নোরা ফাতেহি ৬ ফেব্রুয়ারি ১৯৯২ সালে টরেন্ট,অন্টেরিও কানাডায় জন্মগ্রহন করেন।একজন কানাডিয়ান,নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ‘হৃদয়ে ভারতীয়’ বলে নিজেকে অভিহিত করে থাকেন।রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল।
তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪ তম দিনে পর্যন্ত ছিলেন।তিনি তার লাস্যময়ী নৃত্য ও ক্ষৃপ্ত গতির পারফারমেন্সের কারনে বলিউড প্রেমীদের মন জয় করে নিয়েছেন।তিনি ২০২০ সালে জি সিনেমা অ্যাওয়ার্ড লাভ করেন।
নোরা ফাতেহি ব্যক্তিগত পরিচয়-
নামঃ নোরা ফাতেহি
জন্মঃ ৬ ফ্রেবরুয়ারী,১৯৯২
জন্মস্থানঃ টরেন্ট,অন্টেরিও,কানাডা
বয়সঃ ২৯ বছর > 2021
ধর্মঃ ইসলাম
বিবাহিত অবস্থাঃ অবিবাহিত
পছন্দের নায়কঃ অমিতাব বচ্চন,হৃতিক রশন,রাজ কুমার রাও।
অধ্যায়নঃ ইর্য়ক ইউনির্ভাসিটি।
নোরা ফাতেহি কর্মজীবনঃ
রোয়ারঃ টাইগার অব দ্যা সুন্দরন মুভিতে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউড চলচ্চিত্রে প্রবেশ করেন।এছাড়াও তিনি তেলেগু মুভিতেও অভিনয় করেন।বাহুবলী কিক মুভিতে আইটেম গানে তিনি পারফারমেন্স করেন।ইমরান হাশমীর মি. এক্স মুভিতেও নোরা অভিনয় করেন।২০১৫ সালের জুনে তিনি তেলুগু চলচ্চিত্র শের এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।
২০১৫ সালের আগস্টে তিনি আরেকটি তেলুগু চলচ্চিত্র লোফার-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।সে বছরের নভেম্বরে তিনি উপ্রি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন।এবিসিডি ২ মুভিতেও নোরা পারর্ফারমেন্স করেন।নোরা ফাতেহির মাতৃভাষা ইংরেজি হলেও তিনি হিন্দি, আরবি ও ফারসী ভাষায় কথা বলতে পারেন।
নোরা ফাতেহি অভিনিত চলচ্চিত্রঃ
- রোয়ার: টাইগার্স অব দ্য সুন্দরবনস -ভাষা > হিন্দি, চরিত্র > সিজে
- ক্রেজি কুক্কাড় ফ্যামিলি -ভাষা > হিন্দি, চরিত্র > অ্যামি
- টেম্পার তেলুগু -‘ইত্তাগে রেচ্চিপোদাম’ গানে বিশেষ উপস্থিতি
- মি. এক্স -ভাষা > হিন্দি, চরিত্র > বিশেষ উপস্থিতি
- ডাবল ব্যারেল – ভাষা মালয়লাম, চরিত্র > বিশেষ উপস্থিতি
- বাহুবলী: দ্য বিগিনিং -তেলেগু/তামিল
- ‘মনোহরী’ গানে বিশেষ উপস্থিতি
- কিক ২ তেলুগু গানে বিশেষ উপস্থিতি
- শের
- লোফার
- রকি হ্যান্ডসাম -হিন্দি -‘রক দ্য পার্টি’ গানে বিশেষ উপস্থিতি।
- উপ্রি -তেলুগু / তামিল নেমালি ‘দূর নাম্বার’ গানে বিশেষ উপস্থিতি।
- মাই বার্থডে সং – হিন্দি -স্যান্ডি
- সত্যমেভ জয়তে ‘দিলবার’ গানে বিশেষ উপস্থিতি।
- স্ত্রী -কামারিয়া গানে বিশেষ উপস্থিতি।
- কায়ামকুলাম কচুনি -মালয়ালাম
- ‘ন্রিথাগীথিকালেন্নুম ‘ গানে বিশেষ উপস্থিতি
- ভারত -হিন্দি, – চরিত্র > সুসান
- বাটলা হাউস – হিন্দি – ‘সাকি সাকি’গানে বিশেষ উপস্থিতি।
- মারজাভান -হিন্দি -আইটেম গানে বিশেষ উপস্থিতি।
- স্ট্রিট ড্যান্সার -হিন্দি, চরিত্র > -মিয়া
নোরা ফাতেহি রিলেশনশিপঃ
নোরা ফাতেহির ভারুন ঘুমান নামের এক বডি- বিল্ডারের সাথে সম্পর্ক ছিলো। অঙ্গাদ বেদী তার এক্স -বয়ফ্রেন্ড ছিলেন তিনি একজন মডেল ও টিভি অভিনেতা।তার প্রিন্স নেরুলার সাথেও সম্পর্ক ছিলো তিনি একজন টিভি পার্সোনালিটি।
নোরা ফাতেহি নতুন গানঃ
- ইলিগাল ওয়েপন
- বেজুবা
- নাচি-নাচি
- হিন্দুস্তানী
- নাচ মেরি রানী
- ছোর দেঙ্গেে