সমস্যা এবং সমাধান

ইউটিউব ভিডিও ডাউনলোড করার ৭টি পদ্ধতি

ইউটিউব ভিডিও দুইটি উপায়ে ডাউনলোড করা যায়। আমাদের হয়তো সবসময় ইন্টারনেট সংযোগ থাকেন বা নেট স্পিড কম থাকে এসময় আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়।আমরা  আমাদের পছন্দের ভিডিও গুলো দেখতে পারি না।ইউটিউবে দেখবেন একটি ডাউনলোড অপশন সেখানে ক্লিক করলে আপনার ভিডিও গুলো অফলাইনে সেইভ হয়ে যাবে এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই আপনি পরবর্তীতে দেখতে পারবেন কোন সমস্যা ছাড়াই।

এগুলো ৩০দিনের জন্য সেইভ থাকে। ৩০ দিন শেষ হয়ে গেলে আবার পুনরায় ডাউনলোড করতে হবে।আর একটি উপায় হচ্ছে আপনি ভিডিও গুলো আপনার ডিভাইস স্টোরেজে ডাউনলোড করতে পারবেন।এগুলো যতদিন ইচ্ছে সেখানে রাখতে পারেন।এই আর্টিকেলে আমি সে উপায়টা শেখাবো।

ইউটিউব কি?

ইউটিউব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটর্ফম।ইউটিউবে বৃহৎ সংখ্যক মানুষ সবধরনের বিষয়ে শিক্ষা এবং বিনোদনের জন্য ব্যবহার করে থাকে।ইন্টারনেট স্পীড ধীরগতি সম্পন্ন হলে ভিডিও দেখতে সমস্যায় পড়তে হয় এবং অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই।এ সমস্যা থেকে পরিত্রানের জন্য আমরা সেটা আফলাইনে অথবা ডিভাইস স্টোরেজে ডাউনলোড করে রাখতে পারি। বেশী কথা না বলে চলুন ডাউনলোডের উপায় গুলো শিখে নেই।

ইউটিউব ভিডিও ডাউনলোড করার পদ্ধতি

পদ্ধতি ১ঃ

ইউটিউবে আমরা কোন ভিডিও ওপেন করলে নিচের দিকে একটি ডাউনলোড অপশন দেখতো পাই। সেখানে ক্লিক করলে ভিডিওটি অফলাইনে সেইভ হয়ে যাবে এবং লাইব্রেরী থেকে পরবর্তীতে আমরা ভিডিও গুলো দেখতে পারবো।ইন্টারনেট সংযোগ ছাড়াই।

পদ্ধতি ২ঃ

আপনি যদি ভিডিও গুলো স্টোরেজ ডিভাইসে ডাউনলোড করতে চান তাহলে একটি থার্ড-পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে।snaptube এর জন্য একটি জনপ্রিয় অ্যাপস এটি প্লে-স্টোরে পাবেন না।snaptube.com থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।ইউটিউবের যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেটার ইউআরএল কপি করে এই অ্যাপসে পেস্ট করলে ভিডিটি ওপেন এবং ডাউনলোড করতে পারবেন।snaptube থেকে ইউটিউব ছাড়াও ফেসবুব,টুইটার এবং ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করা যায়।

পদ্ধতি ৩ঃ

আপনি যদি আপনার ডিভাইসে কোন থার্ড-পার্টি অ্যাপস ব্যাবহার করতে না চান তাহলে ইউটিউব লিংক কপি করে en.savefrom.net ওয়েবসাইটে লিংক পেস্ট করে আপনার ডিভাইস স্টোরেজে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি ৪ঃ

এছাড়াও vidmate অ্যাপস ডাউনলোড করে আপনি ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন।vidmate থেকে ইউটিউবে প্রবেশ করলে ভিডিও এর নিচে ডাউনলোড অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করলেই ভিডিওটি আপনার ডিভাইস স্টোরজে ডাউনলোড হয়ে যাবে।

কম্পিউটার / পিসি এর জন্য ডাউনলোডের উপায়ঃ

পদ্ধতি ১ঃ 

VLC media player:  ইউটিউব লিংক কপি করে VLC প্লেয়ারে ওপেন করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

পদ্ধতি ২ঃ

4K VIDEO DOWNLODER: 4k video downloder এর মাধ্যমে ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করতে পারেন।এর জন্য ইউটিউব লিংক কপি করে এই অ্যাপসে ওপেন করে ডাউনলোড করা যাবে।

পদ্ধতি ৩ঃ

WinX Youtube downloder: WinX Youtube downloder এর মাধ্যমে ইউটিউবের যে কোন ভিডিও ডাউনলোড করা যায়।এর জন্য আগের মত ইউটিউব লিংক কপি করে এই অ্যাপসের মাধ্যমে ওপেন করে ডাউনলোড করতে হবে।

এইসব উপায় অনুসরন করলে ইউটিউব ভিডিও ডাউনলোড করা নিয়ে আপনাকে আর কোন ধরনের সমস্যায় পরতে হবে না।খুব সহজেই উপভোগ করতে পারবেন আপনার পছন্দের যে কোন ভিডিও।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button