গ্রামীণফোনের মিনিট অফার 2021
আপনি কি গ্রামীণফোনের মিনিট অফার খুজতেছেন তবে আপনাকে আমার এই নিবন্ধের স্বাগতম । আপনি ঠিক রাস্তায় আছেন ।গ্রামীণফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর কোম্পানি । এতে প্রায় ৮ মিলিয়ন কাস্টমার আছে ।গ্রামীণফোনের জনপ্রিয়তা পেয়েছে তার নিরবচ্ছিন্ন ফোরজি নেটওয়ার্ক এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এর নেটওয়ার্ক ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এর কারণে ।
অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামীণফোনের যদি আপনি টাকা দিয়ে কথা বলেন তাহলে এর কলরেট অনেক বেশি । এই সমস্যা সমাধানের জন্য গ্রামীনফোনের মিনিট প্যাকেজ ব্যবহার করলে অনেকটা সমাধান করতে পারেন । আর এর জন্যই আজকে আমার এই নিবন্ধন । এখানে আমি গ্রামীনফোনের বিভিন্ন মিনিট প্যাকেজ সম্পর্কে আলোচনা করব। গ্রামীণফোন তিনদিনের মিনিট প্যাকেজ হতে শুরু করে সাতদিনের মিনিট প্যাকেজ ও এক মাসের মিনিট প্যাকেজ দিয়ে থাকে । আমি ক্রমান্বয়ে গ্রামীণফোনের সবগুলো মিনিট প্যাকেজ নিয়ে আলোচনা করবো ।এক নজরে দেখে নিন গ্রামীনফনের কিছু মিনিট প্যাকেজ ।
গ্রামীণ ফোন মিনিট প্যাকেজ 2021
রিচার্জ | মিনিট | জিপি পয়েন্ট | মেয়াদ |
১৪ টাকা | ২১ মিনিট | — | ১৬ ঘণ্টা |
১৬ টাকা | ২৫ মিনিট | — | ২৪ ঘণ্টা |
২৪ টাকা | ৩৭ মিনিট | — | ২৪ ঘণ্টা |
৪৪ টাকা | ৬৭ মিনিট | ৩৩ পয়েন্ট | ৪ দিন |
৫৯ টাকা | ৯০ মিনিট | ৪৪ পয়েন্ট | ৭ দিন |
৬৪ টাকা | ১০০ মিনিট | ৪৮ পয়েন্ট | ৭ দিন |
৯৯ টাকা | ১৬০ মিনিট | ৭৪ পয়েন্ট | ৭ দিন |
১১৭ টাকা | ১৯০ মিনিট | ৮৮ পয়েন্ট | ১০ দিন |
১৯৯ টাকা | ৩১০ মিনিট | ১৪৯ পয়েন্ট | ৩০ দিন |
৩০৭ টাকা | ৫০০ মিনিট | ২৩০ পয়েন্ট | ৩০ দিন |
গ্রামীণফোন ৭ দিনের মিনিট প্যাক
গ্রামীণফোনের সাতদিনের মিনিট প্যাক অত্যন্ত আকর্ষণীয় এবং সবচেয়ে কম দামে গ্রামীনফোন দিয়ে থাকে । নীচের উল্লেখিত পরিমাণ টাকা রিচার্জ করলে আপনি আপনার পছন্দের প্যাকেজটি পেয়ে যাবেন ।
রিচার্জ | মিনিট | জিপি পয়েন্ট | মেয়াদ |
৫৯ টাকা | ৯০ মিনিট | ৪৪ পয়েন্ট | ৭ দিন |
৬৪ টাকা | ১০০ মিনিট | ৪৮ পয়েন্ট | ৭ দিন |
৯৯ টাকা | ১৬০ মিনিট | ৭৪ পয়েন্ট | ৭ দিন |
গ্রামীনফোনের এক মাসের মিনিট প্যাক
আপনি যদি গ্রামীণফোনের এক মাস মেয়াদী মিনিট প্যাকেজ খুঁজে থাকেন তবে আমার আর্টিকেলের এই অংশটুকু লক্ষ করুন । গ্রামীণফোনের এক মাস মেয়াদী মিনিট প্যাকেজ সবচেয়ে আকর্ষণীয় মিনিট প্যাকেজ । কারণ এক বার অ্যাক্টিভ করলেই আপনি পুরো এক মাস নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন ।
রিচার্জ | মিনিট | জিপি পয়েন্ট | মেয়াদ |
১৯৯ টাকা | ৩১০ মিনিট | ১৪৯ পয়েন্ট | ১ মাস |
৩০৭ টাকা | ৫০০ মিনিট | ২৩০ পয়েন্ট | ১ মাস |
গ্রামীনফোন মিনিট অফার শর্তাবলী
- এই টকটাইম অফারের সুযোগ পাওয়ার জন্য, যোগ্য গ্রাহকরা উপরোক্ত কোড ডায়াল করবেন।
- মেয়াদ শেষে, যদি আপনার মোবাইলে যদি বাকী মিনিট থাকে তবে তা জব্দ করা হবে।
- তবে, আপনি মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে পুনরায় একই অফার ক্রয় করলে, মিনিটগুলি যুক্ত করা হবে এবং নতুন মেয়াদে ক্রয় দিন থেকে মেয়াদ হিসাব হবে।
- চলমান মিনিট অফারে ব্যালেন্স জানতে * 121 * 1 * 2 # ডায়াল করুন।
- ১০ সেকেন্ড পালস হিসাবে চার্জ করা হবে।
- দেশের সকল স্থানীয় নেটওয়ার্ক নম্বরে কথা বলতে ব্যবহার করা যাবে।
- নির্দিষ্ট পরিমান টাকা রিচার্জ করে আপনি উল্লেখিত পরিমান মিনিট ক্রয় করতে পারবেন।
- মিনিট ক্রয়ের আগে মেয়াদ দেখে নিন এবং দিনের 24 ঘন্টা ব্যবহার করা যাবে।
- এই অফারটি স্কিটো ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য নয়।