শিক্ষা

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ পরিবর্তিত রুটিন- কোন পর্বে কোন জেলার পরীক্ষা দেখে নিন

প্রাথমিক সরকারি বিদ্যালয় প্রাইমারি অ্যাসিসটেন্ট টিচার নিয়োগ ২০২০ সালের সার্কুলার মোতাবেক যারা অনলাইনে আবেদন জমা দিয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২  এর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে।  ঘোষণাপত্র অনুযায়ী পাঁচটি পড়বে বাংলাদেশের 64 টি জেলার পরীক্ষা রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে। এবছর ৩২৫৭৭  টি পদের বিপরীতে 10 লাখের বেশি পরীক্ষার্থী- পরীক্ষার্থীনি লিখিত পরীক্ষার জন্য আবেদন জমা দিয়েছেন। 

সুতরাং,  চলুন তাহলে দেখে নেয়া যাক  প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা  2022 এর প্রথম পর্বের জেলাসমূহ, দ্বিতীয় পর্বের জেলা সমূহের তালিকা, তৃতীয় পর্বের জেলা সমূহের তালিকা, চতুর্থ পর্বের জেলা সমূহের তালিকা এবং পঞ্চম পর্বের জেলা সমূহের তালিকা। 

উল্লেখ্য যে,  এবছর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা রাজধানী ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনে দুই দফা করে অর্থাৎ সকাল:১০-১১টা এবং দুপুর ৩.০০-৪.০০ টা দুই শিডিউলে পরীক্ষা হবে।Mcq আকারে পরীক্ষা ৮০ নম্বরের মধ্যে হবে এবং 20 নম্বর বরাদ্দ থাকবে ভাইভার জন্য।

প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষা ২০২২ তারিখ

প্রাথমিক  শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022 সালের এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামী এপ্রিল ২২, ২০ মে ও 3 মে তারিখে  অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি)  মুহাম্মদ আলমগীর। কিন্তু, এই পরীক্ষা ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

dpe job exam

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ পরিবর্তিত রুটিন

অনিবার্য কারনবশতঃ  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা ৮ এপ্রিল এর  পরিবর্তে আগামী ২২ এপ্রিল, ২০২২  তারিখ অনুষ্ঠিত হতে পারে।

প্রাথমিক শিক্ষক MCQ পরীক্ষার তারিখ:  এপ্রিল 2022

  1. প্রাথমিক সহকারী শিক্ষক  ১ম পর্বের  পরীক্ষা ২২ এপ্রিল (শুক্রবার) ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে।
  2. প্রাথমিক সহকারী শিক্ষক ২য় পর্বের  পরীক্ষা 20 May (শুক্রবার) 2022 তারিখে অনুষ্ঠিত হবে।
  3. প্রাথমিক সহকারী শিক্ষক ৩য় পর্বের  3 June (শুক্রবার) 2022 এ অনুষ্ঠিত হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস ২০২২

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারন জ্ঞান ( বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়) ৮০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।  যেখানে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সুতরাং ভাইভা ( ২০ মার্ক) এবং লিখিত (৮০ মার্কস)  মিলে মোট নম্বর= ১০০

  • বাংলা= ২০
  • ইংরেজি= ২০
  • গণিত= ২০
  • সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী= ১০
  • সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী= ১০

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত সাজেশন ২০২২ দেখে নিন

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্বের জেলার তালিকা

১ম পর্বে ২২টি জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪টি জেলার সবকটি উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ৫০৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম পর্বে অনুষ্ঠিত হবে জেলার সকল উপজেলার পরীক্ষাগুলো হল-

  1. চাঁপাইনবাগঞ্জ জেলাঃ সকল উপজেলা
  2. মাগুরা জেলাঃ সকল উপজেলা
  3. শেরপুর জেলাঃ সকল উপজেলা
  4. গাজীপুর জেলাঃ সকল উপজেলা
  5. নরসিংদী জেলাঃ সকল উপজেলা
  6. মানিকগঞ্জ জেলাঃ সকল উপজেলা
  7. ঢাকা জেলা: সব উপজেলা
  8. মাদারীপুর জেলাঃ সকল উপজেলা
  9.  মুন্সীগঞ্জ জেলাঃ সকল উপজেলা
  10. লক্ষ্মীপুর জেলাঃ সকল উপজেলা
  11. ফেনী জেলাঃ সকল উপজেলা
  12. চট্টগ্রাম জেলা: সব উপজেলা
  13. মৌলভীবাজার জেলাঃ সকল উপজেলা
  14. লালমনিরহাট জেলা: সব উপজেলা
  15. সিরাজগঞ্জ জেলা: উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজিপুর
  16. যশোর জেলা: ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা,
  17. ময়মনসিংহ জেলা: ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাটা, ঈশ্বরগঞ্জ
  18. নেত্রকোনা জেলা: আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া
  19. কিশোরগঞ্জ জেলা: অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদী
  20. টাঙ্গাইল জেলা: টাঙ্গাইল সদর, ভূঞাপুর, দেলদুয়ার, ধনবাড়ী, ঘাটাইল, গোপালপুর
  21. কুমিল্লা জেলা: বড়ুয়া, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, কুমিল্লা সদর, মেঘনা, দাউদকান্দি।
  22. নোয়াখালী জেলা: কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমারী ও সুবর্ণচর।

পরীক্ষার তারিখঃ ২২ এপ্রিল, ২০২২ ( শুক্রবার )

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্বের জেলার তালিকা

২য় পর্বের জন্য সম্ভাব্য জেলার তালিকাঃ

প্রাথমিক বিদ্যালয়ের ২য় ধাপের নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলার তালিকা ২০২২

 

পরীক্ষার তারিখঃ ২০ মে , ২০২২ ( শুক্রবার )

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় পর্বের জেলার তালিকা

৩য় পর্বের জন্য সম্ভাব্য জেলার তালিকাঃ

প্রাথমিকের ৩য় ধাপের নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলার তালিকা 2022

 

পরীক্ষার তারিখঃ 3 June ২০২২ ( শুক্রবার )

 

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button