টেলিকমটেলিটক

টেলিটক বন্ধ সিম অফার 2021

টেলিটকে বন্ধ থাকা সিমে ফিরে আসলে টেলিটক দিচ্ছে আকর্ষণীয় অফার ।
টেলিটক একমাত্র বাংলাদেশের সরকারি মোবাইল অপারেটর কোম্পানি । টেলিটকে সবসময় স্পেশাল কলরেট ও স্পেশাল দামে ইন্টারনেট পাওয়া যায় । তার জন্য টেলিটক সকল শ্রেণীর মানুষের কাছে একটি  পছন্দের মোবাইল অপারেটর কোম্পানি ।আজকে আমি টেলিটক বন্ধ সিমের অফার গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

টেলিটক বন্ধ সিম অফার সম্পর্কে বিস্তারিত জানতে আমার নিবন্ধনটি মনোযোগ পড়ুন । টেলিটক বন্ধ সিম অফার পেতে হলে আপনার সিমটি অবশ্যই তিন মাস বা তারও বেশি সময় বন্ধ থাকতে হবে । তাহলে আপনার সিমটি টেলিটক বন্ধ সিম অফারের আওতায় আসবে ।

টেলিটক বন্ধ সিম অফার চেক

 কিভাবে টেলিটক বন্ধ সিম অফার চেক করব? এটি একটি খুবই কমন প্রশ্ন । এই প্রশ্নটি প্রায় সকলেই করে থাকে । কিভাবে জানব আমার সিমটি বন্ধ সিমের আওতাভুক্ত হয়েছে কিনা ?
আপনি আপনার সিমটি দুইভাবে বন্ধ সিম অফার এর আওতায় পড়েছে কিনা  তা চেক করতে পারবেন ।

  • একটি হলো যে কোন টেলিটক নাম্বার থেকেঃ টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনার বন্ধ থাকা নাম্বারটি লিখে পাঠাতে হবে ১১২ নাম্বারে ।
  • অন্যটি যেকোনো নাম্বার থেকেঃ যে কোন মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে <AUG> <number> এবং পাঠাতে হবে ১১২  নাম্বারে । যেমনঃ AUG 0155xxxxxxx send to 112
  • আপনি যদি টেলিটক বন্ধ সিম অফার এর আওতায় থাকেন তাহলে নিম্নোক্ত অফার গুলো উপভোগ করতে পারবেন ।

টেলিটক বিন্ধ সিমে ১৮ টাকায় ২ জিবি অফার

টেলিটক বন্ধ সিম অফারে ১৮ টাকায় ২ জিবি দিচ্ছে । নিতে হলে আপনাকে জাস্ট ১৮ টাকা রিচার্জ করতে হবে । এর সাথে পাবেন স্পেশাল   কলরেট ও মিনিট ।

  • মূল ব্যালেন্স ১৮ টাকা ।
  • ১৮ টাকায় ২ জিবি ।
  • ব্যবহারের সময় ৭ দিন ।
  • ইন্টারনেট ব্যবহার করা যাবে ২৪ ঘন্টায় ।
  • ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *152#
  • ২০ মিনিট , মেয়াদ ৩ দিন ।
  • ৪৫ পয়সা কল রেট যে কওন নাম্বারে, মেয়াদ ৩০ দিন ।

টেলিটক বিন্ধ সিমে ২৩ টাকা রির্চাজ অফার

 এছাড়া টেলিটক বন্ধ থাকা সিমে ফিরে আসলে পাচ্ছেন ২৩ টাকা (একবার) রিচার্জে করলে  (১২ মাসে সর্বোচ্চ ১২ বার) ২gb করে ডাটা পাবেন । যার মেয়াদ থাকবে সাত দিন ।

  • রিচার্জকৃত ২৩tk গ্রাহকের মূল ব্যালেন্সে জমা থাকবে ।
  • 45 পয়সা পার সেকেন্ড কলরেট যার মেয়াদ ১ মাস ।
  • ২জিবি ইন্টারনেট ।

টেলিটক বন্ধ সিমে ১,২,৩ জিবি অফার

টেলিটক বন্ধ সিম অফার এছাড়াও থাকছে নিম্নোক্ত অফারসমূহ যেগুলো রিচার্জ করলে একটিভ হয়ে যাবে ।

পরিমান রির্চাজ পরিমান মেয়াদ
১ জিবি ৪৫ টাকা ১ মাস
২ জিবি ৭৭ টাকা ৩০দিন
৩ জিবি ৩৮ টাকা ৭ দিন

এতক্ষণের আলোচনায় আপনাদের কোন বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন জানাতে পারেন । এতক্ষণ সময় নিয়ে আমার নিবন্ধনটি পড়ার জন্য, ধন্যবাদ ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button