                      হন্‌-হন্‌ ছোটে বাহকেরা।

 

শ্রান্ত হয়েছে দিন,

                  আলো হয়ে এল ক্ষীণ,

                        কালো ছায়া পড়ে দিঘি-জলে।

শীত-হাওয়া জেগে ওঠে,

                  ​​ ধেনু ফিরে যায় গোঠে,

                        ​​ বকগুলো কোথা উড়ে চলে।

 

আখের খেতের আড়ে

          ​​ পদ্মপুকুর-পাড়ে

                  ​​ সূর্য নামিয়া গেল ক্রমে।

হিমে-ঘোলা বাতাসেতে

শীতের সকালের প্রেমের কবিতা

শীতের-সকালের-প্রেমের-কবিতা
শীতের-সকালের-প্রেমের-কবিতা

            কালো আবরণ পেতে

                    ​​ খড়-জ্বালা ধোঁওয়া ওঠে জমে।

ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটলো রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়
“”সুপ্রভাত””

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক,
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক,
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল,
বন্ধু তোমাকে জানাই “” শুভ সকাল “” 

ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে,
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে,
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে,
মিস্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট এস এম এসে .
“” শুভ সকাল “”  

স্নিগ্ধ আলো রোজ সকালে,
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম,
তোমার হৃদয়ের মন্দিরে,
***** Good Morning***** 

রাতের তারাকে বিদায় জানাও, চাঁদকে বলো আবার আসতে

 সুন্দর সকালটাকে আমন্ত্রণ জানাও চায়ের টেবিলে

শুভ সকাল, সুন্দর একটা দিনের কামনায় প্রিয় মানুষটাকে

 সকালের শুভেচ্ছা জানাই

আসব রাতে স্বপ্ন হয়ে,,
থাকব আমি কাছে
চোঁখ খুলতেই চলে যাব,,
ভোরের আলোর দেশে
দিয়ে যাব কিছু স্মৃতি আজ এই সকালে,,
শুভ সকাল জানাই তোমায় বন্ধুত্তের সাথে

 

শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপতি হয়েছে ব্যাকুল

কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তুমি খোল আঁখি

শুভ সকাল

ভোর হলো দোর খোলো বন্ধু তুমি ওঠরে,

 ওই দেখ তোমার মোবাইলে এস এম এস টা এলোরে

 তোলো মোবাইল খোলো চোখ এস এম এস টা পড়ো রে

 এস এম এস টা বলছে তোমায় শুভ সকাল হলো রে

 শুভ সকাল

জীবন মানেই ছুটতে হবে, থামা মানে শেষ
দুদিনের এই ভবে থেকে কেন হিংসা দ্বেষ
জীবন থাকুক ভালবাসায়, বন্ধু থাকুক সাথে
শুভ কামনা জানিয়ে গেলাম এই সুপ্রভাতে
…..
শুভ সকাল…. 

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button