স্কাই লাইন বাসের কাউন্টার নাম্বার, লোকেশন, রুট ম্যাপ, ভাড়া এবং সময়সূচী 2022

সড়কপথে রাজত্ব দেখানো বাসের নাম হচ্ছে স্কাই লাইন বাস সার্ভিস . সড়ক পথে বিমানের ছোঁয়া পেতেই স্কাই লাইন পরিবহনের সেবা সন্তোষজনক অবস্থানে রয়েছে. স্কাই লাইন পরিবহন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাস সার্ভিস. দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন রূপ এসি এবং ননএসি বাস নিয়মিত পরিষেবা দিয়ে আসছে. এর বৈশিষ্ট্য যাত্রীদের ভালো মানের সার্ভিস দেওয়া. অনলাইনে এবং অফলাইনে টিকিট কাটার সিস্টেম রয়েছে এখানে.
যে সকল সম্মানিত যাত্রী মহোদয় নিয়মিত স্কাই লাইন পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে তাদের জন্য স্কাই লাইন পরিবহনের কাউন্টার নাম্বার সহ সকল তথ্য নিম্নে উপস্থাপন করা হয়েছে.
উল্লেখ্য যে, আমরা এখানে স্কাই লাইন পরিবহনের সকল শাখা কাউন্টারের মোবাইল নাম্বার রুট ম্যাপ লোকেশন ভাড়া এবং সুবিধাদি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে এখানে আপলোড করেছি.
সুতরাং চলুন তাহলে স্কাই লাইন পরিবহনের সমস্ত তথ্য অনলাইনে টিকিট কাটার সিস্টেম এবং টিকিট বাতিল করার প্রক্রিয়া সহ যাবতীয় বিষয় জেনে আসি.
স্কাই লাইন বাসের সুবিধা সমূহ (এসি এবং ননএসি)
- প্রকৃত সময় মেনটেন করে
- অনলাইনে টিকিট কাটার সিস্টেম রয়েছে > shohoz.com থেকে
- কোন কারণে টিকিট বাতিল করা যায়.
- ব্যাগ এবং লাগেজ পরিবহনের ব্যবস্থা রয়েছে
- দ্রুতগামী
- পানি সরবরাহ করা হয়.
- এসি বাসে কম্বলের ব্যবস্থা রয়েছে ইত্যাদি.
স্কাই লাইন বাসের কাউন্টারের মোবাইল ও ফোন নাম্বার
স্কাই লাইন পরিবহনের মাধ্যমে যাত্রা করতে হলে বা অগ্রিম টিকিট বুকিং করতে হলে অথবা টিকিট বাতিল করা সিদ্ধান্তে উপনীত হলে তাদের কাউন্টার এর মোবাইল নাম্বার এ ফোন করে পরিষেবা পাওয়া যায়.
যে সকল গুরুত্বপূর্ণ ভিজিটর স্কাই লাইন পরিবহনের কাউন্টারের নাম্বার লোকেশন এবং চলাচলের রুট সম্পর্কে জানেন না তারা অতি সহজেই নিচের রিডিং থেকে তথ্যগুলো জানতে পারবেন.
অনলাইনে টিকিট কাটার সিস্টেম 2021
স্কাই লাইন পরিবহন কোন কোন রুটে চলাচল করে?
- ঢাকা
- ঝিনাইদহ-
- মাগুরা
ঢাকা জেলার কাউন্টার সমূহ
কল্যানপুর বাস স্টেশন কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01710-248412.
গাবতলী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা জেলা শহর, ফোনঃ 01771-759005.
ঝিনাইদাহ জেলার কাউন্টার সমূহ
শৈলকুপা বাস স্টেশন কাউন্টার, ঝিনাইদাহ জেলা, ফোনঃ 01719-969451.
ঝিনাইদহ বাস স্টেশন কাউন্টার, ঝিনাইদাহ জেলা শহর, ফোনঃ 01724-794702.
মাগুরা জেলার কাউন্টার সমূহ
মাগুরা বাস স্ট্যান্ড কাউন্টার, মাগুরা জেলা, ফোনঃ 01746-242340.
সবশেষে আমরা আশা করছি যে আনন্দ স্কাই লাইন বাসের সমস্ত তথ্য আপনারা পেয়ে গেছেন. পেয়েছেন এছাড়া এ ছাড়াও আরো আরও যদি কোন তথ্যের প্রয়োজন হয় তাহলে এই ওয়েবসাইটটির নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন.