টেলিটক বাংলাদেশ সরকারের একটি মোবািল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান।এটি দেশের চতুর্থ বৃহৎ মোবাইল অপারেটিং কোম্পানি এর ৫৮ লাখ ২০ হাজার গ্রহক রয়েছে। এটি শহর এলাকা ছাড়াও গ্রাম অঞ্চলেও নেটওয়ার্ক সেবা দিয়ে থাকে।২০০৪ সালে এর যাত্রা শুরু হয়।গ্রহকদের সুবিধার জন্য টেলিটক বিভিন্ন অফার ও স্বল্প মূল্যে কিছু বান্ডেল প্যাক ও দিয়ে থাকে।
টেলিটকের সেবাসমুহঃ
টেলিটক বিভিন্ন ধরণের সেবা প্রদান করে। এসএমএস, ভয়েস এসএমএস, এসএমএস পুশ-পুল সার্ভিস, ফোনে কথা বলা, বিল প্রদান, মোবাইল টিভি, ভিডিও কল, সরকারি চাকরির ফি প্রদান, পাবলিক পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনা এবং ডাটা সার্ভিস, টেলিটিউন, টেলিচারজ,টেলিশপ, মিসড কল এলার্ট, কল ব্লক প্রভৃতি সেবা প্রদান করে থাকে।
২জি, ৩জি, ৪জি মোবাইল ইন্টারনেট বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট (তার বিহীন ব্রডব্যান্ড) সেবা চালু আছে প্রতিষ্ঠানটি। এটি প্রিপেইড, পোস্টপেইড ভিত্তিতে পরিষেবা প্রদান করে থাকে।
টেলিটকের প্যাকেজ সমুহঃ
নতুন ব্যাবহারকারীদের জন্য টেলিটক খুবেই স্বল্প মুল্যে বিভিন্ন প্যাকেজ এবং নূন্যতম রেটে কল ও এসএমএসের সুবিধা দিয়ে থাকে।
ইয়ুথ থিজিঃ
এটি তরুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে।
আগামীঃ
মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্তদের বিনামূল্যে এটি দিয়ে থাকে এবং কলরেট ও এসএমএস চার্জও অতি অল্প।
বর্নমালাঃ
কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের অতি স্বল্প মূল্যে কল এসএমএস ও ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
অপরাজিতাঃ
শুধু নারীদেরকে এ সেবা দিয়ে থাকে যাতে নারীদেরকে স্বাবলম্বী ও তাদের ক্ষমতা নিশ্চিত করতে পারে ।এছাড়াও তাদের আরে কিছু প্যাকেজ রয়েছে এগুলোর বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
টেলিটক এসএমএস অফার
নাম | এসএমএস সংখ্যা | ব্যবহারযোগ্যতা | সময় | মুল্য |
---|---|---|---|---|
এসএমএস | ৯৬ | যেকোন অপারেটরে | ৫ দিন | ১০ টাকা |
- বান্ডলএসএমএস কিনতে প্রিপেইডগ্রাহকরা TS/Ts/tsলিখে 111 নম্বরে পাঠাবেন অথবা ডায়াল করুন *১১১*১০#
- অফার চলাকালীন সময়ে প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা যত খুশি তত বার বান্ডল এসএমএস সাবস্ক্রাইব করতে পারবেন।
- বান্ডল এসএমএস এফএনএফ নম্বরে প্রযোজ্য নয়।
৫ টাকা এসএমএস অফারঃ
২০০এসএমএস(শুধু টেলিটক অপারেটরে)
মেয়াদ-৩ দিন
কেনার কোড-*১১১*১০#
টেলিটক ১০০০ এসএমএসঃ
মূল্য-৪৪ টাকা
মেয়াদ-৩০ দিন
কেনার কোডঃ *১১১*৪৪#
এসএমএস ব্যালেন্স চেক- *১২৫#
এছাড়াও বিভিন্ন এসএমএস অফার তারা ক্ষুদে বার্তা দিয়ে জানিয়ে থাকে।