আপনি যমুনা ফিউচার পার্কে যেতে চাইলে অবশ্যই বন্ধের দিনগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ন।তা না হলে আপনাকে ফিরে আসতে হবে অথবা আপনার সারাদিনের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।এই আর্টিকেলে আমি যমুনা ফিউচার পার্ক বন্ধের দিন, টিকেটের মুল্ল, সাপ্তাহিক বন্ধের দিনসহ পরিপূর্ণ শিডিউল আপনাদের জানাবো।
যমুনা ফিউচার পার্ক কোথায়?
KA-244, Kuril, Progoti Shoroni, Dhaka
যমুনা ফিউচার পার্ক কিভাবে যাব?
ঢাকা শহরের যেকোন স্থান থেকে কুড়িল বিশ্বরোড এসে বাস, সিএনজি অথবা রিকশা যোগে যমুনা ফিউচার পার্ক যেতে পারবেন। এছাড়া ঢাকার বিভিন্ন স্থান হতে প্রগতি সরণি/বাড্ডা/বারিধারা হয়ে গমনকারী যেকোন বাসে এই শপিং এর সামনে নেমে যেতে পারবেন।
যমুনা ফিউচার পার্কঃ
যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ শপিংমল।আয়তনে এটি দক্ষিন এশিয়ার সবচেয়ে বড় বিপনী কেন্দ্র হিসেবে পরিচিত।এটি যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান, ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।
যমুনা ফিউচার পার্ক ঢাকা শহরে অভিজাত এলাকায় অবস্থিত এর পাশে রয়েছে কুড়িল ফ্লাইওভার,গুলশান,বারিধারা,প্রগতি সারনী।শাহজালাল বিমান বন্দর ও এর কাছেই।এখানে আনন্দ বিনোদনের জন্য রয়েছে সিনেমা হল অভিজাত রেস্টুরেন্ট এছাড়া ইনডোর গেইমের ব্যবস্থা ও রয়েছ আর কেনাকাটা তো আছেই।এখানে গেলে আপনি মানসস্মত ও সুন্দর একটি সময় কাটাতে পারবেন।
যমুনা ফিউচার পার্কের সিডিউলঃ
আমরা অনেকেই হয়তো জানিনা যমুনা ফিউচার পার্ক কবে কবে বন্ধ থাকে তাই আমাদের অনেক সময় সমস্যায় পরতে হয় অথবা সেখানে গিয়ে ফিরে আসতে হয়।এখন আমি আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের সিডিউলটা জানাবো-
যমুনা ফিউচার পার্ক অফ-ডেঃ
যমুনা ফিউচার পার্ক সাধারনত দুই দিন রবিবার ও সোমবার বন্ধ থাকে।
রবিবারঃ সারাদিন বন্ধ থাকে।
সোমবারঃ অর্ধেক দিন বন্ধ থাকে।
যমুনা ফিউচার পার্ক সাপ্তাহিক বন্ধঃ
যমুনা ফিউচার পার্ক প্রতিদিন সকাল ১০টায় খুলে এবং রাত ৮টায় বন্ধ হয়।আপনি এখানে প্রবেশ করতে চাইলে অবশ্যই ১০টার পর আসতে হবে।রবিবার আর সোমবার যেহেতু সাপ্তাহিক বন্ধ তাই এই দিনে আসবেন না।
রবিবার যেহেতু সারাদিন বন্ধ থাকে তাই আসার কোন প্রশ্নই আসে না, সোমবার অর্ধেক দিন খোলা থাকে তাই আপনি চাইলে আসতে পারেন অর্ধ-দিনের জন্য। সাপ্তাহিক ছুটি ছাড়াও যদি অন্য কোন কারনে শপিংমল বন্ধ থাকে তাহলে সেটা তাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
যমুনা ফিউচার পার্ক টিকিটের মূল্য
এই পার্কে রোলার কোস্টারে চড়তে টিকিট করতে হবে ৩০০ টাকার। এছাড়া টাওয়ার চালঞ্জের জন্য ১৫০ টাকা, ম্যাজিক উয়িন্ডমিল ১৫০ টাকা, স্কাই ড্রপ ১৫০ টাকা, ফ্লাইং ডিস্কো ১৫০ টাকা, পাইরেট শিপ ১৫০ টাকার টিকিট কাটতে হবে। আপনি সবগুলো রাইডে চড়ার আনন্দ পেতে পারেন মোট ৭৫০ টাকায়।