গ্রামীণফোন

গ্রামীণফোন সোশ্যাল প্যাক 2021

গ্রামীণফোন সোশ্যাল প্যাক ।হ্যালো গ্রামীণফোন কাস্টমার ,আপনাকে গ্রামীণফোন ফোন সোশ্যাল প্যাক এ স্বাগতম । বর্তমান দুনিয়ার যোগাযোগ রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইন্টারনেট । ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব সহজেই যোগাযোগ করা যায়  কম মূল্যে । আরো বলা যায় যোগাযোগ রাখার সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে সামাজিক মাধ্যম ।সামাজিক মাধ্যম বলতে আমরা বুঝি ফেসবুক , ইমু , হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে সে যোগাযোগ করা হয় ।

আপনারা যাতে খুব সহজেই একে অন্যের সাথে সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারেন । সেই সুযোগ করে দেওয়ার জন্য গ্রামীণফোন বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিয়ে থাকে । আজকে আমি গ্রামীণফোনের সোশ্যাল প্যাক ইত্যাদি নিয়ে আলোচনা করব ।

গ্রামীণফোনের সোশ্যাল প্যাক এর মূল্য,এর প্রতিটি প্যাকেজের সময়,একটিভ কোড ইত্যাদি সব খুঁটিনাটি বিষয় আপনাদের জানাব । আপনি আমার ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনার পছন্দের প্যাকেজটি একটিভ করতে পারবেন ।

গ্রামীণফোন 30 দিনের সোশ্যাল প্যাক

ইন্টারনেট ধরন  সমায়  পরিমান  দাম এক্টিভ কোড মাধ্যম
৩ জি  ১মাস ৩৪৩ এমবি  ২০  *১২১*৩# ফেসবুক

গ্রামীণফোন সোশ্যাল প্যাক 2021

  পাকেজের নাম   সমায়    এক্টিভ কোড     দাম
ফেসবুক ২৬ এমবি ৩ দিন *১২১*৩০২২# ১.৫৭ টাকা
 ফেসবুক ৮৬ এমবি ৭ দিন *১২১*৩০২৩# ৬.২৮ টাকা
ফেসবুক ৩৪০ এমবি ২৮ দিন *১২১*৩০২৪# ১৯ টাকা
হোয়াটসঅ্যাপ ২৬ এমবি ৩ দিন *১২১*৩০৩৬# ২.৬১ টাকা
ভাইবার ২৬ এমবি ৩ দিন *১২১*৩০৭০# ২.৬১ টাকা
ভিডিও প্যাক ৪৬এমবি ৩ দিন *১২১*৩০২০# ৬.৬৩ টাকা

সকল প্যাকেজ আপনি ফেসবুকের লাইক, কমেন্ট, শেয়ার এবং ফেসবুক এসএমএস পাঠানোর জন্য ব্যাবহার করতে পারবেন । এ নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে জিপি কল সেন্টের কল করে আপনার প্রশ্ন সহ মতামত জানাতে পারেন ।

Md Jahidul Islam

আমি মোঃ জাহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলা বিভাগ হতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button