সমস্যা এবং সমাধান

অনলাইনে মোটরযান রেজিস্ট্রেশন ও চেক করার পদ্ধতি

মোটরযান রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট পাওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্য বিআরটিএ অফিসে ঘুরতে হয় দীর্ঘসময়।কিন্তু বর্তমানে অনলাইন রেজিস্ট্রশন সেবা চালু হওয়ায় এখন আর এই ভোগান্তি থেকে মুক্তি মিলেছে।এখন খুবই দ্রুততম সময়ে আমরা মোটরযান রেজিস্ট্রেশন ও নাম্বার প্লেট সংগ্রহ সত্যতা যাচাই করতে পারি।

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রস্তুত মোটরযান মালিককে অবহিতকরণ এবং বায়োমেট্রিক্স প্রদান ও সংগ্রহের পদ্ধতিঃ

সেবা গ্রহণের প্রক্রিয়াঃ   

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের এর ফি জমা প্রদানের পর গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙ্গুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) প্রদানের জন্য মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয়।

বায়োমেট্রিক্স প্রদানের জন্য গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হয়। নির্ধারিত সময়ে নিম্নেবর্ণিত কাগজ পত্রসহ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর বায়োমেট্রিক্স (ছবি, আঙ্গুলের ছাপ ও স্বাক্ষর) প্রদান করতে হয়-

  • অন-লাইনে নির্ধারিত ব্যাংকে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রযোজ্য ফি জমা রশিদের মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট এর মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
  • জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড)/মেশিন রিডেবল পাসপোর্ট- এর মূল কপিসহ এক সেট ফটোকপি

Read More >> ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর- ১০০% কমন

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস)  গ্রহণের পদ্ধতিঃ

  • মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে NP<space>B<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী ১১ ফেব্রুয়ারি তারিখের জন্য এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে চাইলে NP B 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি ম্যাসেজে উল্লেখিত সময়ে এসে বায়োমেট্রিক্স প্রদান করা যাবে।
  • ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি হলে গ্রাহককে মোবাইল ম্যাসেজের মাধ্যমে অবহিত করা হয় এবং তা গ্রহণের জন্য নিম্নোক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট (শুধুমাত্র ঢাকা ও চট্ট মেট্রো সার্কেল অফিস) গ্রহণ করতে হয়ঃ

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে- 

NP<space>C<space>Date টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে। যেমনঃ আপনার পছন্দ অনুযায়ী 1 ফেব্রুয়ারি তারিখের জন্য Appoinment করতে চাইলে NP C 11 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে।

ফিরতি ম্যাসেজে উল্লেখিত সময়ে এসে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণ করা যাবে। নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ করা সম্ভব না হলে একই পদ্ধতিতে পুনরায় এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

Read More >> অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম- পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র

রেট্রো-রিফ্লেক্টিভ নাম্বারপ্লেট, আরএফআইডি ট্যাগ ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন এসএমএস প্রদান ও গ্রহণের (পুশ-পুল) নিমিত্ত মোটরযান মালিকের মোবাইল নম্বর পরিবর্তন পদ্ধতিঃ

সেবা গ্রহণের প্রক্রিয়াঃ

মোবাইল নাম্বারের এসএমএস অপশনে গিয়ে NP<space>Vehicle Reg. Numerical No (6 digit)<space>Transaction Number (Last 6 digit) টাইপ করে 26969 নম্বরে প্রেরণ করতে হবে।

যেমনঃ আপনার মোটরযানের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-গ-12-1212 এবং টাকা জমা রশিদের ট্রানজেকশন নাম্বার 2001011325989 ।  যেমন; আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে NP 121212 325989 লিখে 26969 নম্বরে প্রেরণ করতে হবে।

Asad Pervez

আমি আসাদ পারভেজ । 2018 সাল থেকে সমাজের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক,মানবিক দৃষ্টিভঙ্গি অবলোকন করে- জীবনকে পরিপূর্ণ আঙ্গিকে নতুন করে সাজানোর আশাবাদী। নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরস্থায়ী- তাই নবরুপ ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button