শিক্ষা

এইচ এস সি রেজাল্ট ২০২২ প্রকাশ; HSC Live Result- 2022

আজ 13 ফেব্রুয়ারি 2022 সকাল 10 ঘটিকার সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল হবে এইচ এস সি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে. এবছর সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 14 লক্ষ.  করোনাভাইরাস পরিস্থিতির কারণে তিনটি বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় . জেএসসি এবং এসএসসি  ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ  ফলাফল প্রকাশ করা হবে.

সুপ্রিয়! এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী বন্ধুরা ও অভিভাবকগণ। আপনারা হয়তো সকলেই এইচএসসি রেজাল্ট কবে দিবে এই সংক্রান্ত প্রশ্নের উত্তর নিয়ে খুব চিন্তিত। হ্যাঁ চিন্তা হবেই স্বাভাবিক, বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির কারণে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তারপরেও এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে । সেই রেজাল্ট অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে । কিন্তু সেটাও বুঝলাম, এখন রেজাল্ট সহজে কিভাবে দেখব এবং মার্কশিট কিভাবে ডাউনলোড করব এই সমস্ত প্রশ্ন নিয়ে আপনারা চিন্তিত । আমার এই পোস্টটি পড়লে আপনি এই সমস্ত প্রশ্নের সকল উত্তর পাবেন।

এইচ এস সি রেজাল্ট 2022

আমরা আগে বলেছি, এবছর করোনা ভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।এইচএসসি পরীক্ষার্থী সকলে অটো পাস করেছে। এবং তাদের ফলাফল জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর।এক্ষেত্রে বলে রাখা ভাল জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা থেকে 30 পার্সেন্ট নম্বর এবং এইচএসসি জিপিএ থেকে 70 পার্সেন্ট নম্বর নিয়ে এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা করেছে বাংলাদেশ সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি কিছুদিন আগের ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা বলেছিল। কিন্তু তার অবসান ঘটিয়ে 2020 সালের এইচএসসি রেজাল্ট আজ শনিবার 30 শে জানুয়ারি 2021 প্রকাশ করা হয়েছে

এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব?

এইচএসসি রেজাল্ট বিভিন্নভাবে আপনি দেখতে পারবেন। এইচএসসি রেজাল্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত। আপনি মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এইচএসসি রেজাল্ট 2022 সরাসরি দেখতে পারবেন। নিচে আমার পোস্টে এইচএসসি দেখার লিংক টি সংযুক্ত থাকবে আপনি এখান থেকে এইচএসসি রেজাল্ট 2022 দেখতে পারবেন।সরাসরি রেজাল্ট দেখার লিংক আমার পোস্টে দেওয়া আছে, আপনি এইচএসসি রেজাল্ট 2022 দেখে নিতে পারবেন। http://www.educationboardresults.gov.bd/

মোবাইল থেকে এইচএসসি রেজাল্ট 2022

এছাড়াও আপনি আপনার মোবাইল থেকে এইচএসসি রেজাল্ট 2022 দেখতে পাবেন। বাংলাদেশের যে কোন অপারেটর থেকে এইচএসসি রেজাল্ট দেখা যাবে। সেক্ষেত্রে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এইচএসসি, বোর্ডের প্রথম তিন অক্ষর তারপরে স্পেস দিয়ে রোল, এবং স্পেস দিয়ে পাসের সাল, তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে । যেমনঃ HSC<> DIN<>ROLL<>YEAR and sent to 16222

HSC<> DIN<>123456<>2022    sent to 16222

বিভিন্ন শিক্ষাবোর্ডের শর্টকোড

  • DHA = Dhaka Board
  • BAR = Barisal Board
  • SYL = Sylhet Board
  • COM = Comilla Board
  • CHI= Chittagong Board
  • RAJ = Rajshahi Board
  • JES = Jessore   Board
  • DIN = Dinajpur Board
  • MAD = Madrasah Board

অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

অনলাইনে এসএসসি রেজাল্ট লেখার জন্য আপনাকে প্রদত্ত লিংকে গিয়ে ক্লিক HSC result 2020 করলেই আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন।ওয়েবসাইটটি দেখতে হুবহু নিচে প্রদত্ত ছবিটির মত।

সেখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে, তারপর বছর অর্থাৎ এ বছরের পরীক্ষার জন্য 2022 সিলেক্ট করে দিতে হবে অথবা অটোমেটিকলি সিলেক্ট থেকে যেতে পারে। তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এর ঘরের রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। নিচে প্রদত্ত দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন সেই সংখ্যা দুটির যোগফল প্রদত্ত ঘরে। তারপর submit বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।

#HSC result 2022 দ্রুত দেখুন সরকারি ওয়েবসাইটে

 

 

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button