বাংলালিংক বন্ধ সিম অফার 2021
বাংলালিংক ফিরে আসতেই পাচ্ছেন আকর্ষণীয় অফার । হ্যা বন্ধুরা , আপনারা ঠিকই অনুমান করছেন আজকে আমি বাংলালিংক বন্ধ সিম অফার নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
বাংলালিক বন্ধ সিম চালু করলে পাবেন ৩ জিবি ইন্টারনেট মাত্র ৪৯ টাকায় । এছাড়াও আছে আর আকর্ষণী কলরেট চলুনা কথা না বাড়িয়ে মূল কথায় যাই । বাংলালিংক বন্ধ সিম অফার পেতে হলে আপনার সিমটাকে বন্ধ সিম অফারের আওতায় থাকতে হবে । সাধারণত কোন সিম যদি তিন মাসের বেশি সমায় ধরে বন্ধ থাকে তবে সেই সিমটা বন্ধ সিম আওতায় থাকে বলে ধরে নেওয়া হয় ।
বাংলালিংক বন্ধ সিম অফার পরীক্ষা
বাংলালিংক বন্ধ সিম অফারের পরিক্ষা দুই ভাবে করা যায় ।
- এসএমএস এর মাধ্যমে ।
- ইউএসএসডি কোড ব্যবহার করে ।
আমি দুই প্রকার নিয়ে আলোচনা করব । এসএমএস পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি ।পদ্ধতিতে আপনি যে কোন বাংলালিংক সিম থেকে আপনার কাংখিত সিমের বন্ধ সংযোগ পরীক্ষা করতে পারেন । কোন চার্জ লাগবে না । এর জন্য আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন নাম্বার (যে নাম্বারে অফার চেক করবেন) এবং পাঠিয়ে দিন 4343 নাম্বরে । উদাহরণঃ 019456XXXXX sent it 4343 .
ইউএসএসডি কোড ব্যবহার করে সহজে আপনি পেতে পারেন ডায়াল করুন *১২১* ২০০# উত্তরে আসবে আপনার সিমটি বন্ধ সঞ্জগ এর আওতায় আছে কিনা ।
বাংলালিংক বন্ধ সিম অফার
আপনি এক নজরে দেখে নিতে পারন বাংলালিংক বন্ধ সিম অফার সকল অফার ।
প্যাকেজের নাম | রিসার্চ অথবা ইউএসএসডি কোড
|
ব্যবহারের সময় সীমা এবং
পরিমান |
ব্যালেন্স চেক
|
ফেসবুক | *১২১*২০০# | ১ জিবি ৭ দিন | নাই |
ইন্টারনেট | রিচার্জ ৪৯ টাকা আথবা ডায়াল *১৩২*৯৪৯# | ৩ জিবি ৭ দিন | *৫০০০*৫০০# |
স্পেশাল কলরেট | রিচার্জ ৪৯ টাকা | 1 পয়সা প্রতি সেকেন্ড( যে কোন অপারেটরে ১৫ দিন । | *১২৪# |
সুপার কলরেট | রিচার্জ ৩৯ টাকা | 54 পয়সা প্রতি মিনিট যেকোন অপারেটরে । ১৫ দিন । | *১২৪# |
স্পেশাল মিনিট অফার | রিচার্জ ৪৭ টাকা আথবা *১২১*২০০# | 70 মিনিট যেকোনো অপারেটরে । ১৫ দিন । | *১২৪*৩০০# |