বাংলালিংক

বাংলালিংক বন্ধ সিম অফার 2021

বাংলালিংক ফিরে আসতেই পাচ্ছেন আকর্ষণীয় অফার । হ্যা বন্ধুরা , আপনারা ঠিকই অনুমান করছেন আজকে আমি বাংলালিংক বন্ধ সিম অফার নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।

বাংলালিক বন্ধ সিম চালু করলে পাবেন ৩ জিবি ইন্টারনেট মাত্র ৪৯ টাকায় । এছাড়াও আছে আর আকর্ষণী কলরেট চলুনা কথা না বাড়িয়ে মূল কথায় যাই । বাংলালিংক বন্ধ সিম অফার পেতে হলে আপনার সিমটাকে বন্ধ সিম অফারের আওতায় থাকতে হবে । সাধারণত কোন সিম যদি তিন মাসের বেশি সমায় ধরে বন্ধ থাকে তবে সেই সিমটা বন্ধ সিম আওতায় থাকে বলে ধরে নেওয়া হয় ।

বাংলালিংক বন্ধ সিম অফার  পরীক্ষা

বাংলালিংক বন্ধ সিম অফারের পরিক্ষা দুই ভাবে করা যায় ।

  1. এসএমএস এর মাধ্যমে ।
  2. ইউএসএসডি  কোড ব্যবহার করে ।

আমি দুই প্রকার নিয়ে আলোচনা করব । এসএমএস পদ্ধতি খুবই জনপ্রিয় পদ্ধতি ।পদ্ধতিতে আপনি যে কোন বাংলালিংক সিম থেকে আপনার কাংখিত সিমের বন্ধ সংযোগ পরীক্ষা করতে পারেন । কোন চার্জ লাগবে না ।  এর জন্য আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন নাম্বার (যে নাম্বারে অফার চেক করবেন) এবং পাঠিয়ে দিন 4343 নাম্বরে । উদাহরণঃ 019456XXXXX sent it 4343 .

ইউএসএসডি  কোড ব্যবহার করে সহজে আপনি পেতে পারেন ডায়াল করুন *১২১* ২০০#  উত্তরে আসবে আপনার সিমটি বন্ধ সঞ্জগ এর আওতায় আছে কিনা ।

বাংলালিংক বন্ধ সিম অফার

আপনি এক নজরে দেখে নিতে পারন বাংলালিংক বন্ধ সিম অফার সকল অফার ।

প্যাকেজের নাম রিসার্চ অথবা ইউএসএসডি কোড

 

ব্যবহারের সময় সীমা এবং

পরিমান

ব্যালেন্স চেক

 

ফেসবুক *১২১*২০০# ১ জিবি  ৭ দিন নাই
ইন্টারনেট রিচার্জ ৪৯ টাকা আথবা ডায়াল *১৩২*৯৪৯# ৩ জিবি  ৭ দিন *৫০০০*৫০০#
স্পেশাল কলরেট রিচার্জ ৪৯ টাকা 1 পয়সা প্রতি সেকেন্ড( যে কোন   অপারেটরে       ১৫ দিন । *১২৪#
সুপার কলরেট রিচার্জ ৩৯  টাকা 54 পয়সা প্রতি মিনিট যেকোন অপারেটরে । ১৫ দিন । *১২৪#
স্পেশাল মিনিট অফার রিচার্জ ৪৭  টাকা আথবা *১২১*২০০# 70 মিনিট যেকোনো অপারেটরে ।  ১৫ দিন  । *১২৪*৩০০#

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button