ভ্রমন

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 2022, টিকেট ও ভাড়ার তালিকা

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের রেল পরিবহন এর একটি আন্তঃনগর ট্রেন । এটি ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরের সীমান্তবর্তী জেলা নীলফামারীর চিলাহাটি স্টেশন পর্যন্ত চলাচল করে । এটিই বাংলাদেশের দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন । প্রথমে নীলফামারী থেকে ক্যান্টনমেন্ট স্টেশনে চলাচল করত পরে এটি চিলাহাটি পর্যন্ত বর্ধিত করা হয় । আজকে আমি এই অনুচ্ছেদে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সব খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব ।আপনি যদি নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকল বিষয়ে জানতে চান তাহলে অনুচ্ছেদটির সঙ্গে থাকুন।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের সবচেয়ে বিলাসবহুল ট্রেন গুলোর মধ্যে একটি এই ট্রেনটিতে শোভন, শোভন চেয়ার,   প্রথম  সিট , প্রথম বার্থ, স্নিগ্ধা ,এসি বার্থ রয়েছে । আমি এই আনুচ্ছদে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটির সমায় সুচী, টিকিট মূল্য তালিকা, বিরতি স্টেশনএর  সমায় সুচী ,এবং ছুটির দিন নিয়ে  বিস্তারিত আলোচনা করবঃ

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নিলসাগর এক্সপ্রেস ঢাকা থেকে চিলাহাটি যাতায়াত করে  ।ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার সময় ট্রেনটি ঢাকা কমলাপুর রেলস্টেশনে  সকাল  ৬:৪০ ছেড়ে যায়  । চিলাহাটি স্টেশনে পৌঁছার দুপুর ৩ঃ০৫ মিনিটে  ।অপরদিকে চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে রাত ৮ঃ০০ এবং ঢাকা পৌঁছায় ভোর পাঁচটা ৫:৩০ মিনিটে । ঢাকা থেকে চিলাহাটি যাওয়ার সময় এটি সোমবার বন্ধ থাকে অপরদিকে চিলাহাটি থেকে ঢাকা যাওয়ার সময় এটি রবিবার বন্ধ থাকে ।

নীলসাগর এক্সপ্রেস

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী

ট্রেনটি ঢাকা থেকে নীলফামারী যাওয়ার সময় এবং এখান থেকে ঢাকা আসার সময় স্টেশনগুলোর নাম দেওয়া হবে

Related Articles
বিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৬৫)চিলাহাটি থেকে (৭৬৬)
বিমান বন্দর০৭ঃ০৭০৪ঃ৫৩
জয়দেবপুর০৭ঃ৩৩০৪ঃ২৭
বঙ্গবন্ধু সেতু০৯ঃ০০০৩ঃ১০
মুলাডুলি১০ঃ৩৯০১ঃ৪৫
নাটোর১১ঃ১৬০০ঃ৩৩
আহসানগঞ্জ১১ঃ৪০২৩ঃ৪৫
সান্তাহার১২ঃ১৫২৩ঃ৩০
আক্কেলপুর১২ঃ৪০২৩ঃ০১
জয়পুরহাট১৩ঃ০৪২২ঃ৪৫
বিরামপুর১৩ঃ৩৬২২ঃ১৪
ফুলবাড়ি১৫ঃ৫০২২ঃ০০
পার্বতীপুর১৪ঃ১৫২১ঃ৪০
সৈয়দপুর১৪ঃ৪২২১ঃ০৩
নীলফামারী১৫ঃ০৫২০ঃ৩৯
ডোমার১৫ঃ২৪২০ঃ২১
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
আসন বিভাগটিকেটের মূল্য
শোভন৩৬০ টাকা
শোভন চেয়ার৪৩৫ টাকা
প্রথম সিট৫৭৫  টাকা
প্রথম বার্থ৮৬৫ টাকা
স্নিগ্ধা৭২০ টাকা
এসি বার্থ১২৯৫ টাকা

Show More

মোঃ জাহিদুল ইসলাম

আমি মোঃ জাহিদুল ইসলাম । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button