আপনি কি এইচএসসি রেজাল্ট ২০২০ এর খুটিনাটি বিষয় জানতে চান । তাহলে আপনাকে আমার এই নিবন্ধে স্বাগতম । করণা ভাইরাসের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি । তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অটো পাস করে দেবে ।
কি কি বিষয়ের উপর এইচএসসি ফলাফল নির্ভর করবে?
এখন কথা হল কে কত জিপিএ এইচএসসি পাস করবে? এসএসসি পরীক্ষার রেজাল্ট কি কি বিষয়ের উপর নির্ভর করবে ? এটা বর্তমান সময়ের খুব কমন । প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আপনাকে বর্তমান শিক্ষা মন্ত্রী দিপু মনির কথাগুলো ভালো করে পর্যালোচনা কইতে হবে । ডাক্তার দীপু মনির কথা পর্যালোচনা করলে নিম্নোক্ত বিষয়গুলো পাওয়া যায় ।
- পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ।
- জেএসসি পরীক্ষার ফলাফলের উপর ।
- মূলত এই দুই বিষয়ে এইচএসসি ফলাফল নির্ভর করবে । কিন্তু তার পরেও যে বিষয়গুলো এখানে প্রভাবক হিসেবে কাজ করবে তা হল । কেউ যদি এইচএসসি এসে বিভাগ পরিবর্তন করে তাহলে তার ফলাফলের উপর প্রভাব পড়বে ।
- সরকারের টেকনিক্যাল কমিটির অফিশিয়াল কোন বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয় নি । তাই এখন পর্যন্ত কিছু বলা যাচ্ছে না । এখন পর্যন্ত এগুলোকেই এইচএসসি পরীক্ষার ফলাফলের প্রভাবক হিসেবে ধরে নেয়া হচ্ছে ।সরকারি টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত এলে সম্পূর্ণ বিষয় মানুষ জানতে পারবে ।
কখন এইচ এস সি পরীক্ষার রেজাল্ট 2020 প্রকাশিত হবে?
তথ্য অনুযায়ী, ২০২০ সালের এসএসসি ফলাফল ডিসেম্বর ২০২০ সালে প্রকাশিত হবে । এসএসসি ফলাফল ২০২০ ঠিক কবে প্রকাশ করা হবে তা নির্দিষ্ট করে কেউই বলতে পারবে না কারন এখন পর্যন্ত কোন অফিশিয়াল প্রেস রিলিজ প্রকাশ করা হয় নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই ডিসেম্বরের তারিখ প্রকাশ করা হবে।
কিভাবে আপনি অনলাইন বা ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট২০২০ পাবেন?
এইচএসসি রেজাল্ট প্রকাশিত হলে আপনি অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন । আমি আমার এই নিবন্ধে অনলাইনে রেজাল্ট দেখার লিংক দিয়ে দিলাম । আপনি লিংকে প্রবেশ করে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবেন । https://eboardresults.com/v2/home
এস এম এস এর মাধ্যমে মোবাইলে কিভাবে এইচ এস সি পরীক্ষার রেজাল্ট দেখবেন?
2020 এসএসসি রেজাল্ট মার্কশীট সহ জানতে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুন , HSC/Dakhil <স্পেস> আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2020 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে ।
(আপনি মাধ্যমিক বোর্ডের হলে SSC আর মাদরাসা বোর্ডের হলে Dakhil লিখবেন।
উদাহরণের স্বরুপ: SSC <স্পেস> Dha <স্পেস> 153630 <স্পেস> 2020 পাঠিয়ে দিন 16২২২ নম্বরে।
বিভিন্ন শিক্ষাবোর্ডের শর্টকোড:
- DHA = Dhaka Board
- BAR = Barisal Board
- SYL = Sylhet Board
- COM = Comilla Board
- CHI= Chittagong Board
- RAJ = Rajshahi Board
- JES = Jessore Board
- DIN = Dinajpur Board
- MAD = Madrasah Board
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
অনলাইনে এসএসসি রেজাল্ট লেখার জন্য আপনাকে প্রদত্ত লিংকে গিয়ে ক্লিক HSC result 2020 করলেই আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট দেখার অফিসিয়াল ওয়েবসাইটটি পাবেন।ওয়েবসাইটটি দেখতে হুবহু নিচে প্রদত্ত ছবিটির মত।
সেখান থেকে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে, তারপর বছর অর্থাৎ এ বছরের পরীক্ষার জন্য 2020 সিলেক্ট করে দিতে হবে অথবা অটোমেটিকলি সিলেট থেকে যেতে পারে। তারপর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এর ঘরের রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। নিচে প্রদত্ত দুটি সংখ্যা দেখতে পাচ্ছেন সেই সংখ্যা দুটির যোগফল প্রদত্ত ঘরে। তারপর submit বাটনে ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।